ETV Bharat / state

75 লাখ টাকার নিষিদ্ধ মাদক, ট্যাবলেট সহ গ্রেফতার বাংলাদেশি

author img

By

Published : Jun 6, 2021, 11:26 AM IST

গভীর রাতে নদী পাড় হওয়ার সময় মহম্মদ সোহেলকে আটক করে সুতি থানার পুলিশ । তল্লাশি চালিয়ে মেলে 30 হাজার লাল ইয়াবা ট্যাবলেট । আন্তর্জাতিক বাজারে যার মূল্য 75 লাখ টাকা ।

Bangladeshi arrested with drugs and tablets
নিষিদ্ধ মাদক, ট্যাবলেট সহ গ্রেফতার বাংলাদেশি

সুতি, 6 জুন : 75 লাখ টাকার নিষিদ্ধ মাদক, ট্যাবলেটসহ এক বাংলাদেশিকে গ্রেফতার করল সুতি থানার পুলিশ । শনিবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার আগে পাদল পাচারকারীকে সুতি থানা এলাকার হাসানপুরের নদীর পাড় থেকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম মহম্মদ সোহেল । বয়স 24 । তাঁর বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সারাপাড়া ।

ভারত বাংলাদেশ সীমান্তে ফের পাচার চক্র অতি সক্রিয় হয়ে উঠেছে । ওপার থেকে আসছে লাখ লাখ টাকার জাল নোট । আর এপাড় থেকে কাঁটাতারের ওপারে যাচ্ছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট । শনিবার রাতে গোপন সূত্রে পাচারের খবর পেয়ে ফাঁদ পেতে ছিল সুতি থানার পুলিশ । গভীর রাতে নদী পাড় হওয়ার সময় মহম্মদ সোহেলকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে মেলে 30 হাজার লাল ইয়াবা ট্যাবলেট । আন্তর্জাতিক বাজারে যার মূল্য 75 লাখ টাকা বলে দাবি জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশীর ।

Bangladeshi arrested with drugs and tablets
75 লাখ টাকার নিষিদ্ধ মাদক, ট্যাবলেট উদ্ধার করল সুতি থানার পুলিশ

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে মায়ানমার থেকে আসা ট্যাবলেটগুলি মালদার এক মাদক কারবারীর কাছ থেকে সংগ্রহ করে সোহেল । রাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশ ঢোকার উদ্দেশ্য ছিল তার । তার আগেই তাকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ । পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হচ্ছে ।

সুতি, 6 জুন : 75 লাখ টাকার নিষিদ্ধ মাদক, ট্যাবলেটসহ এক বাংলাদেশিকে গ্রেফতার করল সুতি থানার পুলিশ । শনিবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার আগে পাদল পাচারকারীকে সুতি থানা এলাকার হাসানপুরের নদীর পাড় থেকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম মহম্মদ সোহেল । বয়স 24 । তাঁর বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সারাপাড়া ।

ভারত বাংলাদেশ সীমান্তে ফের পাচার চক্র অতি সক্রিয় হয়ে উঠেছে । ওপার থেকে আসছে লাখ লাখ টাকার জাল নোট । আর এপাড় থেকে কাঁটাতারের ওপারে যাচ্ছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট । শনিবার রাতে গোপন সূত্রে পাচারের খবর পেয়ে ফাঁদ পেতে ছিল সুতি থানার পুলিশ । গভীর রাতে নদী পাড় হওয়ার সময় মহম্মদ সোহেলকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে মেলে 30 হাজার লাল ইয়াবা ট্যাবলেট । আন্তর্জাতিক বাজারে যার মূল্য 75 লাখ টাকা বলে দাবি জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশীর ।

Bangladeshi arrested with drugs and tablets
75 লাখ টাকার নিষিদ্ধ মাদক, ট্যাবলেট উদ্ধার করল সুতি থানার পুলিশ

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে মায়ানমার থেকে আসা ট্যাবলেটগুলি মালদার এক মাদক কারবারীর কাছ থেকে সংগ্রহ করে সোহেল । রাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশ ঢোকার উদ্দেশ্য ছিল তার । তার আগেই তাকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ । পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.