ETV Bharat / state

কোয়ারান্টাইনে না থাকায় ভিনরাজ্য ফেরত 12 জনকে স্কুলে আটকে রাখল গ্রামবাসীরা

কোরোনা আতঙ্কে ভিনরাজ্য থেকে গ্রামে ফিরে এসেছিলেন গ্রামের 12জন শ্রমিক ৷ তবে, প্রশাসনের নির্দেশের পরও কোয়ারান্টাইনে থাকছিলেন না ৷ বাধ্য হয়ে পদক্ষেপ করল গ্রামবাসীরা ৷ ওই 12জনকে তুলে এনে গ্রামেরই প্রাথমিক স্কুলে আটকে রাখল তারা ৷ আগামী 14দিন তাদের ওখানেই থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয় ৷ শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী ও খাবার এনে দেওয়া হবে বাড়ি থেকে ৷

author img

By

Published : Mar 31, 2020, 6:36 PM IST

কোয়ারান্টাইনে না থাকায় ভিনরাজ্য ফেরত 12জনকে স্কুলে আটকে রাখল গ্রামবাসীরা
কোয়ারান্টাইনে না থাকায় ভিনরাজ্য ফেরত 12জনকে স্কুলে আটকে রাখল গ্রামবাসীরা

সামশেরগঞ্জ, 31 মার্চ : গ্রামে সংক্রমণ রুখতে এগিয়ে এল স্থানীয়রাই ৷ ভিনরাজ্য থেকে আসা 12জন পরিযায়ী শ্রমিককে নিজেদের উদ্যোগে প্রাথমিক স্কুলে কোয়ারান্টাইনে রাখল তারা ৷ এমনই ঘটনা দেখা গেল সামসেরগঞ্জের আলমসাহি ও ভবানীবাটি গ্রামে ৷

আজ থেকে আগামী 14দিন পর্যন্ত গ্রামের প্রাথমিক স্কুলে থাকবে 12 জন ৷ বাড়ি থেকে খাবার পৌঁছে দেওয়া হবে ৷ ভিনরাজ্য ফেরতদের গৃহবন্দী করে রাখত কার্যত ব্যর্থ পুলিশ-প্রশাসন ৷ তাই দায়িত্ব নিল গ্রামবাসীরাই ৷ অসম, ওড়িশা ও কেরালা থেকে পাশাপাশি দুই গ্রামের 12জন শ্রমিক গ্রামে ফিরে এসেছে ৷ কিন্তু, প্রশাসনের নির্দেশ মানতি রাজি হয়নি তারা ৷ তাদের পরিবারের অন্য সদস্যরাও এমনিই ঘোরাফেরা করছিল ৷ তাই গ্রামকে সংক্রমণ থেকে বাঁচাতে ওই 12 জনকে বাড়ি থেকে তুলে এনে স্কুলে বন্দী করে দেয় গ্রামবাসীরা ৷

আগামী 14 দিন কারও সঙ্গে মেলামেশা করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷ শুধু বাড়ি থেকে স্কুলে খাবার দিয়ে আসা হবে ৷ কার্যত নজরবন্দী করে রাখা হয়েছে তাদের ৷ গ্রামের সকলেই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে ৷ এরপর যারাই গ্রামে ফিরবে, তাদেরও এই স্কুলে 14 দিন কোয়ারান্টাইনে থাকতে হবে ৷

সামশেরগঞ্জ, 31 মার্চ : গ্রামে সংক্রমণ রুখতে এগিয়ে এল স্থানীয়রাই ৷ ভিনরাজ্য থেকে আসা 12জন পরিযায়ী শ্রমিককে নিজেদের উদ্যোগে প্রাথমিক স্কুলে কোয়ারান্টাইনে রাখল তারা ৷ এমনই ঘটনা দেখা গেল সামসেরগঞ্জের আলমসাহি ও ভবানীবাটি গ্রামে ৷

আজ থেকে আগামী 14দিন পর্যন্ত গ্রামের প্রাথমিক স্কুলে থাকবে 12 জন ৷ বাড়ি থেকে খাবার পৌঁছে দেওয়া হবে ৷ ভিনরাজ্য ফেরতদের গৃহবন্দী করে রাখত কার্যত ব্যর্থ পুলিশ-প্রশাসন ৷ তাই দায়িত্ব নিল গ্রামবাসীরাই ৷ অসম, ওড়িশা ও কেরালা থেকে পাশাপাশি দুই গ্রামের 12জন শ্রমিক গ্রামে ফিরে এসেছে ৷ কিন্তু, প্রশাসনের নির্দেশ মানতি রাজি হয়নি তারা ৷ তাদের পরিবারের অন্য সদস্যরাও এমনিই ঘোরাফেরা করছিল ৷ তাই গ্রামকে সংক্রমণ থেকে বাঁচাতে ওই 12 জনকে বাড়ি থেকে তুলে এনে স্কুলে বন্দী করে দেয় গ্রামবাসীরা ৷

আগামী 14 দিন কারও সঙ্গে মেলামেশা করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷ শুধু বাড়ি থেকে স্কুলে খাবার দিয়ে আসা হবে ৷ কার্যত নজরবন্দী করে রাখা হয়েছে তাদের ৷ গ্রামের সকলেই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে ৷ এরপর যারাই গ্রামে ফিরবে, তাদেরও এই স্কুলে 14 দিন কোয়ারান্টাইনে থাকতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.