রানিনগর, 13 এপ্রিল : পাচারের আগে 372 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল ৷ সোমবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের রাজনগর এলাকা থেকে এই কাফ সিরাপগুলি উদ্ধার করা হয়েছে ৷ এ ঘটনায় একজন পাচারকারীকে আটক করেছে BSF ৷
লকডাউনে যেখানে রাজ্যের সমস্ত জেলা সীমান্ত সিল করে দেওয়া হয়েছে , সেইসময়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবাধে পাচারচক্র চলছে । সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে প্রায় রোজ পাচারকারীরা প্রবেশ করছে । সোমবার কাঁটাতারের বেড়া ডিঙানোর সময় BSF-র 117 নম্বর ব্যাটেলিয়ন জওয়ান একজনকে আটক করে । তার থেকে প্রায় 372 বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয় ৷ BSF সূত্রে জানা গেছে , এর বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা ৷ ধৃতের নাম মুস্তাক হাবিব ৷ রানিনগর থানার রাজানগরের বাসিন্দা ৷ তকে রানিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি এই চক্রের সঙ্গে এপারের আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে রানিনগর থানার পুলিশ ৷
লকডাউনের মধ্যেই সক্রিয় হয়ে উঠছে পাচারকারীরা ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেও বহরমপুরের দুই জায়গা থেকে প্রায় 350 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছিল ৷