ETV Bharat / state

মালদায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার যুবক - বন্দুক

মালদায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে । নাকা চেকিং চলার সময় গ্রেপ্তার করা হয় তাকে । আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয় ।

aa
গ্রেপ্তার যুবক
author img

By

Published : Jun 17, 2020, 4:58 AM IST

মালদা, 16 জুন: নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হল এক যুবককে । ধৃতের নাম মোজাম্মেল আলি (22) । রতুয়া থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । চাঁচল মহকুমা আদালতে আজ তার সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন পেশ করা হয়েছে ।

গতরাতে রতুয়া থানার পুলিশকর্মীরা বাহারাল এলাকায় নাকা চেকিং করছিলেন । সেই সময় মোটর বাইকে করে আসা দুই যুবককে তল্লাশির জন্য দাঁড় করানো হয় । তাদের মধ্যে এক যুবক মোটর বাইক নিয়ে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । অপর যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু'টি অত্যাধুনিক পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ । এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় ।

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে দু'টি অত্যাধুনিক পাইপ গান ও দু'টি রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত যুবক কালিয়াচক থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ হরিশ্চন্দ্রপুরে পাচার করছিল । ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

মালদা, 16 জুন: নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হল এক যুবককে । ধৃতের নাম মোজাম্মেল আলি (22) । রতুয়া থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । চাঁচল মহকুমা আদালতে আজ তার সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন পেশ করা হয়েছে ।

গতরাতে রতুয়া থানার পুলিশকর্মীরা বাহারাল এলাকায় নাকা চেকিং করছিলেন । সেই সময় মোটর বাইকে করে আসা দুই যুবককে তল্লাশির জন্য দাঁড় করানো হয় । তাদের মধ্যে এক যুবক মোটর বাইক নিয়ে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । অপর যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু'টি অত্যাধুনিক পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ । এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় ।

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে দু'টি অত্যাধুনিক পাইপ গান ও দু'টি রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত যুবক কালিয়াচক থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ হরিশ্চন্দ্রপুরে পাচার করছিল । ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.