ETV Bharat / state

মন্ত্রীর খাসতালুকে পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের - bjp

রঘুনাথগঞ্জ -1 ব্লকের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ ন'জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করলেন । BJP-র সদর কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি গৌরিশংকর ঘোষ ।

BJP-র দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন নতুন সদস্যরা
author img

By

Published : Jul 13, 2019, 5:59 PM IST

বহরমপুর, 13 জুলাই : মুর্শিদাবাদে মন্ত্রী জাকির হোসেনের গড়েই এবার থাবা বসিয়ে পঞ্চায়েতের দখল নিল BJP । আজ রঘুনাথগঞ্জ -1 ব্লকের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ ন'জন সদস্য যোগ দেন BJP-তে । আজ বহরমপুরে জেলা BJP-র সদর কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি গৌরিশংকর ঘোষ । পাশে ছিলেন দলের সহ সভাপতি হুমায়ুন কবীর । সংখ্যাগরিষ্ঠ সদস্য BJP-তে আসায় ওই পঞ্চায়েতটি তৃণমূলের হাতছাড়া হল । একইসঙ্গে এদিন BJP-তে যোগ দেন ভরতপুর-2 ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি দেবাংশু রায় ।

মুর্শিদাবাদের হোসেনের গড়েই এবার BJP-র হানা । তাঁর বিধানসভা কেন্দ্রের এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতেই দলের অন্দরের ঝামেলা সামনে উঠে আসছে । দলের একাংশই বলছে, জাকির হোসেন একনায়কতন্ত্র চালান । তিনি খামখেয়ালি ।

16 আসনের জামুয়ার গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলেই ছিল । আজ প্রধান মন্দিরা বন্দ্যোপাধ্যায়, উপপ্রধান বিষ্ণুপদ দাস সহ ন'জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন । উপপ্রধান বিষ্ণুপদ দাস বলেন, "খলিলুর রহমান যখন প্রার্থী ছিলেন আমরা তখন ওঁর হয়ে অনেক কাজ করেছিলাম । অথচ যারা কাজ করেনি তাদের আজ গুরুত্ব দেওয়া হচ্ছে । আমাদের কোনও মূল্যই নেই । প্রথমে ব্লক সভাপতিকে পরিবর্তন করা হল । যেহেতু বিধানসভায় লিড ছিল তাই এটা কাম্য ছিল না । এছাড়াও অন্য এক ব্লক সভাপতি যিনি 62000 ভোটে লিড দিয়েছিলেন তাঁকেও পরিবর্তন করা হয় । আমাদের যিনি মন্ত্রী আছেন উনি যা ইচ্ছা তাই করবেন সেটা মেনে নেওয়া যায় না । জাকির হোসেন নিজের ইচ্ছায় কাজ করেন । আমরা দিলীপ ঘোষ, মুকুল রায়, হুমায়ুনদার নেতৃত্বে মোদিজির উন্নয়নে সামিল হয়েছি ।"

এই বিষয়ে BJP-র জেলা সভাপতি গৌরিশংকর ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেসের ন'জন সদস্যসহ জামুয়ার অঞ্চলের প্রধান ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আজ । পশ্চিমবঙ্গজুড়ে মানুষ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন । মোদিজির উন্নয়ন সারা দেশে বাস্তবায়িত হয়েছে । উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য, সমৃদ্ধশালী ভারত গড়ার জন্য, সোনার বাংলা গড়ার জন্য আজ মানুষ BJP-তে সামিল হচ্ছেন ।" তিনি আরও বলেন, "তৃণমূল পশ্চিমবঙ্গে কাটমানির রাজনীতি করেছে । তাদের সর্বোচ্চ স্তরের নেত্রী নিচু স্তরের কার্যকর্তাদের ফেলে নিজে বাঁচার চেষ্টা করছেন । মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দোষ অন্যদের ঘাড়ে চাপাচ্ছেন । রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলাপরিষদ, কাউন্সিলরদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন । তারই প্রতিবাদে বাংলাজুড়ে প্রধান, উপপ্রধান, সাধারণ সমর্থক BJP-তে যোগদান করছেন । আজ যারা BJP-তে যোগদান করলেন তাঁরা নিজ এলাকায় দুর্নীতি মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত পঞ্চায়েত উপহার দিতে চাইছেন ।"
প্রসঙ্গত এই নিয়ে মুর্শিদাবাদে তিনটি পঞ্চায়েতের শাসনভার BJP-র হাতে চলে গেল ।

