ETV Bharat / state

পাচারের আগে উদ্ধার 183টি গোরু, ডুব সাঁতার দিয়ে পালাল পাচারকারীরা !

author img

By

Published : Aug 19, 2019, 5:07 PM IST

183টি গোরু কলাগাছের ভেলায় চাপিয়ে পাচার করা হচ্ছিল । বাংলাদেশে পাচারের আগেই তা উদ্ধার করে BSF ।

উদ্ধার 183টি গোরু

বহরমপুর, 19 অগাস্ট : বাংলাদেশে পাচারের আগে সীমান্ত এলাকা থেকে 183টি গোরু উদ্ধার করল BSF । সেইসঙ্গে তারা নিষিদ্ধ কাফ সিরাপের 625টি বোতলও উদ্ধার করে । তবে, পাচারকারীদের ধরতে পারেনি বহরমপুরের হারুডাঙা BPO (বর্ডার আউট পোস্ট)-র BSF জওয়ানরা ৷

গোরুগুলিকে কলাগাছের ভেলায় চাপিয়ে পাচার করা হচ্ছিল । BPO-র BSF জওয়ানরা জানান, গতরাতে নৌকা নিয়ে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি নজরে আসে তাঁদের । ধাওয়া করে 183টি গোরু আটক করে । রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে দাবি BSF-র ।

smugling
উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপের 625টি বোতল

ইদের আগে থেকে বাংলাদেশে গোরু পাচার বেড়ে গেছে । একজোড়া গোরু পাচার করলে মেলে 5-6 হাজার টাকা । তাই সীমান্তে গোরু পাচার করতে মরিয়া হয়ে উঠেছে পাচারকারীরা । BSF-র দাবি, এই পাচার কাজে মহিলাদেরও ব্যবহার করা হচ্ছে ।

BSF সূত্রে খবর, পাচার রুখতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ।

বহরমপুর, 19 অগাস্ট : বাংলাদেশে পাচারের আগে সীমান্ত এলাকা থেকে 183টি গোরু উদ্ধার করল BSF । সেইসঙ্গে তারা নিষিদ্ধ কাফ সিরাপের 625টি বোতলও উদ্ধার করে । তবে, পাচারকারীদের ধরতে পারেনি বহরমপুরের হারুডাঙা BPO (বর্ডার আউট পোস্ট)-র BSF জওয়ানরা ৷

গোরুগুলিকে কলাগাছের ভেলায় চাপিয়ে পাচার করা হচ্ছিল । BPO-র BSF জওয়ানরা জানান, গতরাতে নৌকা নিয়ে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি নজরে আসে তাঁদের । ধাওয়া করে 183টি গোরু আটক করে । রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে দাবি BSF-র ।

smugling
উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপের 625টি বোতল

ইদের আগে থেকে বাংলাদেশে গোরু পাচার বেড়ে গেছে । একজোড়া গোরু পাচার করলে মেলে 5-6 হাজার টাকা । তাই সীমান্তে গোরু পাচার করতে মরিয়া হয়ে উঠেছে পাচারকারীরা । BSF-র দাবি, এই পাচার কাজে মহিলাদেরও ব্যবহার করা হচ্ছে ।

BSF সূত্রে খবর, পাচার রুখতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ।

Intro:ফের সীমান্ত এলাকা থেকে আটক গোরু ও নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। ঘটনায় গ্রেপ্তার নেই। Body:বহরমপুর - ফের নদীপথে বাংলাদেশ পাচারের আগে ১৮৩টি গোরু উদ্ধার করল হারুডাঙা বিওপি( বর্ডার আউট পোস্ট)র বিএসএফ জওয়ান। রবিবার রাতে হারুডাঙা বিওপির সীমান্তরক্ষী বাহিনী পাচারকারীদের বোট নিয়ে ধাওয়া করেই গোরুগুলি আটক করে। তবে পাচাকারীদের ধরতে পারেনি পুলিশ । গোরুগুলিকে কলাগাছে র ভেলা বেঁধে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। ওই এলাকা থেকে বিএসএফ উদ্ধার করেছে প্রচুর নিষিদ্ধ ফেন্সিডিলের বোতলও।
বহরমপুর সেক্টরের হারুডাঙা বিওপির জওয়ানদের দাবি, রবিবার গভীর রাতে নৌকা নিয়ে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি নজরে আসে। নদীপথে গোরুগুলিকে ভেলায় বেঁধে পাচার জরা হচ্ছিল। ঠিক সময় জওয়ানরা ধাওয়া করে। নদী থেকেই ১৮৩টি গোরু আটক করা হয়। তবে রাতের অন্ধকারের ডুব সাঁতার দিয়ে পাচারকারীরা বাংলাদেশ,সীমান্তে ঢুকে পড়ে বলেই দাবি বিএসএফের। ইদের আগে থেকে বাংলাদেশে গোরু পাচার বেড়েছে বলেই জানতে পারা গিয়েছে। একজোড়া গোরু পাচারে পাঁচ থেকে ছ'হাজার টাকা মেলায় সীমান্তে পাচারকারীরা মরিয়া হয়েই নদীতে নামছে বলেই জানা গিয়েছে। মহিলাদেরো গোরু পাচারে ব্যবহার করা হচ্ছে বলেই দাবি জওয়ানদের। একই সঙ্গে ওই এলাকা থেকে ৬২৫ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ( ফেন্সিডিল) উদ্ধার করেছে বিএসএফ। কাপ সিরাপের বোতলগুলি বাংলাদেশ পাচার করা হচ্ছিল।Conclusion:বিএসএফ সূত্রে খবর সীমান্তে বাড়ানো হয়েছে নজরদা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.