ETV Bharat / state

কান্দিতে বাস ও বোলেরোর সংঘর্ষে আহত 12 - মুর্শিদাবাদে বাস অ্যাক্সিডেন্ট

কান্দির মনোহরপুকুর এলাকায় বাস ও বোলেরোর সংঘর্ষে আহত 12 ৷ কান্দি মহকুমা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ৷

bus-bolero-collision-at-kandi
কান্দিতে বাস-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ
author img

By

Published : Sep 22, 2020, 11:47 AM IST

কান্দি, 22 সেপ্টেম্বর : বাস ও একটি বোলেরোর সংঘর্ষে আহত হল 12 জন ৷ আজ সকালে কান্দির মনোহরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় ভরতি রয়েছে ছ'জন ৷

আজ সকালে একটি বেসরকারি বাস রণগ্রাম থেকে কান্দির দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি বোলেরো গাড়ি ৷ হঠাৎ বোলেরোটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে ৷

বোলেরো গাড়িটি বীরভূমের দেবগ্রাম থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল ৷ চিকিৎসার জন্য ওই গাড়ি করে একই পরিবারের চার সদস্য যাচ্ছিলেন ৷ প্রত্যেকেই আহত হন ৷

দুর্ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ সেখানে আসে ৷ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ 6 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিদের চিকিৎসা চলছে ৷

কান্দি, 22 সেপ্টেম্বর : বাস ও একটি বোলেরোর সংঘর্ষে আহত হল 12 জন ৷ আজ সকালে কান্দির মনোহরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় ভরতি রয়েছে ছ'জন ৷

আজ সকালে একটি বেসরকারি বাস রণগ্রাম থেকে কান্দির দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি বোলেরো গাড়ি ৷ হঠাৎ বোলেরোটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে ৷

বোলেরো গাড়িটি বীরভূমের দেবগ্রাম থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল ৷ চিকিৎসার জন্য ওই গাড়ি করে একই পরিবারের চার সদস্য যাচ্ছিলেন ৷ প্রত্যেকেই আহত হন ৷

দুর্ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ সেখানে আসে ৷ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ 6 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিদের চিকিৎসা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.