ETV Bharat / state

জঙ্গিপুরে বাজ পড়ে মৃত 1, আহত 23 - জঙ্গিপুর পৌরসভা

বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের ৷ ঘটনায় আহত আরও 23 জন ৷ সকলেই জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়ার বাসিন্দা ৷

জঙ্গিপুরে বাজ পড়ে মৃত 1, আহত 23
জঙ্গিপুরে বাজ পড়ে মৃত 1, আহত 23
author img

By

Published : May 20, 2021, 4:19 PM IST

Updated : May 23, 2021, 5:59 PM IST

জঙ্গিপুর, 20 মে : জঙ্গিপুরে ফের বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের । ঘটনায় গুরুতর আহত অন্তত আরও 23 জন । মৃত যুবকের নাম মন্টু শেখ (31) । আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । সকলেই জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়ার বাসিন্দা । খবর পেয়ে রাতেই হাসপাতালে যান জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম ৷

বুধবার রাতে প্রচণ্ড গরমের কারণে মির্ধাপাড়ার বেশ কয়েকটি পরিবারের প্রায় 30 জন বাড়ির বাইরে বসে গল্প করছিলেন । হঠাৎ বৃষ্টি নামলে তারা সকলেই স্থানীয় একটি আমবাগানে আশ্রয় নেন । তারপরই বাজ পড়লে একসঙ্গে প্রায় 24 জন জ্ঞান হারান । এই ঘটনার পরে তাদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মন্টু শেখকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে অপমানিত, অভিযোগ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, গত এক সপ্তাহে জঙ্গিপুর মহকুমায় বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

জঙ্গিপুরে বাজ পড়ে মৃত 1, আহত 23

জঙ্গিপুর, 20 মে : জঙ্গিপুরে ফের বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের । ঘটনায় গুরুতর আহত অন্তত আরও 23 জন । মৃত যুবকের নাম মন্টু শেখ (31) । আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । সকলেই জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়ার বাসিন্দা । খবর পেয়ে রাতেই হাসপাতালে যান জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম ৷

বুধবার রাতে প্রচণ্ড গরমের কারণে মির্ধাপাড়ার বেশ কয়েকটি পরিবারের প্রায় 30 জন বাড়ির বাইরে বসে গল্প করছিলেন । হঠাৎ বৃষ্টি নামলে তারা সকলেই স্থানীয় একটি আমবাগানে আশ্রয় নেন । তারপরই বাজ পড়লে একসঙ্গে প্রায় 24 জন জ্ঞান হারান । এই ঘটনার পরে তাদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মন্টু শেখকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে অপমানিত, অভিযোগ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, গত এক সপ্তাহে জঙ্গিপুর মহকুমায় বাজ পড়ে মৃত্যু হল পাঁচজনের । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

জঙ্গিপুরে বাজ পড়ে মৃত 1, আহত 23
Last Updated : May 23, 2021, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.