ETV Bharat / state

রাজ্যের 1123 জন শ্রমিককে নিয়ে কেরালা থেকে বহরমপুর পৌঁছাল বিশেষ ট্রেন

কেরালায় থাকা ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সেখানকার সরকার । পশ্চিমবঙ্গের 1123 জন শ্রমিককে বাড়ি ফেরাতে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের । গতকাল সেই ট্রেনই বহরমপুর পৌঁছায় । যদিও ট্রেনটে পাঁচ ঘণ্টা দেরিতে চলছিল ।

Train in Behramur
শ্রমিকদের নিয়ে আসা বিশেষ ট্রেন
author img

By

Published : May 7, 2020, 8:01 AM IST

বহরমপুর, 7 মে : লকডাউনে ভিনরাজ্যের শ্রমিকরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন । তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে । কেরালায় থাকা ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সেখানকার সরকার । পশ্চিমবঙ্গের 1123 জন শ্রমিককে বাড়ি ফেরাতে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের । গতকাল সেই ট্রেনই বহরমপুর পৌঁছায় । যদিও ট্রেনটি পাঁচ ঘণ্টা দেরিতে চলছিল ।

গতকাল দুপুর সাড়ে তিনটেয় কেরালার এর্নাকুলাম থেকে এরাজ্যের শ্রমিকদের নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির । কিন্তু পাঁচ ঘণ্টা দেরিতে পৌঁছায়। ট্রেনটি বহরমপুরে ঢোকে 8 টা 40 মিনিটে । তবে, শ্রমিকদের ট্রেনে আসার সময় কোনও অসুবিধা হয়নি । নির্বিঘ্নেই পৌঁছান তাঁরা ।

শ্রমিকরা ট্রেন থেকে নামতেই স্টেশনে প্রাথমিক থার্মাল স্ক্রিনিং বা শারীরিক পরীক্ষা করা হয় । তাঁদের রাতের খাবারের ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফে । এরপর সরকারের তরফে যে 500 বাসের ব্যবস্থা করা হয়েছিল তাতে করে শ্রমিকরা নিজেদের গন্তব্যস্থলের দিকে রওনা দেন । কেরালা থেকে আসা এই ট্রেনে বেশিরভাগ শ্রমিকই মুর্শিদাবাদের বাসিন্দা । তাছাড়া, নদিয়া ও কলকাতার শ্রমিকরাও ছিলেন । প্রত্যেককেই 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

বহরমপুর, 7 মে : লকডাউনে ভিনরাজ্যের শ্রমিকরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন । তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে । কেরালায় থাকা ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সেখানকার সরকার । পশ্চিমবঙ্গের 1123 জন শ্রমিককে বাড়ি ফেরাতে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের । গতকাল সেই ট্রেনই বহরমপুর পৌঁছায় । যদিও ট্রেনটি পাঁচ ঘণ্টা দেরিতে চলছিল ।

গতকাল দুপুর সাড়ে তিনটেয় কেরালার এর্নাকুলাম থেকে এরাজ্যের শ্রমিকদের নিয়ে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির । কিন্তু পাঁচ ঘণ্টা দেরিতে পৌঁছায়। ট্রেনটি বহরমপুরে ঢোকে 8 টা 40 মিনিটে । তবে, শ্রমিকদের ট্রেনে আসার সময় কোনও অসুবিধা হয়নি । নির্বিঘ্নেই পৌঁছান তাঁরা ।

শ্রমিকরা ট্রেন থেকে নামতেই স্টেশনে প্রাথমিক থার্মাল স্ক্রিনিং বা শারীরিক পরীক্ষা করা হয় । তাঁদের রাতের খাবারের ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফে । এরপর সরকারের তরফে যে 500 বাসের ব্যবস্থা করা হয়েছিল তাতে করে শ্রমিকরা নিজেদের গন্তব্যস্থলের দিকে রওনা দেন । কেরালা থেকে আসা এই ট্রেনে বেশিরভাগ শ্রমিকই মুর্শিদাবাদের বাসিন্দা । তাছাড়া, নদিয়া ও কলকাতার শ্রমিকরাও ছিলেন । প্রত্যেককেই 14 দিনের জন্য হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.