ETV Bharat / state

ছেলের সামনেই মাকে কুপিয়ে খুন, আটক স্বামী, চাঞ্চল্য রতুয়ায় - woman killed in malda

মঙ্গলবার রাতে মালদার রতুয়া 2 ব্লকে ছেলের সামনেই কুপিয়ে খুন করা হল মাকে ৷ ঘটনায় জড়িত সন্দেহে মহিলার স্বামীকে আটক করেছে পুলিশ ৷ পরকীয়া সম্পর্কের জেরেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে ৷

মালদায় খুন গৃহবধূ ৷
মালদায় খুন গৃহবধূ ৷
author img

By

Published : Apr 7, 2021, 6:30 PM IST

মালদা, 7 এপ্রিল: মাকে কুপিয়ে খুনের গল্প পুলিশকে আগাগোড়া গুছিয়ে বলল পাঁচ বছরের ছেলে ৷ কারণ গোটাটাই তার চোখের সামনে ৷ আর সেই গল্প শুনে কাঁটা হতে হল কর্তব্যরত পুলিশ অফিসারদের ৷ বাচ্চাটির বয়ানের ভিত্তিতে আপাতত আটক করা হয়েছে তার বাবাকে ৷

দ্বিতীয় বিয়ের পরও ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া ৷ তার জেরেই নাকি এই খুন, খতিয়ে দেখছে পুলিশ ৷

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের আড়াইডাঙা গ্রামে ৷ তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ ৷ পুলিশ জানায়, নিহত বধূর নাম স্মৃতিকুমারী মণ্ডল (28) ৷ এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ নিহত বধূর পরিবারের তরফে অভিযোগ দায়ের হলেই গ্রেফতার করা হবে অভিযুক্তকে ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া এলাকায় ৷

জানা গিয়েছে, বছর সাতেক আগে হরিশ্চন্দ্রপুর থানার ফতেখানি গ্রামের বাসিন্দা পঙ্কজকুমার মণ্ডলের সঙ্গে বিয়ে হয় স্মৃতিকুমারীর ৷ পঙ্কজের এটি দ্বিতীয় বিয়ে ৷ তার পানের বরজ ও লটারির টিকিট বিক্রির দোকান আছে ৷ তাঁদের একমাত্র ছেলের বয়স পাঁচ বছর ৷ মঙ্গলবার রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে আড়াইডাঙা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে বাড়িতে ফিরছিল পঙ্কজ ৷ আত্মীয়ের বাড়ি থেকে সামান্য দূরে ছেলের সামনেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় স্মৃতিকে ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুখুরিয়া থানার পুলিশ ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে পঙ্কজকে ৷ থানায় নিয়ে যাওয়া হয় পাঁচ বছরের বাচ্চাটিকেও ৷ রাতেই মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় ৷ বুধবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থল থেকে মাত্র 20 মিটার দূরে খুনে ব্যবহৃত ছুরির সঙ্গে পঙ্কজের মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ ৷

অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর পঙ্কজের সঙ্গে তার ভাতৃবধূর সম্পর্ক তৈরি হয় ৷ এনিয়ে স্মৃতির সঙ্গে তার নিয়মিত ঝামেলা হত ৷ তার জেরেই এই খুন কি না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ অভিযোগ দায়ের হলে পঙ্কজকে আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়া হবে ৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “গতকাল রাতে পুখুরিয়া থানা এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে ৷ এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ দায়ের হলেই ব্যবস্থা নেওয়া হবে ৷”

পুলিশ জানায়, জেরায় পঙ্কজ জানিয়েছে, স্ত্রী ও ছেলেকে নিয়ে সে গতকাল রাতে বাড়ি ফিরছিল ৷ আড়াইডাঙা গ্রামের একটি আমবাগানে তাঁদের পথ আটকায় ছ'জন দুষ্কৃতী ৷ তারাই তার স্ত্রীকে বাগানের ভিতরে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করে ৷ সে চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ তবে পঙ্কজের এই বক্তব্য পুলিশ মেনে নিতে পারেনি ৷ কারণ তাঁদের ছেলেই পুলিশকে জানিয়েছে, তার মাকে খুন করেছে তার বাবাই ৷

আড়াইডাঙা মোড়ে দোকান রয়েছে আইলপাড়া গ্রামের লালচাঁদ সাহানির ৷ তিনি বলেন, “গতকাল রাতে আমার দোকানের সামনে দিয়েই স্ত্রী ও ছেলেকে নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি ৷ সেই সময় মোড়ে দাঁড়িয়ে থাকা টোটোচালক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, সে টোটো নেবে কি না ৷ কিন্তু ওই ব্যক্তি কিংবা তার স্ত্রী কোনও উত্তর দেয়নি ৷ খানিক পর শুনতে পাই, ওই মহিলাকে নাকি ছিনতাই করা হয়েছে ৷ সঙ্গে সাত হাজার টাকা ও মোবাইল ফোনও ছিনতাই হয়েছে ৷ খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাই ৷ দেখি মহিলাকে খুন করা হয়েছে ৷ লোকের ভিড় জমে ৷ ওই ব্যক্তি সবাইকে জানায়, দু'টি মোটরবাইকে করে ছ’জন এসে নাকি তার বউকে তুলে নিয়ে চলে যায় ৷ তার সঙ্গে থাকা সাত হাজার টাকা আর মোবাইল ফোনটাও নাকি ওরা নিয়ে যায় ৷ রাতেই পুলিশ আসে ৷ লোকটিকে আটক করে নিয়ে গিয়েছে ৷”

