ভগবানগোলা (মুর্শিদাবাদ), ৩১ মার্চ : লোকসভা ভোটের আগে ভগবানগোলার PWD মোড় থেকে ২১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার হল। আজ নাকা চেকিংয়ের সময় এই টাকা বাজেয়াপ্ত হয়েছে। এই ঘটনায় প্রীতি কুমার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি জিয়াগঞ্জে। প্রীতি কুমার তার কাছে থাকা ওই টাকার কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি।
আজ ভগবানগোলার PWD মোড়ে নাকা চেকিং চলছিল। সেখানে পুলিশ একটি লাল মারুতি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি প্যাকেট থেকে মোট ২১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার হয়। প্রীতি নিজেকে লটারির টিকিট বিক্রেতা হিসেবে পরিচয় দেয়। সে পুলিশকে জানায়, বিভিন্ন জায়গা থেকে সে টাকা সংগ্রহ করে ফিরছিল। কিন্তু সে তার দাবির স্বপক্ষে কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। ফলে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। প্রীতিকে আটক করেছে পুলিশ।
জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলা থেকে মোট ৪০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে পুলিশের ফ্লাইং স্কয়্যাড তল্লাশি চালিয়ে ১৮ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে। জেলাজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রয়েছে।