ETV Bharat / state

Mob Lynched in Malda: চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই! উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশও - youths mob lynched by villagers

চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর স্থানীয়দের ৷ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হতে হল দুই পুলিশকর্মীকেও ৷ মালদা থানার পুলিশ এই ঘটনায় সুয়োমোটো মামলা (Suo Moto Case) দায়ের করতে চলেছে।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 2, 2023, 4:41 PM IST

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মিনাপাড়া এলাকা

মালদা, 2 ফেব্রুয়ারি: চোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করে গণধোলাই (Villagers Beat Two Youths)। এমনকী চুরিতে ব্যবহার করা হয়েছে এমনই অভিযোগে একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হল। ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশকর্মীও (Police)। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মিনাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গবার রাত 1টা নাগাদ মিনাপুর এলাকায় তিন যুবককে একটি পিকআপ ভ্যানে একটি স্কুটার, ফ্রিজ ও বাসনপত্র তুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চোর সন্দেহে চিৎকার করতে শুরু করতেই ওই তিন যুবক পালানোর চেষ্টা করে। ধাওয়া করে দুই যুবককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এরপর চলতে থাকে উত্তমমধ্যম। এমনকী ওই পিকআপ ভ্যানটিতেও আগুনও ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশকর্মীও।

অগ্নিকাণ্ডে ওই পিকআপ ভ্যানের পাশাপাশি স্কুটার, বাসনপত্র, ফ্রিজও পুড়ে যায়। কোনওমতে ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভরতি করে মালদা থানার পুলিশ। অগ্নিদগ্ধ পিকভ্যানটিকে নিয়ে যাওয়া হয় থানায়। যদিও এই ঘটনায় পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও অভিযোগ দায়ের হয়নি। মালদা থানার পুলিশ এই ঘটনায় সুয়োমোটো মামলা দায়ের করতে চলেছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজও শুরু করেছে মালদা থানার পুলিশ।

আরও পড়ুন: চোর সন্দেহে মালদায় যুবককে গণপিটুনি জনতার

অন্যদিকে, ঘটনার জেরে এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। পাশাপাশি এত সচেতনতার পরেও গণপিটুনির মতো ঘটনা ঘটতেই থাকায় মানুষের সচেতন হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দা আমিন কিস্কু জানান, গতকাল রাতে ওদিকের গ্রামবাসীরা ওই তিনজনের পিছনে ধাওয়া করছিলেন। একজন পালালেও দু'জনকে ধরে ফেলেন এলাকার মানুষজন। এরপর ওদের মারধর করতে থাকে। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে। দুই যুবককে উদ্ধার করতে গিয়ে দুই পুলিশকর্মীরও সামান্য আঘাত লাগে। তিনি বলেন, "ঘটনার জেরে আমরা আতঙ্কিত। আমরা চাই, পুলিশ এলাকার নিরাপত্তার দিকে খেয়াল রাখুক।"

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মিনাপাড়া এলাকা

মালদা, 2 ফেব্রুয়ারি: চোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করে গণধোলাই (Villagers Beat Two Youths)। এমনকী চুরিতে ব্যবহার করা হয়েছে এমনই অভিযোগে একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হল। ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশকর্মীও (Police)। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মিনাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গবার রাত 1টা নাগাদ মিনাপুর এলাকায় তিন যুবককে একটি পিকআপ ভ্যানে একটি স্কুটার, ফ্রিজ ও বাসনপত্র তুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চোর সন্দেহে চিৎকার করতে শুরু করতেই ওই তিন যুবক পালানোর চেষ্টা করে। ধাওয়া করে দুই যুবককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এরপর চলতে থাকে উত্তমমধ্যম। এমনকী ওই পিকআপ ভ্যানটিতেও আগুনও ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশকর্মীও।

অগ্নিকাণ্ডে ওই পিকআপ ভ্যানের পাশাপাশি স্কুটার, বাসনপত্র, ফ্রিজও পুড়ে যায়। কোনওমতে ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভরতি করে মালদা থানার পুলিশ। অগ্নিদগ্ধ পিকভ্যানটিকে নিয়ে যাওয়া হয় থানায়। যদিও এই ঘটনায় পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও অভিযোগ দায়ের হয়নি। মালদা থানার পুলিশ এই ঘটনায় সুয়োমোটো মামলা দায়ের করতে চলেছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজও শুরু করেছে মালদা থানার পুলিশ।

আরও পড়ুন: চোর সন্দেহে মালদায় যুবককে গণপিটুনি জনতার

অন্যদিকে, ঘটনার জেরে এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। পাশাপাশি এত সচেতনতার পরেও গণপিটুনির মতো ঘটনা ঘটতেই থাকায় মানুষের সচেতন হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দা আমিন কিস্কু জানান, গতকাল রাতে ওদিকের গ্রামবাসীরা ওই তিনজনের পিছনে ধাওয়া করছিলেন। একজন পালালেও দু'জনকে ধরে ফেলেন এলাকার মানুষজন। এরপর ওদের মারধর করতে থাকে। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে। দুই যুবককে উদ্ধার করতে গিয়ে দুই পুলিশকর্মীরও সামান্য আঘাত লাগে। তিনি বলেন, "ঘটনার জেরে আমরা আতঙ্কিত। আমরা চাই, পুলিশ এলাকার নিরাপত্তার দিকে খেয়াল রাখুক।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.