কান্দি, 12 ডিসেম্বর : বঙ্গধ্বনি মিছিলের মধ্যে হামলার শিকার হলেন এক ভারতীয় সেনার জওয়ান । অভিযোগ উঠল তৃণমুলের বিরুদ্ধে । বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই জওয়ান ।
গতকাল কান্দি জেলখানা রোড থেকে পাখমাড়া ডোব পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প বঙ্গধ্বনি যাত্রার একটি মিছিল করা হয়। আয়োজন করা হয় কান্দি ব্লক ও শহরের তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে । পথসভা চলাকালীন কান্দি থানার সামনে ওই জওয়ান ব়্যালি দেখে নিজের বাইক সরাচ্ছিলেন । বাইক সড়াতে একটু দেরী হওয়ার কারণে মিছিল দাঁড়িয়ে যায় এবং ব়্যালিতে অংশগ্রহণকারী কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে । ওই জওয়ানকে এলোপাতাড়ি মারতে থাকে । তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় ।
ওই মিছিলে ছিলেন মুখপাত্র অপূর্ব সরকার, কো-অর্ডিনেটর অশোক দাস, প্রাক্তন ব্লক সভাপতি সুকান্ত ত্রিবেদী । সঙ্গে কয়েকশ তৃণমুল কর্মী । ঝামেলা নিয়ন্ত্রণে আনতে অপূর্ব সরকার এগিয়ে আসেন ।
জখম ওই জওয়ানের নাম বিশ্বজিৎ সোহানি। বিএসএফ-এ কর্মরত এবং ছুটিতে বাড়ি এসেছেন ।