মালদা, 7 এপ্রিল: মাকে কুপিয়ে খুনের গল্প পুলিশকে আগাগোড়া গুছিয়ে বলল পাঁচ বছরের ছেলে ৷ কারণ গোটাটাই তার চোখের সামনে ৷ আর সেই গল্প শুনে কাঁটা হতে হল কর্তব্যরত পুলিশ অফিসারদের ৷ বাচ্চাটির বয়ানের ভিত্তিতে আপাতত আটক করা হয়েছে তার বাবাকে ৷

দ্বিতীয় বিয়ের পরও ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া ৷ তার জেরেই নাকি এই খুন, খতিয়ে দেখছে পুলিশ ৷

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের আড়াইডাঙা গ্রামে ৷ তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ ৷ পুলিশ জানায়, নিহত বধূর নাম স্মৃতিকুমারী মণ্ডল (28) ৷ এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ নিহত বধূর পরিবারের তরফে অভিযোগ দায়ের হলেই গ্রেফতার করা হবে অভিযুক্তকে ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া এলাকায় ৷

জানা গিয়েছে, বছর সাতেক আগে হরিশ্চন্দ্রপুর থানার ফতেখানি গ্রামের বাসিন্দা পঙ্কজকুমার মণ্ডলের সঙ্গে বিয়ে হয় স্মৃতিকুমারীর ৷ পঙ্কজের এটি দ্বিতীয় বিয়ে ৷ তার পানের বরজ ও লটারির টিকিট বিক্রির দোকান আছে ৷ তাঁদের একমাত্র ছেলের বয়স পাঁচ বছর ৷ মঙ্গলবার রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে আড়াইডাঙা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে বাড়িতে ফিরছিল পঙ্কজ ৷ আত্মীয়ের বাড়ি থেকে সামান্য দূরে ছেলের সামনেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় স্মৃতিকে ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুখুরিয়া থানার পুলিশ ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে পঙ্কজকে ৷ থানায় নিয়ে যাওয়া হয় পাঁচ বছরের বাচ্চাটিকেও ৷ রাতেই মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় ৷ বুধবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থল থেকে মাত্র 20 মিটার দূরে খুনে ব্যবহৃত ছুরির সঙ্গে পঙ্কজের মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ ৷

অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর পঙ্কজের সঙ্গে তার ভাতৃবধূর সম্পর্ক তৈরি হয় ৷ এনিয়ে স্মৃতির সঙ্গে তার নিয়মিত ঝামেলা হত ৷ তার জেরেই এই খুন কি না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ অভিযোগ দায়ের হলে পঙ্কজকে আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়া হবে ৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “গতকাল রাতে পুখুরিয়া থানা এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে ৷ এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ দায়ের হলেই ব্যবস্থা নেওয়া হবে ৷”

পুলিশ জানায়, জেরায় পঙ্কজ জানিয়েছে, স্ত্রী ও ছেলেকে নিয়ে সে গতকাল রাতে বাড়ি ফিরছিল ৷ আড়াইডাঙা গ্রামের একটি আমবাগানে তাঁদের পথ আটকায় ছ'জন দুষ্কৃতী ৷ তারাই তার স্ত্রীকে বাগানের ভিতরে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করে ৷ সে চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ তবে পঙ্কজের এই বক্তব্য পুলিশ মেনে নিতে পারেনি ৷ কারণ তাঁদের ছেলেই পুলিশকে জানিয়েছে, তার মাকে খুন করেছে তার বাবাই ৷

আড়াইডাঙা মোড়ে দোকান রয়েছে আইলপাড়া গ্রামের লালচাঁদ সাহানির ৷ তিনি বলেন, “গতকাল রাতে আমার দোকানের সামনে দিয়েই স্ত্রী ও ছেলেকে নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি ৷ সেই সময় মোড়ে দাঁড়িয়ে থাকা টোটোচালক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, সে টোটো নেবে কি না ৷ কিন্তু ওই ব্যক্তি কিংবা তার স্ত্রী কোনও উত্তর দেয়নি ৷ খানিক পর শুনতে পাই, ওই মহিলাকে নাকি ছিনতাই করা হয়েছে ৷ সঙ্গে সাত হাজার টাকা ও মোবাইল ফোনও ছিনতাই হয়েছে ৷ খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাই ৷ দেখি মহিলাকে খুন করা হয়েছে ৷ লোকের ভিড় জমে ৷ ওই ব্যক্তি সবাইকে জানায়, দু'টি মোটরবাইকে করে ছ’জন এসে নাকি তার বউকে তুলে নিয়ে চলে যায় ৷ তার সঙ্গে থাকা সাত হাজার টাকা আর মোবাইল ফোনটাও নাকি ওরা নিয়ে যায় ৷ রাতেই পুলিশ আসে ৷ লোকটিকে আটক করে নিয়ে গিয়েছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.