ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত 3 সাংবাদিকসহ 34 - corona situation in Murshidabad

আজ স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 736জন ৷ বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন 217জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 512জন ৷ আজ জেলায় নতুন করে 34জন কোরোনা আক্রান্তের হদিস মিলল ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 1, 2020, 7:54 PM IST

মুর্শিদাবাদ, 1 অগাস্ট : আজ জেলায় নতুন করে 34জন কোরোনা আক্রান্তের হদিস মিলল ৷ বহরমপুর পৌরসভা ও সুতি থানার ঔরঙ্গাবাদ এলাকায় মিলেছে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ৷ আজ স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 736জন ৷

নবগ্রাম, ফরাক্কা, সামশেরগঞ্জ, ধুলিয়ান, লালগোলা ও সুতি এক নম্বর ব্লকেও মিলেছে কোরোনায় আক্রান্তের খোঁজ ৷ বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন 217জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 512জন ৷ এছাড়া জেলার তিন সাংবাদিকের শরীরেও মিলেছে কোরোনা ভাইরাসের হদিস ৷ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমের 30জন প্রতিনিধির সোয়াব নমুনা নেওয়া হয়েছিল ৷ পরীক্ষার রিপোর্টে তিনজনের পজ়িটিভ রিপোর্ট আসায় তাঁদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

গত তিনদিনে বহরমপুর শহরেই 25জন সংক্রমিতর হদিস মিলেছে ৷ অন্যদিকে, জঙ্গিপুর মহকুমাজুড়ে সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে ৷ স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়, মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেশি ৷ তবে, আতঙ্কের কারণ নেই ৷

মুর্শিদাবাদ, 1 অগাস্ট : আজ জেলায় নতুন করে 34জন কোরোনা আক্রান্তের হদিস মিলল ৷ বহরমপুর পৌরসভা ও সুতি থানার ঔরঙ্গাবাদ এলাকায় মিলেছে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ৷ আজ স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 736জন ৷

নবগ্রাম, ফরাক্কা, সামশেরগঞ্জ, ধুলিয়ান, লালগোলা ও সুতি এক নম্বর ব্লকেও মিলেছে কোরোনায় আক্রান্তের খোঁজ ৷ বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন 217জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 512জন ৷ এছাড়া জেলার তিন সাংবাদিকের শরীরেও মিলেছে কোরোনা ভাইরাসের হদিস ৷ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমের 30জন প্রতিনিধির সোয়াব নমুনা নেওয়া হয়েছিল ৷ পরীক্ষার রিপোর্টে তিনজনের পজ়িটিভ রিপোর্ট আসায় তাঁদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

গত তিনদিনে বহরমপুর শহরেই 25জন সংক্রমিতর হদিস মিলেছে ৷ অন্যদিকে, জঙ্গিপুর মহকুমাজুড়ে সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে ৷ স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়, মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেশি ৷ তবে, আতঙ্কের কারণ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.