ETV Bharat / state

Karate Champion মায়ের স্বপ্নপূরণ ও দেশকে শীর্ষস্থানে পৌঁছতে ক্যারাটেই সিঁড়ি ফাহমিদার - ক্যারাটের মাধ্যমে দেশকে শীর্ষে পৌঁছতে চায় ফাহমিদা

মাত্র 7 বছর বয়স থেকেই ক্যারাটের প্রশিক্ষণ নিতে শুরু করে ফাহমিদা ৷ ইতিমধ্যেই কলকাতা ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে (Karate Champion Fahmida Nasrin) ৷

Karate Champion Fahmida Nasrin
দেশকে শীর্ষস্থানে পৌঁছতে সিড়ি যখন ক্যারাটে
author img

By

Published : Aug 24, 2022, 2:35 PM IST

মুর্শিদাবাদ, 24 অগস্ট: ডোমকল মহকুমার জলঙ্গি থানার প্রত্যন্ত গ্রাম ঘোষপাড়া ৷ সেখানেই বাস ফাহমিদা নাসরিন নামে বছর সতেরোর কিশোরীর ৷ যার চোখে স্বপ্ন দেশকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দেওয়ার ৷ ক্যারাটের মাধ্যমে দেশকে শীর্ষে পৌঁছে দিতে চায় সে ৷ সেইসঙ্গে মায়ের অপূর্ণ স্বপ্নকেও পূরণ করতে চায় (Karate Champion Fahmida Nasrin) ৷

মায়ের কাছে উৎসাহ পেয়ে মাত্র 7 বছর বয়সেই ভর্তি হয় ক্যারাটে স্কুলে ৷ ছোট বড় অসংখ্য প্রতিযোগিতায় ইতিমধ্যেই সোনার পদক পেয়েছে । কলকাতা-সহ রাজস্থান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে । এই বছরের শেষে সিঙ্গাপুর,মালয়েশিয়া, বাংলাদেশ,নেপালের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সে আমন্ত্রণ পেয়েছে । সেখানেও সে সোনা জয়ের স্বপ্ন দেখছে। আগামিদিনে আইপিএস অফিসার হয়ে দেশের কাজে নিজেকে ব্রতী করতে চায় ৷

মায়ের স্বপ্নপূরণ ও দেশকে শীর্ষস্থানে পৌঁছতে সিড়ি ক্যারাটে

আরও পড়ুন: ছবির সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে তাপসী এবং পাভেইল

ডোমকল বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা নাসরিন ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরের বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছে । এনেছে সোনার পদক-সহ আরও অনেক অনেক স্বীকৃতি । আন্ত:রাজ্য টুর্নামেন্ট দিয়ে যাত্রা শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিচিত নাম ফাহমিদা । আগামিদিনে ফাহমিদার স্বপ্ন, আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে দেশের জন্য সোনার পদক আনা । ফাহমিদার মা সেরিনা পারভিন জানান, পরিবারের কথা ভেবে তিনি খেলা ছেড়েছিলেন ৷ নিজের সেই অপূর্ণ স্বপ্ন এখন মেয়েকে দিয়ে পূরণ করছেন ৷

মুর্শিদাবাদ, 24 অগস্ট: ডোমকল মহকুমার জলঙ্গি থানার প্রত্যন্ত গ্রাম ঘোষপাড়া ৷ সেখানেই বাস ফাহমিদা নাসরিন নামে বছর সতেরোর কিশোরীর ৷ যার চোখে স্বপ্ন দেশকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দেওয়ার ৷ ক্যারাটের মাধ্যমে দেশকে শীর্ষে পৌঁছে দিতে চায় সে ৷ সেইসঙ্গে মায়ের অপূর্ণ স্বপ্নকেও পূরণ করতে চায় (Karate Champion Fahmida Nasrin) ৷

মায়ের কাছে উৎসাহ পেয়ে মাত্র 7 বছর বয়সেই ভর্তি হয় ক্যারাটে স্কুলে ৷ ছোট বড় অসংখ্য প্রতিযোগিতায় ইতিমধ্যেই সোনার পদক পেয়েছে । কলকাতা-সহ রাজস্থান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে । এই বছরের শেষে সিঙ্গাপুর,মালয়েশিয়া, বাংলাদেশ,নেপালের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সে আমন্ত্রণ পেয়েছে । সেখানেও সে সোনা জয়ের স্বপ্ন দেখছে। আগামিদিনে আইপিএস অফিসার হয়ে দেশের কাজে নিজেকে ব্রতী করতে চায় ৷

মায়ের স্বপ্নপূরণ ও দেশকে শীর্ষস্থানে পৌঁছতে সিড়ি ক্যারাটে

আরও পড়ুন: ছবির সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে তাপসী এবং পাভেইল

ডোমকল বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা নাসরিন ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরের বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছে । এনেছে সোনার পদক-সহ আরও অনেক অনেক স্বীকৃতি । আন্ত:রাজ্য টুর্নামেন্ট দিয়ে যাত্রা শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিচিত নাম ফাহমিদা । আগামিদিনে ফাহমিদার স্বপ্ন, আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে দেশের জন্য সোনার পদক আনা । ফাহমিদার মা সেরিনা পারভিন জানান, পরিবারের কথা ভেবে তিনি খেলা ছেড়েছিলেন ৷ নিজের সেই অপূর্ণ স্বপ্ন এখন মেয়েকে দিয়ে পূরণ করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.