ETV Bharat / state

Malda Shootout: পালিয়ে বিয়ে করা নাবালিকার খোঁজে চলল গুলি, কালিয়াচকে জখম যুবক

Youth Injured in Malda Shootout: বাড়িতে থাকা পালানো নাবালিকার হদিশ পেতে স্থানীয় যুবককে মারধরের অভিযোগ কালিয়াচকে ৷ প্রতিবাদ করে গুলিবিদ্ধ ওই যুবকের দাদা ৷ তদন্তে পুলিশ ৷

Malda Shootout
Malda Shootout
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 8:15 PM IST

পালিয়ে বিয়ে করা নাবালিকার খোঁজে চলল গুলি, কালিয়াচকে জখম যুবক

মালদা, 6 নভেম্বর: গ্রাম থেকে পালিয়ে গিয়েছে এক নাবালিকা ৷ বিয়ে করেছে তার প্রেমিককে ৷ তার জেরে গ্রামে শুটআউট ! এর জেরে গুলিবিদ্ধ এক যুবক ৷ তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সোমবার পড়ন্ত বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার উজিরপুর গ্রামে ৷ এই নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ এই ঘটনায় গুলিবিদ্ধ যুবকের পরিবারের তরফে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে ঘটনাটি জানতে পেরেই তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ ৷ ছোট ছোট ঘটনায় বারবার গুলি চালানোর ঘটনায় কালিয়াচক এলাকায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

গুলিবিদ্ধ যুবকের নাম পবন মণ্ডল ৷ বয়স 23 বছর ৷ দুষ্কৃতীরা তাঁর ভাই চিরঞ্জিতকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ গ্রামবাসীরা জানাচ্ছেন, গতকাল, রবিবার গ্রামের 16 বছরের একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে করে ৷ তারা এখন কোথায় রয়েছে কেউ জানতে পারেনি ৷ মেয়েটির পরিবার সন্দেহ করে, তাকে পালাতে সাহায্য করেছে চিরঞ্জিৎ ৷

অভিযোগ, এ দিন বিকেলে কয়েকজন যুবক চিরঞ্জিতদের বাড়ি যায় ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ৷ পিস্তল দেখিয়ে তারা চিরঞ্জিতকে হুমকি দিতে শুরু করে ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ পিস্তলের বাঁট দিয়েও মারা হয় ৷ সেই সময় প্রতিবাদ করেন চিরঞ্জিতের দাদা পবন ৷ বাধা পেয়েই ওই যুবকদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি লাগে পবনের ডান পায়ে ৷ গুলির শব্দে গ্রামবাসীরা ছুটে এলে ওই যুবকরা সেখান থেকে পালিয়ে যায় ৷ পবনকে সঙ্গে সঙ্গেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দাদাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন চিরঞ্জিৎ ৷ তিনি বলেন, “আমরা তখন বাড়িতে বসে ছিলাম ৷ হঠাৎ 6-7 জন আমাদের বাড়িতে আসে ৷ আমাকে বেধড়ক মারধর করে ৷ মেশিন দিয়ে মাথায় মারে৷ আমার দাদাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি দাদার ডান পায়ে লাগে ৷ কিন্তু কী কারণে ওরা আমাদের উপর হামলা চালালো সেটাই বুঝতে পারছি না ৷ গ্রামের একটি মেয়ে গতকাল পালিয়ে গিয়েছে ৷ ওরা বলছে, আমি নাকি তাকে পালাতে সাহায্য করেছি ৷ কিন্তু আমি এসবের কিছুই জানি না ৷ ওদের সবাইকে আমি চিনি ৷ ওদের মধ্যে উত্তম, শুভঙ্কর, দিবাকরও ছিল ৷ দাদাকে মেডিক্যালে নিয়ে আসায় এখনও থানায় অভিযোগ জানাতে পারিনি ৷ তবে আমরা এনিয়ে কালিয়াচক থানায় অভিযোগ জানাব ৷”

