ETV Bharat / state

খেলতে গিয়ে ইটভাটার গর্তের জলে ডুবে মৃত 3

ইটভাটার কাটা গর্তে পড়ে মৃত্যু হল তিন নাবালক-নাবালিকার ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রানিতলা থানার নন্দপুরে ৷ গতবছর এই সময়েই ওই এলাকায় ইটভাটার গর্তে ডুবে মৃত্যু হয়েছিল চার শিশুর । ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা ৷

ইটভাটার গর্তের জলে ডুবে মৃত 3 শিশু
ইটভাটার গর্তের জলে ডুবে মৃত 3 শিশু
author img

By

Published : May 16, 2021, 11:58 AM IST

Updated : May 16, 2021, 12:47 PM IST

রানিতলা, 16 মে : ইটভাটার জন্য কাটা গর্তের জলে ডুবে মৃত্যু হল তিন নাবালক-নাবালিকার । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা নাগাদ রানিতলা থানার নন্দপুরে । মৃত তিনজনের নাম সাদিকুল শেখ (8), আশা খাতুন (8) রহিদ শেখ ( 6 ) । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামে । ঘটনার পর থেকে পলাতক ইটভাটার মালিক। রানিতলা থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

আরও পড়ুন : বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত তখতে, মঙ্গলবার আছড়ে পড়বে গুজরাত উপকূলে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয় । পরিবারের দাবি, ইটভাটা লাগোয়া মাঠে প্রতিদিন গ্রামের শিশুরা খেলতে যেত । শনিবার ঝড় বৃষ্টির পরও দল বেঁধে তারা খেলতে গিয়েছিল । সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু হয় । গোটা গ্রাম তন্নতন্ন করে খুঁজেও তিনজনের হদিশ পাওয়া যায়নি ।

এরপর গ্রামেরই একজন এসে খবর দেয় ইটভাটার জন্য জেসিবি দিয়ে যে গর্ত খোঁড়া হয়েছে সেখানে দেহ ভাসছে । এরপর জলে নেমে তিন নাবালক-নাবালিকার দেহ উদ্ধার করা হয় । ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে ।

উত্তেজিত গ্রামবাসীদের দাবি, বিপজ্জনকভাবে গর্ত খোঁড়ার কারণেই মৃত্যু হল তিনজনের । মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে ইটভাটার মালিককে । গতবছর এই সময়েই ওই এলাকায় ইটভাটার গর্তে ডুবে মৃত্যু হয়েছিল চার শিশুর । ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা ৷

রানিতলা, 16 মে : ইটভাটার জন্য কাটা গর্তের জলে ডুবে মৃত্যু হল তিন নাবালক-নাবালিকার । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা নাগাদ রানিতলা থানার নন্দপুরে । মৃত তিনজনের নাম সাদিকুল শেখ (8), আশা খাতুন (8) রহিদ শেখ ( 6 ) । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামে । ঘটনার পর থেকে পলাতক ইটভাটার মালিক। রানিতলা থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

আরও পড়ুন : বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত তখতে, মঙ্গলবার আছড়ে পড়বে গুজরাত উপকূলে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয় । পরিবারের দাবি, ইটভাটা লাগোয়া মাঠে প্রতিদিন গ্রামের শিশুরা খেলতে যেত । শনিবার ঝড় বৃষ্টির পরও দল বেঁধে তারা খেলতে গিয়েছিল । সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু হয় । গোটা গ্রাম তন্নতন্ন করে খুঁজেও তিনজনের হদিশ পাওয়া যায়নি ।

এরপর গ্রামেরই একজন এসে খবর দেয় ইটভাটার জন্য জেসিবি দিয়ে যে গর্ত খোঁড়া হয়েছে সেখানে দেহ ভাসছে । এরপর জলে নেমে তিন নাবালক-নাবালিকার দেহ উদ্ধার করা হয় । ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে ।

উত্তেজিত গ্রামবাসীদের দাবি, বিপজ্জনকভাবে গর্ত খোঁড়ার কারণেই মৃত্যু হল তিনজনের । মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে ইটভাটার মালিককে । গতবছর এই সময়েই ওই এলাকায় ইটভাটার গর্তে ডুবে মৃত্যু হয়েছিল চার শিশুর । ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা ৷

Last Updated : May 16, 2021, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.