ETV Bharat / state

জামাইবাবুর গলায় ক্ষুর চালিয়ে খুন, গ্রেফতার শ্য়ালক

জামাইবাবুর গলায় ক্ষুর চালিয়ে খুন করল শ্য়ালক ৷ মালদার হবিবপুরের জাজোইল স্ট্যান্ড এলাকার ঘটনা ৷ পারিবারিক বিবাদের জেরেই খুন বলে অনুমান পুলিশের ৷ গ্রেফতার অভিযুক্ত যুবক ৷

wb_mld_01_murder_chaos_wb10016
জামাইবাবুর গলায় ক্ষুর চালিয়ে খুন, গ্রেফতার শ্য়ালক
author img

By

Published : Apr 8, 2021, 8:22 PM IST

মালদা, 8 এপ্রিল : পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে ক্ষুর চালিয়ে জামাইবাবুকে খুনের অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হবিবপুরের জাজোইল স্ট্যান্ড এলাকায় ৷ অভিযুক্ত শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ ৷

নিহত ব্য়ক্তির নাম বিফল মণ্ডল (48) ৷ পেশায় কৃষক বিফলের বাড়ি হবিবপুরের ভবানীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বিফলের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা হয় ৷ এরপর বৃহস্পতিবার সকালে জাজোইল স্ট্যান্ডে ধান বিক্রি করতে যান বিফল ৷ সেই স্ট্যান্ডেই সেলুন রয়েছে বিফলের শ্যালক উকিল মণ্ডলের ৷

আরও পড়ুন : ছেলের সামনেই মাকে কুপিয়ে খুন, আটক স্বামী, চাঞ্চল্য রতুয়ায়

অভিযোগ, বুধবার রাতের ঝামেলার জন্যই ধারালো ক্ষুর নিয়ে বিফলের উপর হামলা চালায় উকিল ৷ রক্তাক্ত অবস্থায় বিফলকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁকে বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিফলকে মৃত বলে ঘোষণা করেন ৷

হবিবপুর থানা সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ নিহত ব্যক্তির শ্যালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ৷

মালদা, 8 এপ্রিল : পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে ক্ষুর চালিয়ে জামাইবাবুকে খুনের অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হবিবপুরের জাজোইল স্ট্যান্ড এলাকায় ৷ অভিযুক্ত শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ ৷

নিহত ব্য়ক্তির নাম বিফল মণ্ডল (48) ৷ পেশায় কৃষক বিফলের বাড়ি হবিবপুরের ভবানীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বিফলের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা হয় ৷ এরপর বৃহস্পতিবার সকালে জাজোইল স্ট্যান্ডে ধান বিক্রি করতে যান বিফল ৷ সেই স্ট্যান্ডেই সেলুন রয়েছে বিফলের শ্যালক উকিল মণ্ডলের ৷

আরও পড়ুন : ছেলের সামনেই মাকে কুপিয়ে খুন, আটক স্বামী, চাঞ্চল্য রতুয়ায়

অভিযোগ, বুধবার রাতের ঝামেলার জন্যই ধারালো ক্ষুর নিয়ে বিফলের উপর হামলা চালায় উকিল ৷ রক্তাক্ত অবস্থায় বিফলকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁকে বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিফলকে মৃত বলে ঘোষণা করেন ৷

হবিবপুর থানা সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ নিহত ব্যক্তির শ্যালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.