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এই নিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে ঘটনার খবর পেতেই তদন্ত শুরু করা হয়েছে ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন: দুটি পৃথক ঘটনায় পাচারের আগেই আগ্নেয়াস্ত্র উদ্ধার বিএসএফ ও পুলিশের, গ্রেফতার 1

পালিয়ে বিয়ে করা নাবালিকার খোঁজে চলল গুলি, কালিয়াচকে জখম যুবক

মালদা, 6 নভেম্বর: গ্রাম থেকে পালিয়ে গিয়েছে এক নাবালিকা ৷ বিয়ে করেছে তার প্রেমিককে ৷ তার জেরে গ্রামে শুটআউট ! এর জেরে গুলিবিদ্ধ এক যুবক ৷ তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সোমবার পড়ন্ত বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার উজিরপুর গ্রামে ৷ এই নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ এই ঘটনায় গুলিবিদ্ধ যুবকের পরিবারের তরফে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে ঘটনাটি জানতে পেরেই তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ ৷ ছোট ছোট ঘটনায় বারবার গুলি চালানোর ঘটনায় কালিয়াচক এলাকায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

গুলিবিদ্ধ যুবকের নাম পবন মণ্ডল ৷ বয়স 23 বছর ৷ দুষ্কৃতীরা তাঁর ভাই চিরঞ্জিতকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ গ্রামবাসীরা জানাচ্ছেন, গতকাল, রবিবার গ্রামের 16 বছরের একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে করে ৷ তারা এখন কোথায় রয়েছে কেউ জানতে পারেনি ৷ মেয়েটির পরিবার সন্দেহ করে, তাকে পালাতে সাহায্য করেছে চিরঞ্জিৎ ৷

অভিযোগ, এ দিন বিকেলে কয়েকজন যুবক চিরঞ্জিতদের বাড়ি যায় ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ৷ পিস্তল দেখিয়ে তারা চিরঞ্জিতকে হুমকি দিতে শুরু করে ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ পিস্তলের বাঁট দিয়েও মারা হয় ৷ সেই সময় প্রতিবাদ করেন চিরঞ্জিতের দাদা পবন ৷ বাধা পেয়েই ওই যুবকদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি লাগে পবনের ডান পায়ে ৷ গুলির শব্দে গ্রামবাসীরা ছুটে এলে ওই যুবকরা সেখান থেকে পালিয়ে যায় ৷ পবনকে সঙ্গে সঙ্গেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দাদাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন চিরঞ্জিৎ ৷ তিনি বলেন, “আমরা তখন বাড়িতে বসে ছিলাম ৷ হঠাৎ 6-7 জন আমাদের বাড়িতে আসে ৷ আমাকে বেধড়ক মারধর করে ৷ মেশিন দিয়ে মাথায় মারে৷ আমার দাদাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি দাদার ডান পায়ে লাগে ৷ কিন্তু কী কারণে ওরা আমাদের উপর হামলা চালালো সেটাই বুঝতে পারছি না ৷ গ্রামের একটি মেয়ে গতকাল পালিয়ে গিয়েছে ৷ ওরা বলছে, আমি নাকি তাকে পালাতে সাহায্য করেছি ৷ কিন্তু আমি এসবের কিছুই জানি না ৷ ওদের সবাইকে আমি চিনি ৷ ওদের মধ্যে উত্তম, শুভঙ্কর, দিবাকরও ছিল ৷ দাদাকে মেডিক্যালে নিয়ে আসায় এখনও থানায় অভিযোগ জানাতে পারিনি ৷ তবে আমরা এনিয়ে কালিয়াচক থানায় অভিযোগ জানাব ৷”

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এই নিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে ঘটনার খবর পেতেই তদন্ত শুরু করা হয়েছে ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন: দুটি পৃথক ঘটনায় পাচারের আগেই আগ্নেয়াস্ত্র উদ্ধার বিএসএফ ও পুলিশের, গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.