পুরুলিয়া, 27 মার্চ : লকডাউনের জেরে পুরুলিয়ায় আটকে পড়া 80 জন শ্রমিককে ফেরানো হল মুর্শিদাবাদে । মাঝরাতে স্পেশাল সরকারি বাসে করে তাঁদের ফেরানো হয় । গত কয়েক মাস ধরে পুরুলিয়ার জেলা আদালতের নির্মীয়মাণ ভবনের কাজে যুক্ত ছিলেন এই শ্রমিকরা ।
রাজ্যজুড়ে লকডাউনের নির্দেশিকা জারি হওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে যাত্রী পরিবহন । তাতেই চরম সমস্যায় পড়েন মুর্শিদাবাদের ওই শ্রমিকেরা । গতকাল তারা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে মন্ত্রী শুভেন্দু অধিকারিকে বাড়ি ফেরানোর আবেদন জানায় ।
পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে খবর, শুভেন্দু অধিকারী ও পুরুলিয়ার তৃণমূল নেতা গৌতম রায়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় । তাঁদের ফেরানোর জন্য একটি বেসরকারি বাসের ব্যবস্থা করা হয় । মন্ত্রীর নির্দেশমাফিক ওই 80 জন শ্রমিককে আজ বাড়ি ফেরানো হয় ।
এছাড়া, ওই শ্রমিকদের জন্য একদিনের জল খাবারের ব্যবস্থা করেন পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এবং সমাজসেবি মোহিত লাটা । গৌতম রায় বলেন, "মন্ত্রী আমাকে আটকে পড়া ওই শ্রমিকদের বাড়ি ফেরানোর নির্দেশ দেন । সেই মতো আজ রাতে তাঁদের বাসে চাপিয়ে দিলাম ।"
পুরুলিয়ায় আটকে পড়া শ্রমিক আবদুল ইউধ বলেন, "আমরা কয়েক মাস ধরে পুরুলিয়া জেলা আদালতের ভবন নির্মাণের কাজে নিযুক্ত ছিলাম । কোরোনার জন্য হঠাতই লকডাউন করে দেওয়ায় বাড়ি ফিরতে পারছিলাম না । পরিবারের লোকজনের খুব দুশ্চিন্তায় রয়েছে । তাই একটি ভিডিয়ো বার্তা তুলে গ্রামের তৃণমূল নেতাদের পাঠাই । তারপর মন্ত্রীমশাই আমাদের জন্য বাসের ব্যবস্থা করেন । "