ETV Bharat / state

মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত 1 যুবক - বাজ পড়ে মৃত

পরিবারের তরফে জানা গিয়েছে, মিঠু মিঞা মাঠের মাঝে একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন । আকাশে ঘন কালো মেঘ জমেছে দেখে বাড়ি ফিরে আসছিলেন তিনি । ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয় মিঠু মিঞা নামে এক যুবকের । খড়গ্রাম থানার মাড়গ্রাম এলাকার ঘটনা ৷

মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত 1 যুবক
মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত 1 যুবক
author img

By

Published : Jun 1, 2021, 8:51 AM IST

খড়গ্রাম, 1 জুন : মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের ৷ সোমবার ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার মাড়গ্রামে । মৃত ওই যুবকের নাম মিঠু মিঞা (32) ।


পরিবারের তরফে জানা গিয়েছে, মিঠু মিঞা মাঠের মাঝে একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন । আকাশে ঘন কালো মেঘ জমেছে দেখে বাড়ি ফিরে আসছিলেন তিনি । ফেরার পথে ওই এলাকায় বাজ পড়লে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি ।

আরও পড়ুন : থিয়েটার পাগল অরিন্দম জীবনের রঙ্গমঞ্চে আজ ভবঘুরে, জোটে না খাবার

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।

খড়গ্রাম, 1 জুন : মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের ৷ সোমবার ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার মাড়গ্রামে । মৃত ওই যুবকের নাম মিঠু মিঞা (32) ।


পরিবারের তরফে জানা গিয়েছে, মিঠু মিঞা মাঠের মাঝে একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন । আকাশে ঘন কালো মেঘ জমেছে দেখে বাড়ি ফিরে আসছিলেন তিনি । ফেরার পথে ওই এলাকায় বাজ পড়লে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি ।

আরও পড়ুন : থিয়েটার পাগল অরিন্দম জীবনের রঙ্গমঞ্চে আজ ভবঘুরে, জোটে না খাবার

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.