ETV Bharat / state

বারোটি বাইক সহ গ্রেপ্তার 2 পাচারকারী

12 টি বাইক সহ গ্রেপ্তার পাচারকারী চক্রের 2 সদস্য । পুলিশের অনুমান পাচারকারীরা চুরি যাওয়া বাইকগুলি ঝাড়খণ্ডে চালান করে ।

বারোটি বাইক সহ গ্রেপ্তার দুই পাচারকারী
বারোটি বাইক সহ গ্রেপ্তার দুই পাচারকারী
author img

By

Published : Jan 8, 2021, 4:30 PM IST

সামশেরগঞ্জ, 8 জানুয়ারি : পুলিশের পাতা ফাঁদে ধরা দিল বাইক চোরাচালানকারী চক্রের দুই সদস্য । ধৃতদের জেরা ও বাড়ি তল্লাশি করে উদ্ধার হয়েছে চুরি যাওয়া 12 টি মোটর বাইক । গতকাল সামশেরগঞ্জের পুঠিমারি এলাকার ঘটনা । ধৃতদের নাম পিয়ার জাহান ও হাসানুজ্জামান ওরফে ডালিম । আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন জঙ্গিপুরের পুলিশ সুপার । 7 দিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানিয়ে আজ জঙ্গিপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে ।

পিয়ারের বাড়ি মালদার বৈষ্ণবনগরে এবং ডালিম মালদার কালিয়াচকের বাসিন্দা । জানা গেছে, সুতি-সামশেরগঞ্জ এলাকায় রোজ বাইক চুরির ঘটনা পুলিশের কাছে আসে । অভিযোগ, কিছু পাচারকারী বাইরের থেকে এসে চুরি করছে । পরে তা ঝাড়খণ্ডে চালান করে দিচ্ছে ।

আরও পড়ুন : বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিল চোর ; সিসিটিভি ফুটেজ

পুলিশ একজন সন্দেহভাজনের নম্বর নিয়ে চোরাই বাইক কেনার ফাঁদ পাতে । সেই ফাঁদে পা দেয় দুই পাচারকারী । দুজনকে সামশেরগঞ্জ থানার পুঠিমারি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ । বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা দুটি বাইক । পরে দুজনকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালায় পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরায় আরও দুজনের নাম মিলেছে । তাদের তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ । আপাতত পুলিশি হেপাজতে নিয়ে তদন্ত শুরু করার চেষ্টা চালাচ্ছে সামশেরগঞ্জের পুলিশের টিম । উদ্ধার হওয়া বাইকগুলির মালিকের নাম ঠিকানা খতিয়ে দেখতে শুরু করেছে । খুব শীঘ্রই তাদের হাতে বাইকগুলি তুলে দেওয়া হবে ।

সামশেরগঞ্জ, 8 জানুয়ারি : পুলিশের পাতা ফাঁদে ধরা দিল বাইক চোরাচালানকারী চক্রের দুই সদস্য । ধৃতদের জেরা ও বাড়ি তল্লাশি করে উদ্ধার হয়েছে চুরি যাওয়া 12 টি মোটর বাইক । গতকাল সামশেরগঞ্জের পুঠিমারি এলাকার ঘটনা । ধৃতদের নাম পিয়ার জাহান ও হাসানুজ্জামান ওরফে ডালিম । আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন জঙ্গিপুরের পুলিশ সুপার । 7 দিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানিয়ে আজ জঙ্গিপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে ।

পিয়ারের বাড়ি মালদার বৈষ্ণবনগরে এবং ডালিম মালদার কালিয়াচকের বাসিন্দা । জানা গেছে, সুতি-সামশেরগঞ্জ এলাকায় রোজ বাইক চুরির ঘটনা পুলিশের কাছে আসে । অভিযোগ, কিছু পাচারকারী বাইরের থেকে এসে চুরি করছে । পরে তা ঝাড়খণ্ডে চালান করে দিচ্ছে ।

আরও পড়ুন : বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিল চোর ; সিসিটিভি ফুটেজ

পুলিশ একজন সন্দেহভাজনের নম্বর নিয়ে চোরাই বাইক কেনার ফাঁদ পাতে । সেই ফাঁদে পা দেয় দুই পাচারকারী । দুজনকে সামশেরগঞ্জ থানার পুঠিমারি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ । বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা দুটি বাইক । পরে দুজনকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালায় পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরায় আরও দুজনের নাম মিলেছে । তাদের তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ । আপাতত পুলিশি হেপাজতে নিয়ে তদন্ত শুরু করার চেষ্টা চালাচ্ছে সামশেরগঞ্জের পুলিশের টিম । উদ্ধার হওয়া বাইকগুলির মালিকের নাম ঠিকানা খতিয়ে দেখতে শুরু করেছে । খুব শীঘ্রই তাদের হাতে বাইকগুলি তুলে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.