ETV Bharat / state

রঘুনাথগঞ্জে 15 লিটার তরল মাদক সহ গ্রেপ্তার 5 - DRUG PEDDLER

রঘুনাথগঞ্জ থানার মহলদাপাড়া এলাকা থেকে উদ্ধার হল 15 লিটার কোডেইন মিক্সচার ৷গ্রেপ্তার করা হয়েছে পাঁচ পাচারকারীকেও ।

Drug at Murshidabad
কোডেইন মিক্সচার
author img

By

Published : Feb 10, 2020, 3:42 AM IST

রঘুনাথগঞ্জ, 10 ফেব্রুযারি : নিষিদ্ধ তরল মাদক সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৷ রঘুনাথগঞ্জ থানার মহলদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে 15 লিটার কোডেইন মিক্সচার ৷

ধৃতদের নাম সলমন শেখ, মাতিন শেখ, অন্বেষা শেখ, পিন্টু শেখ ও বজলুর রহমান । ধৃতরা প্রত্যকে লালগোলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ । কোথা থেকে এই মাদক নিয়ে আসা হয়েছিল আর কোথায় পাচারের কথা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

এর আগেও একাধিকবার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে মাদক উদ্ধার হয়েছে । কয়েকদিন আগেও বেলডাঙায় একটি লরি থেকে তিন কুইন্টাল গাঁজা উদ্ধার হয়৷ ওই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করে বেলডাঙা থানার পুলিশ৷

রঘুনাথগঞ্জ, 10 ফেব্রুযারি : নিষিদ্ধ তরল মাদক সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৷ রঘুনাথগঞ্জ থানার মহলদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে 15 লিটার কোডেইন মিক্সচার ৷

ধৃতদের নাম সলমন শেখ, মাতিন শেখ, অন্বেষা শেখ, পিন্টু শেখ ও বজলুর রহমান । ধৃতরা প্রত্যকে লালগোলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ । কোথা থেকে এই মাদক নিয়ে আসা হয়েছিল আর কোথায় পাচারের কথা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

এর আগেও একাধিকবার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে মাদক উদ্ধার হয়েছে । কয়েকদিন আগেও বেলডাঙায় একটি লরি থেকে তিন কুইন্টাল গাঁজা উদ্ধার হয়৷ ওই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করে বেলডাঙা থানার পুলিশ৷

Intro:রঘুনাথগঞ্জ থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার পাঁচ মাদক পাচারকারীBody:রঘুনাথগঞ্জ থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার পাঁচ মাদক পাচারকারী।

রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সালমান শেখ, মাতিন শেখ, অন্বেষা শেখ, পিন্টু শেখ ও বজলুর রহমান। রঘুনাথগঞ্জ থানার মহলদাপাড়া এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ লিটার কোডিং মিক্সচার মাদক। এদের ৫ জনেরই বাড়ি লালগোলায় বলে পুলিশ সূত্রে জানা যায়। বিশেষ করে মুর্শিদাবাদ-মালদা সীমান্তে বরাবরই অভিযুক্তেরা মাদক পাচার হয়ে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এদের গ্রেফতার করে।Conclusion:বিশেষ করে মুর্শিদাবাদ-মালদা সীমান্তে বরাবরই অভিযুক্তেরা মাদক পাচার হয়ে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এদের গ্রেফতার করে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.