ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 6 - Corona virus

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত আরও 6 । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 265 ।

6 new covid positive cases are found in murshidabad
6 new covid positive cases are found in murshidabad
author img

By

Published : Jul 8, 2020, 9:29 PM IST

মুর্শিদাবাদ, 8 জুলাই : বুধবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলল । আক্রান্তদের এদিন বহরমপুরের মাতৃসদন কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগের 8 জুলাইয়ের প্রকাশিত ডেইলি বুলেটিন অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 ।

জেলা প্রশাসন জানিয়েছে, হরিহরপাড়া ব্লকে 3 জন, মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় 1 জন, লালগোলা ব্লকে 1 জন, ভগবানগোলা ব্লকে 1 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এদিনের আক্রান্তদের মধ্যে হরিহরপাড়া ও ভগবানগোলার 4 আক্রান্ত ভিন রাজ্য থেকে ফিরেছেন । তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, 42 জন কোরোনা আক্রান্ত চিকিৎসাধীনে রয়েছেন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 219 জন । জেলায় এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 4 জনের । জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । কারণ হিসাবে একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের উপর দোষারোপ করা হচ্ছে পাশাপাশি মানুষের সতর্ক থাকার প্রবণতাও কমেছে । প্রশাসনের নজরদারির অভাবে জেলায় অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না । সামাজিক দূরত্ব মানার বালাইও কম ।

মুর্শিদাবাদ, 8 জুলাই : বুধবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলল । আক্রান্তদের এদিন বহরমপুরের মাতৃসদন কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগের 8 জুলাইয়ের প্রকাশিত ডেইলি বুলেটিন অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 ।

জেলা প্রশাসন জানিয়েছে, হরিহরপাড়া ব্লকে 3 জন, মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় 1 জন, লালগোলা ব্লকে 1 জন, ভগবানগোলা ব্লকে 1 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এদিনের আক্রান্তদের মধ্যে হরিহরপাড়া ও ভগবানগোলার 4 আক্রান্ত ভিন রাজ্য থেকে ফিরেছেন । তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, 42 জন কোরোনা আক্রান্ত চিকিৎসাধীনে রয়েছেন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 219 জন । জেলায় এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 4 জনের । জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । কারণ হিসাবে একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের উপর দোষারোপ করা হচ্ছে পাশাপাশি মানুষের সতর্ক থাকার প্রবণতাও কমেছে । প্রশাসনের নজরদারির অভাবে জেলায় অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না । সামাজিক দূরত্ব মানার বালাইও কম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.