ETV Bharat / state

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ যুবক, থানায় পরিবার

সংসারের হাল ফেরাতে রাজমিস্ত্রির কাজে মুম্বইয়ে পাড়ি দিয়েছিল বছর 30-এর আলেকজান্ডার শেখ ওরফে মিঠু । সেদিনের পর থেকে খোঁজ নেই তাঁর । কান্দি থানায় নিখোঁজ ডায়রি করেছেন যুবকের পরিবার ।

a youth of murshidabad missing after going to mumbai
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ যুবক
author img

By

Published : Feb 3, 2021, 9:10 PM IST

মুর্শিদাবাদ, 3 ফেব্রুয়ারি : পরিযায়ী শ্রমিকের কাজের নামে বাড়ি থেকে বেরিয়ে এক যুবক দশ দিন হল নিখোঁজ । গত 26 জানুয়ারি মুম্বই যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি । কান্দি থানার মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়চাঁদপুর এলাকার বাসিন্দা বছর ত্রিশের ওই যুবকের নাম আলেকজান্ডার শেখ ওরফে মিঠু । কান্দি থানায় নিখোঁজ ডায়েরি করেছে যুবকের পরিবার ।

অভাবের সংসার । হাল ফেরাতে গত 26 জানুয়ারি মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজে যাচ্ছি বলে বেরিয়ে যায় মা বাবার একমাত্র ছেলে আলেকজান্ডার শেখ । সঙ্গে নিয়ে গিয়েছিলেন নগদ তিন হাজার টাকা, একটি মোবাইল ফোন ও পোশাক । 27 জানুয়ারি বিকেল থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার । কী হল কোথায় রয়েছে এই নিয়ে উদ্বিগ্ন বাবা মা । কান্দি থানায় নিখোঁজ অভিযোগ জানিয়েছেন পরিবার । কিন্তু এখনও পর্যন্ত ছেলের খোঁজ না মেলায় কার্যত নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছেন বাবা মা ।

আরও পড়ুন : লরির ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

ভিন রাজ্যে কাজে গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে জেলাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে । গত একমাসে মুর্শিদাবাদের তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে দশদিন হল মিঠুর কোনও খোঁজখবর না পেয়ে জেলায় কর্ম সংস্থানের জোড়াল দাবি তুলেছেন পরযায়ী শ্রমিক পরিবার ।

মুর্শিদাবাদ, 3 ফেব্রুয়ারি : পরিযায়ী শ্রমিকের কাজের নামে বাড়ি থেকে বেরিয়ে এক যুবক দশ দিন হল নিখোঁজ । গত 26 জানুয়ারি মুম্বই যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি । কান্দি থানার মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়চাঁদপুর এলাকার বাসিন্দা বছর ত্রিশের ওই যুবকের নাম আলেকজান্ডার শেখ ওরফে মিঠু । কান্দি থানায় নিখোঁজ ডায়েরি করেছে যুবকের পরিবার ।

অভাবের সংসার । হাল ফেরাতে গত 26 জানুয়ারি মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজে যাচ্ছি বলে বেরিয়ে যায় মা বাবার একমাত্র ছেলে আলেকজান্ডার শেখ । সঙ্গে নিয়ে গিয়েছিলেন নগদ তিন হাজার টাকা, একটি মোবাইল ফোন ও পোশাক । 27 জানুয়ারি বিকেল থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার । কী হল কোথায় রয়েছে এই নিয়ে উদ্বিগ্ন বাবা মা । কান্দি থানায় নিখোঁজ অভিযোগ জানিয়েছেন পরিবার । কিন্তু এখনও পর্যন্ত ছেলের খোঁজ না মেলায় কার্যত নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছেন বাবা মা ।

আরও পড়ুন : লরির ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

ভিন রাজ্যে কাজে গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে জেলাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে । গত একমাসে মুর্শিদাবাদের তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে দশদিন হল মিঠুর কোনও খোঁজখবর না পেয়ে জেলায় কর্ম সংস্থানের জোড়াল দাবি তুলেছেন পরযায়ী শ্রমিক পরিবার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.