অশোকনগর , 6 ডিসেম্বর : স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন যুবক । উত্তর 24 পরগনার অশোকনগরের ঘটনা । স্বামীর নাম সৌমেন দত্ত । তাঁর বাড়ি অশেকনগরের মানিকনগরে । গতকাল তিনি দেবীনগরে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন । তাঁর দাবি, স্ত্রীকে ফেরত দিতে হবে । তা না হলে তিনি ধরনা চালিয়ে যাবেন । যদিও পরে পুলিশের আশ্বাসে ধরনা তুলে দেন তিনি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর মানিকতলার সৌমেনের সঙ্গে দেবীনগরের গার্গী দাসের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল । কিন্তু এই সম্পর্ক গার্গীর বাড়ির লোকজন মেনে নেননি । তাই তাঁদের দু'জনের রেজিস্ট্রি করে বিয়ে হয় । আইনিভাবে বিয়ে করলেও তাঁরা নিজের বাড়িতেই থাকতেন । সাত বছর এইভাবেই চলছিল । স্ত্রী-র পড়া-সহ অন্যান্য খরচ দিচ্ছিলেন সৌমেনই । কিন্তু গার্গীর পরিবার এখন সৌমেনকে দেখা করতে দিচ্ছে না । রেজিস্ট্রি বিয়ে তাঁরা মানছেন না ।
অবশেষে স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে গতকাল শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন সৌমেন । গার্গীর মা-এর দাবি , মেয়েকে ভুল বুঝিয়ে সৌমেন রেজিস্ট্রি করেছে । আমরা এই সম্পর্ক মানি না । মেয়ে এখন পড়াশোনা করছে । উচ্চশিক্ষিত হয়ে চাকরি করবে । সৌমেনকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, "উচ্চমাধ্যমিক পাশ । কিছু করে না । বাজে ছেলে । ওর সঙ্গে মেয়ের বিয়ে ! কিছুতেই না ।" যদিও সৌমেনের সাফ কথা, "তাহলে আমার সাত বছর ফিরিয়ে দিতে হবে । একজন মহিলার সঙ্গে এমন ঘটলে যেমন ব্যবস্থা নেওয়া হয় । তাহলে আমার ব্যাপারেও তেমন ব্যবস্থা নিতে হবে । আমি এর বিচার চাই । "সৌমেনের আরও অভিযোগ, তাঁকে গার্গীর মা ও ভাই টেলিফোনে হুমকি দিচ্ছে ।
আরও পড়ুন , মুখ্যমন্ত্রীর জনসভার আগে কপ্টার পরীক্ষা
খবর পেয়ে ঘটনাস্থানে যায় অশোকনগর থানার পুলিশ । সেখানে গিয়ে সৌমেনকে ধরনা তুলে নেওয়ার কথা বলে পুলিশ । পাশাপাশি পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় , তাদের রেজিস্ট্রির কাগজ খতিয়ে দেখার পর যাবতীয় ব্যবস্থা নেবে তার । পুলিশের এই আশ্বাসের পর ধরনা তুলে নেয় ওই যুবক ।