ETV Bharat / state

বেগুন খেতে উদ্ধার দেহ, খুন কিনা তদন্ত শুরু পুলিশের - মুর্শিদাবাদের জলঙ্গি থানা হুকোহারা গ্রাম

বেগমকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে রহস্যমৃত্যু যুবকের ৷ খুন না আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ ৷

image
উদ্ধার মৃতদেহ
author img

By

Published : May 26, 2020, 3:25 PM IST

জলঙ্গি, 26 মে : চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানা হুকোহারা গ্রাম এলাকায়৷ তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে তা এখনও জানা জায়নি ৷ মৃত ব্যক্তির নাম ঝান্টু শেখ৷ বাড়ি জলঙ্গি থানার চোয়াপাড়াতে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ঝান্টুর পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বেগম কল্পনা বিবি তাঁর বাপের বাড়িতে ছিলেন ৷ ইদের দিন সকালে নমাজ আদায় করে তাঁকে আনতে শ্বশুরবাড়ি যান ঝন্টু ৷ কিন্তু আজ সকালে শ্বশুরবাড়ি থেকে ঝন্টুর বাড়িতে খবর আসে যে তিনি আত্মহত্যা করেছেন ৷

শ্বশুরবাড়ি লাগোয়া একটি বেগুন খেত থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ৷ তবে এটা আত্মহত্যা না খুন তা অবশ্য এখনও জানা যায়নি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ মৃত ব্যক্তির স্ত্রী কল্পনা বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ ৷

জলঙ্গি, 26 মে : চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানা হুকোহারা গ্রাম এলাকায়৷ তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে তা এখনও জানা জায়নি ৷ মৃত ব্যক্তির নাম ঝান্টু শেখ৷ বাড়ি জলঙ্গি থানার চোয়াপাড়াতে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ঝান্টুর পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বেগম কল্পনা বিবি তাঁর বাপের বাড়িতে ছিলেন ৷ ইদের দিন সকালে নমাজ আদায় করে তাঁকে আনতে শ্বশুরবাড়ি যান ঝন্টু ৷ কিন্তু আজ সকালে শ্বশুরবাড়ি থেকে ঝন্টুর বাড়িতে খবর আসে যে তিনি আত্মহত্যা করেছেন ৷

শ্বশুরবাড়ি লাগোয়া একটি বেগুন খেত থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ৷ তবে এটা আত্মহত্যা না খুন তা অবশ্য এখনও জানা যায়নি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ মৃত ব্যক্তির স্ত্রী কল্পনা বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.