ETV Bharat / state

Post Poll violence: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ, আক্রান্ত 3 - ভোটপরবর্তী হিংসা

নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ ৷ ঘটনায় আক্রান্ত 2 কংগ্রেস কর্মী ও তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত প্রধান মজিবুর রহমান ৷ জখম তিন জনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

Etv Bharat
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ
author img

By

Published : Jul 24, 2023, 2:34 PM IST

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ

(রানিনগর) মুর্শিদাবাদ, 24 জুলাই: আবারও ভোটপরবর্তী হিংসায় উত্তপ্ত হল মুর্শিদাবাদ ৷ রবিবার রানিনগর থানার ডেপুটি এলাকায় দুস্কৃতীদের ছোড়া বোমায় জখম দুই রেনটু শেখ ও পাইলট শেখ ৷ আহতরা সকলেই কংগ্রেস কর্মী । অন্যদিকে সুতিতে তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ উঠল কংগ্রেসের দিকে। দুই ঘটনায় জখম তিনজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন ওই দুই কংগ্রেস কর্মী ৷ সেই সময়েই পিছন থেকে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ গুরুতর জখম হয় দুই কংগ্রেস কর্মী ৷ বোমার আঘাতে রেনটুর একটি হাত উড়ে গিয়েছে ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত প্রধান মজিবুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে ৷ হামলার অভিযোগ কংগ্রেসের দিকে ৷ বাড়ি ফেরার সময় আচমকা প্রাক্তন প্রধানের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় । ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুস্কৃতীরা ৷ ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর গ্রামে । গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি । মারধর ও কোপানোর ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের তীর তৃণমূল নেতৃত্বের । যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ।

আরও পড়ুন: তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

দু’টি ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ । প্রাক্তন প্রধানকে কোপানোর ঘটনার পরেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে উমরাপুর গ্রামে । বসানো হয়েছে পুলিশ পিকেট । যদিও পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই আক্রমণ । পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরিয়ে গেলেও এখনও অশান্তির গনগনে আঁচে পুড়ছে একাধিক জেলা ৷ যা রাজ্যের বর্তমান অস্থির পরিস্থিতির চিত্র তুলে ধরেছে ৷ নির্বাচন পরবর্তী হিংসায় আহত হয়েছেন একাধিক ৷ এখনও একাধিক এলাকায় হিংসার ঘটনা ঘটে চলেই ৷ রাজনৈতিক দলগুলি একে অপরের উপর দায় চাপাতেই ব্যস্ত ৷

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ

(রানিনগর) মুর্শিদাবাদ, 24 জুলাই: আবারও ভোটপরবর্তী হিংসায় উত্তপ্ত হল মুর্শিদাবাদ ৷ রবিবার রানিনগর থানার ডেপুটি এলাকায় দুস্কৃতীদের ছোড়া বোমায় জখম দুই রেনটু শেখ ও পাইলট শেখ ৷ আহতরা সকলেই কংগ্রেস কর্মী । অন্যদিকে সুতিতে তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ উঠল কংগ্রেসের দিকে। দুই ঘটনায় জখম তিনজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন ওই দুই কংগ্রেস কর্মী ৷ সেই সময়েই পিছন থেকে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ গুরুতর জখম হয় দুই কংগ্রেস কর্মী ৷ বোমার আঘাতে রেনটুর একটি হাত উড়ে গিয়েছে ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত প্রধান মজিবুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে ৷ হামলার অভিযোগ কংগ্রেসের দিকে ৷ বাড়ি ফেরার সময় আচমকা প্রাক্তন প্রধানের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় । ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুস্কৃতীরা ৷ ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর গ্রামে । গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি । মারধর ও কোপানোর ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের তীর তৃণমূল নেতৃত্বের । যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ।

আরও পড়ুন: তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

দু’টি ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ । প্রাক্তন প্রধানকে কোপানোর ঘটনার পরেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে উমরাপুর গ্রামে । বসানো হয়েছে পুলিশ পিকেট । যদিও পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই আক্রমণ । পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরিয়ে গেলেও এখনও অশান্তির গনগনে আঁচে পুড়ছে একাধিক জেলা ৷ যা রাজ্যের বর্তমান অস্থির পরিস্থিতির চিত্র তুলে ধরেছে ৷ নির্বাচন পরবর্তী হিংসায় আহত হয়েছেন একাধিক ৷ এখনও একাধিক এলাকায় হিংসার ঘটনা ঘটে চলেই ৷ রাজনৈতিক দলগুলি একে অপরের উপর দায় চাপাতেই ব্যস্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.