বহরমপুর, 13 জুলাই : মুর্শিদাবাদে মন্ত্রী জাকির হোসেনের গড়েই এবার থাবা বসিয়ে পঞ্চায়েতের দখল নিল BJP । আজ রঘুনাথগঞ্জ -1 ব্লকের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ ন'জন সদস্য যোগ দেন BJP-তে । আজ বহরমপুরে জেলা BJP-র সদর কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি গৌরিশংকর ঘোষ । পাশে ছিলেন দলের সহ সভাপতি হুমায়ুন কবীর । সংখ্যাগরিষ্ঠ সদস্য BJP-তে আসায় ওই পঞ্চায়েতটি তৃণমূলের হাতছাড়া হল । একইসঙ্গে এদিন BJP-তে যোগ দেন ভরতপুর-2 ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি দেবাংশু রায় ।

মুর্শিদাবাদের হোসেনের গড়েই এবার BJP-র হানা । তাঁর বিধানসভা কেন্দ্রের এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতেই দলের অন্দরের ঝামেলা সামনে উঠে আসছে । দলের একাংশই বলছে, জাকির হোসেন একনায়কতন্ত্র চালান । তিনি খামখেয়ালি ।

16 আসনের জামুয়ার গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলেই ছিল । আজ প্রধান মন্দিরা বন্দ্যোপাধ্যায়, উপপ্রধান বিষ্ণুপদ দাস সহ ন'জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন । উপপ্রধান বিষ্ণুপদ দাস বলেন, "খলিলুর রহমান যখন প্রার্থী ছিলেন আমরা তখন ওঁর হয়ে অনেক কাজ করেছিলাম । অথচ যারা কাজ করেনি তাদের আজ গুরুত্ব দেওয়া হচ্ছে । আমাদের কোনও মূল্যই নেই । প্রথমে ব্লক সভাপতিকে পরিবর্তন করা হল । যেহেতু বিধানসভায় লিড ছিল তাই এটা কাম্য ছিল না । এছাড়াও অন্য এক ব্লক সভাপতি যিনি 62000 ভোটে লিড দিয়েছিলেন তাঁকেও পরিবর্তন করা হয় । আমাদের যিনি মন্ত্রী আছেন উনি যা ইচ্ছা তাই করবেন সেটা মেনে নেওয়া যায় না । জাকির হোসেন নিজের ইচ্ছায় কাজ করেন । আমরা দিলীপ ঘোষ, মুকুল রায়, হুমায়ুনদার নেতৃত্বে মোদিজির উন্নয়নে সামিল হয়েছি ।"

এই বিষয়ে BJP-র জেলা সভাপতি গৌরিশংকর ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেসের ন'জন সদস্যসহ জামুয়ার অঞ্চলের প্রধান ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আজ । পশ্চিমবঙ্গজুড়ে মানুষ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন । মোদিজির উন্নয়ন সারা দেশে বাস্তবায়িত হয়েছে । উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য, সমৃদ্ধশালী ভারত গড়ার জন্য, সোনার বাংলা গড়ার জন্য আজ মানুষ BJP-তে সামিল হচ্ছেন ।" তিনি আরও বলেন, "তৃণমূল পশ্চিমবঙ্গে কাটমানির রাজনীতি করেছে । তাদের সর্বোচ্চ স্তরের নেত্রী নিচু স্তরের কার্যকর্তাদের ফেলে নিজে বাঁচার চেষ্টা করছেন । মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দোষ অন্যদের ঘাড়ে চাপাচ্ছেন । রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলাপরিষদ, কাউন্সিলরদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন । তারই প্রতিবাদে বাংলাজুড়ে প্রধান, উপপ্রধান, সাধারণ সমর্থক BJP-তে যোগদান করছেন । আজ যারা BJP-তে যোগদান করলেন তাঁরা নিজ এলাকায় দুর্নীতি মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত পঞ্চায়েত উপহার দিতে চাইছেন ।"
প্রসঙ্গত এই নিয়ে মুর্শিদাবাদে তিনটি পঞ্চায়েতের শাসনভার BJP-র হাতে চলে গেল ।

Intro:কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগ


Body:কিন্তু বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি


Conclusion:কেন্দ্র বাহিনী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.