ETV Bharat / state

দেড় কোটির হেরোইন ও 5 লাখ টাকা-সহ গ্রেফতার 3 মাদক পাচারকারী

বহরমপুরে 1 কেজি হেরোইন-সহ গ্রেফতার 3 মাদক পাচারকারীকে গ্রেফতার করল ৷ ধৃতদের কাছ থেকে নগদ 5 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ ওই বিপুল পরিমাণ মাদক বহরমপুরের নিমতলা থেকে কোচবিহারে পাচার করা হচ্ছিল ৷

3-drug-smuggler-arrest-with-1-kg-heroin-in-bahrampur-murshidabad
দেড় কোটির হেরোইন ও 5 লাখ টাকা সহ গ্রেফতার 3 মাদক পাচারকারী
author img

By

Published : Jun 21, 2021, 5:38 PM IST

বহরমপুর, 21 জুন : দেড় কোটি টাকার হেরোইন ও নগদ পাঁচ লাখ টাকা সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ ৷ সেই সঙ্গে একটি গাড়িও আটক করেছে পুলিশ ৷ রবিবার গভীর রাতে ওই 3 পাচারকারীকে পঞ্চাননতলা এলাকায় 34 নং জাতীয় সড়কের উপর থেকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম আবু হাসিয়াম মিঞাঁ, জিয়ারুল হক এবং রোহন ইসলাম । তিনজনেরই বাড়ি কোচবিহারের জেলায় বলে জানা গিয়েছে । আজ ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে পঞ্চাননতলায় 34নং জাতীয় সড়কের উপর নাকা চেকিং বসায় বহরমপুর থানার পুলিশ । রবিবার রাত দু’টো নাগাদ সন্দেহভাজন একটি গাড়িকে আটকে তল্লাশি শুরু করে পুলিশ ৷ তল্লাশিতে গাড়ির মধ্যে পেঁয়াজের বস্তা নজরে আসে পুলিশের ৷ সন্দেহ হওয়ায়, সেগুলি খুলে তল্লাশি চালাতেই প্যাকটে করা হেরোইন বেরিয়ে আসে ৷ উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 1 কেজি ৷ যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা ৷ সেই সঙ্গে ওই মাদক পাচারকারীদের থেকে নগদ 5 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : বাংলাদেশে মাদক পাচারের আগেই গ্রেফতার 1, উদ্ধার 5 লাখ টাকার ইয়াবা

পুলিশ মাদক পাচারকারীদের জেরা করে জানতে পেরেছে, বহরমপুরের নিমতলা থেকে হেরোইন সংগ্রহ করেছিল তারা ৷ তার পর সেগুলি পাঁচটি চায়ের প্যাকেটে ভরে পেঁয়াজের বস্তার ভিতরে পাচার করছিল ৷ বিপুল পরিমাণ ওই মাদক কোচবিহারে পাচারের পরিকল্পনা ছিল তাদের ৷ এই পাচার চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে পুলিশ ধৃতদের জেরা করছে ৷ আজ অভিযুক্ত 3 পাচারকারীকে বহরমপুর জেলা আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

বহরমপুর, 21 জুন : দেড় কোটি টাকার হেরোইন ও নগদ পাঁচ লাখ টাকা সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ ৷ সেই সঙ্গে একটি গাড়িও আটক করেছে পুলিশ ৷ রবিবার গভীর রাতে ওই 3 পাচারকারীকে পঞ্চাননতলা এলাকায় 34 নং জাতীয় সড়কের উপর থেকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম আবু হাসিয়াম মিঞাঁ, জিয়ারুল হক এবং রোহন ইসলাম । তিনজনেরই বাড়ি কোচবিহারের জেলায় বলে জানা গিয়েছে । আজ ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে পঞ্চাননতলায় 34নং জাতীয় সড়কের উপর নাকা চেকিং বসায় বহরমপুর থানার পুলিশ । রবিবার রাত দু’টো নাগাদ সন্দেহভাজন একটি গাড়িকে আটকে তল্লাশি শুরু করে পুলিশ ৷ তল্লাশিতে গাড়ির মধ্যে পেঁয়াজের বস্তা নজরে আসে পুলিশের ৷ সন্দেহ হওয়ায়, সেগুলি খুলে তল্লাশি চালাতেই প্যাকটে করা হেরোইন বেরিয়ে আসে ৷ উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 1 কেজি ৷ যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা ৷ সেই সঙ্গে ওই মাদক পাচারকারীদের থেকে নগদ 5 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : বাংলাদেশে মাদক পাচারের আগেই গ্রেফতার 1, উদ্ধার 5 লাখ টাকার ইয়াবা

পুলিশ মাদক পাচারকারীদের জেরা করে জানতে পেরেছে, বহরমপুরের নিমতলা থেকে হেরোইন সংগ্রহ করেছিল তারা ৷ তার পর সেগুলি পাঁচটি চায়ের প্যাকেটে ভরে পেঁয়াজের বস্তার ভিতরে পাচার করছিল ৷ বিপুল পরিমাণ ওই মাদক কোচবিহারে পাচারের পরিকল্পনা ছিল তাদের ৷ এই পাচার চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে পুলিশ ধৃতদের জেরা করছে ৷ আজ অভিযুক্ত 3 পাচারকারীকে বহরমপুর জেলা আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.