ETV Bharat / state

নিজ়ামউদ্দিন ফেরত মুর্শিদাবাদের 14 জনই সুস্থ

author img

By

Published : Apr 2, 2020, 9:27 PM IST

নিজ়ামউদ্দিন থেকে ফেরত মুর্শিদাবাদের ১৪ জনকে শনাক্ত করে তাদের হোম কোয়ারান্টাইনে রেখে নজরদারি চালাচ্ছিল স্বাস্থ্য দপ্তর ।

নিজামুদ্দিন ফেরত মুর্শিদাবাদের ১৪ জনই সুস্থ
নিজামুদ্দিন ফেরত মুর্শিদাবাদের ১৪ জনই সুস্থ

বহরমপুর, 2 এপ্রিল: নিজ়ামউদ্দিন ফেরত মুর্শিদাবাদের ১৪ জনই সুস্থ । আজ একথা জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস । তারা সকলেই ২৩ দিন আগে জেলায় ফিরেছিল ।

এই মূহূর্তে মুর্শিদাবাদ জেলায় কোরোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে একজন ও সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রয়েছে তিনজন । তাদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । কিন্তু রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি । আজ সাংবাদিক বৈঠকে সেই তথ্য দেওয়ার পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজ়ামউদ্দিন ফেরত ১৪ জনের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ।

দিল্লি থেকে ফেরত মুর্শিদাবাদের ১৪ জনকে শনাক্ত করে তাদের হোম কোয়ারান্টাইনে রেখে নজরদারি চালাচ্ছিল জেলা স্বাস্থ্য বিভাগ । মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, "নিজ়ামউদ্দিন ফেরতদের ১৪ দিনের সময়সীমা শেষ হয়েছে । তারা ২৩ দিন আগে ফিরেছে এবং সকলেই সুস্থ আছে । পাশাপাশি বহরমপুর মাতৃসদনে নতুন আইসোলেশন ওয়ার্ডে একজন মাত্র ভরতি রয়েছেন । তিনিও সুস্থ আছেন । যদিও তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টও এসে পৌঁছায়নি । অপরদিকে আরও তিনজনকে সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে । সেই দুজনও সুস্থ আছে ।"

প্রসঙ্গত, মুর্শিদাবাদে ভিন রাজ্যে থাকা বহু শ্রমিক জেলায় ফিরেছে । যাদের সঠিক তথ্য জেলা স্বাস্থ্য বিভাগের কর্তারা দিতে পারেননি ।

বহরমপুর, 2 এপ্রিল: নিজ়ামউদ্দিন ফেরত মুর্শিদাবাদের ১৪ জনই সুস্থ । আজ একথা জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস । তারা সকলেই ২৩ দিন আগে জেলায় ফিরেছিল ।

এই মূহূর্তে মুর্শিদাবাদ জেলায় কোরোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে একজন ও সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রয়েছে তিনজন । তাদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । কিন্তু রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি । আজ সাংবাদিক বৈঠকে সেই তথ্য দেওয়ার পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজ়ামউদ্দিন ফেরত ১৪ জনের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ।

দিল্লি থেকে ফেরত মুর্শিদাবাদের ১৪ জনকে শনাক্ত করে তাদের হোম কোয়ারান্টাইনে রেখে নজরদারি চালাচ্ছিল জেলা স্বাস্থ্য বিভাগ । মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, "নিজ়ামউদ্দিন ফেরতদের ১৪ দিনের সময়সীমা শেষ হয়েছে । তারা ২৩ দিন আগে ফিরেছে এবং সকলেই সুস্থ আছে । পাশাপাশি বহরমপুর মাতৃসদনে নতুন আইসোলেশন ওয়ার্ডে একজন মাত্র ভরতি রয়েছেন । তিনিও সুস্থ আছেন । যদিও তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টও এসে পৌঁছায়নি । অপরদিকে আরও তিনজনকে সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে । সেই দুজনও সুস্থ আছে ।"

প্রসঙ্গত, মুর্শিদাবাদে ভিন রাজ্যে থাকা বহু শ্রমিক জেলায় ফিরেছে । যাদের সঠিক তথ্য জেলা স্বাস্থ্য বিভাগের কর্তারা দিতে পারেননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.