ETV Bharat / state

ফরাক্কায় আগ্নেয়াস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার 2 - ফরাক্কায় আগ্নেয়াস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার 2

ধৃতদের কাছ থেকে 9mm পিস্তল, 5 টি পাইপগান, 6 টি ম্যাগাজ়িন ও 67 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ৷ এছাড়াও 2 হাজার টাকার নোটের মোট 60 হাজার জালনোট উদ্ধার হয়েছে ৷

ফরাক্কায় আগ্নেয়াস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার 2
author img

By

Published : Sep 16, 2019, 12:47 PM IST

ফরাক্কা, 16 সেপ্টেম্বর : আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে 60 হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে ৷ আজ ভোর 4টের সময় ফরাক্কার শঙ্করপুরের এক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় ৷

ধৃতদের নাম আলি হোসেন ও আমির শেখ ৷ বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে ৷ তারা ফরাক্কায় ঢোকার চেষ্টা করছে বলে পুলিশের কাছে খবর আসে ৷ কিন্তু, নাকা চেকিং চলায় তারা সেখানে ঢুকতে পারছে না ৷ তাই ফাঁদ পাতে পুলিশ ৷ তুলে দেওয়া হয় নাকা চেকিং ৷ যাতে তারা সেখানে ঢুকতে পারে ৷ সেই ফাঁদে পা দিয়ে ফরাক্কায় ঢুকে একটি হোটেলে ওঠে আমি ও আমির ৷ আর আজ ভোরে সেই হোটেলে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে 9mm পিস্তল, 5টি পাইপগান, 6টি ম্যাগাজ়িন ও 67 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷ এছাড়াও 2 হাজার টাকার নোটের মোট 60 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ৷

এক ব্যক্তিকে দেওয়ার জন্য সেগুলি ফরাক্কায় নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ সেই ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে ৷ নাম সাদ্দাম হোসেন ৷ পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ প্রাথমিক তদন্তে অনুমান, অস্ত্রগুলি মুঙ্গেরে তৈরি যা 20-25 হাজার টাকায় বিক্রি হয় ৷

জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "আমাদের কাছে খবর ছিল দুই কারবারি ফরাক্কায় অস্ত্র নিয়ে ঢুকেছে ৷ অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের 7 দিনের পুলিশ হেপাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে ৷"

ফরাক্কা, 16 সেপ্টেম্বর : আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে 60 হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে ৷ আজ ভোর 4টের সময় ফরাক্কার শঙ্করপুরের এক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় ৷

ধৃতদের নাম আলি হোসেন ও আমির শেখ ৷ বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে ৷ তারা ফরাক্কায় ঢোকার চেষ্টা করছে বলে পুলিশের কাছে খবর আসে ৷ কিন্তু, নাকা চেকিং চলায় তারা সেখানে ঢুকতে পারছে না ৷ তাই ফাঁদ পাতে পুলিশ ৷ তুলে দেওয়া হয় নাকা চেকিং ৷ যাতে তারা সেখানে ঢুকতে পারে ৷ সেই ফাঁদে পা দিয়ে ফরাক্কায় ঢুকে একটি হোটেলে ওঠে আমি ও আমির ৷ আর আজ ভোরে সেই হোটেলে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে 9mm পিস্তল, 5টি পাইপগান, 6টি ম্যাগাজ়িন ও 67 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷ এছাড়াও 2 হাজার টাকার নোটের মোট 60 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ৷

এক ব্যক্তিকে দেওয়ার জন্য সেগুলি ফরাক্কায় নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ সেই ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে ৷ নাম সাদ্দাম হোসেন ৷ পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ প্রাথমিক তদন্তে অনুমান, অস্ত্রগুলি মুঙ্গেরে তৈরি যা 20-25 হাজার টাকায় বিক্রি হয় ৷

জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "আমাদের কাছে খবর ছিল দুই কারবারি ফরাক্কায় অস্ত্র নিয়ে ঢুকেছে ৷ অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের 7 দিনের পুলিশ হেপাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে ৷"

Intro:প্রচুর অস্ত্র, গুলি ও জাল নোট সহ ফরাক্কায় ধৃত দুই ভিন রাজ্যের অস্ত্র কারবারী। Body:বহরমপুর - প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্রকারবারীকে গ্রেপ্তার করল ফরাক্কা থানারভ পুলিশ। উদ্ধার হয়েছে ৬০ হাজার টাকার জাল নোট। সোমিবার ভোর চারটে নাগাদ ফরাক্কা থানার শঙ্করপুরের এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাক্কায় যে ব্যাক্তিকে অস্ত্রগুলি দেওয়া হত তাকে চিহ্নিত করেছে পুলিশ। ধৃত দুজনের নাম আলি হোসেন ও আমির শেখ। দুজনেরই বাড়ি ঝাড়খন্ডের পাকুড়। ফরাক্কার সাদ্দাম হোসেনের খোঁজে তল্লাশি চলছে। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, ধৃতরা ফরাক্কায় অস্ত্র নিয়ে ঢুকছে আমাদের কাছে খবর ছিল। সেই মতো নজর রেখেই অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সাত দুনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অস্ত্রকারবারীদের রবিবার ফরাক্কায় ঢোকার কথা ছিল। কিন্তু নাকা থাকায় ঢুকতে পারেনি। নাকা তুলে পুলিশ অস্ত্র কারবারীদের ঢুকতে সুযোগ করে দেয়। সোমবার ভোরে হোটেলে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে ৯টি নাইন এমএম পিস্তল,৫টি পাইপগান,৬টি ম্যাগাজিন ও ৬৭ রাউন্ড গুলি। উদ্ধার হয়েছে দু হাজার টাকার নোটের ৬০ হাজার টাকার জাল নোট। মুঙ্গেরের তৈরি অস্ত্র বেশ কিছুদিন থেকে এই দুই কারবারি যোগান দিচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুঙ্গের মেড নাইন এমএম পিস্তল ২০-২৫ হাজার টাকায় বিক্রি হয় জেলায়।Conclusion:ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালাবে পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.