ETV Bharat / state

Murder for Extramarital Affair: প্রেমিকের সাহায্যে চোখে সূঁচ ফুটিয়ে স্বামীকে খুন! আটক মহিলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 5:05 PM IST

ঘরের মধ্যে প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছিলেন স্বামী ৷ তারপর আর স্বামীকে ঘর থেকে বেরোতে দেননি স্ত্রী ও তার প্রেমিক ৷ দুজনে মিলে চোখে সূঁচ ফুটিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেন স্বামীকে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

খুনের ঘটনায় মৃতের আত্মীয়দের বক্তব্য

মালদা, 12 অক্টোবর: পরকীয়ার জেরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের শংকরটোলা গ্রামে ৷ বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ ৷ আটক করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে ৷ তবে প্রেমিক পলাতক ৷ তার খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷ এই ঘটনায় মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিকের কঠোর শাস্তি দাবি করছেন পরিবারের লোকজন-সহ গ্রামবাসীরা ৷

মৃতের নাম নারায়ণ দাস ৷ বয়স 35 বছর ৷ পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি ৷ বছরের বেশিরভাগ সময় ভিনরাজ্যে কাজ করতেন ৷ বছর ছয়েক আগে এলাকারই যুবতি পবিত্রা দাসের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ তাঁদের ছোট দুই ছেলেমেয়েও রয়েছে ৷ পরিবারের লোকজন জানাচ্ছেন, নারায়ণ ভিনরাজ্যে কাজে যাওয়ার সময়ই বছর তিনেক আগে এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পবিত্রার ৷ সেই সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠতা পায় ৷ স্বামী বাড়িতে না থাকলে ওই যুবক প্রায়শই পবিত্রার সঙ্গে রাত কাটাত ৷ এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত ৷ কিছুদিন আগে মুম্বই থেকে বাড়ি ফিরেছিলেন নারায়ণ ৷ গতকাল তিনি অসুস্থ বোনকে ডাক্তার দেখাতে মালদা শহরে গিয়েছিলেন ৷ সেই সুযোগ নিয়ে প্রেমিক যুবকও পবিত্রার ঘরে আসে ৷ রাত আটটা নাগাদ নারায়ণ মালদা থেকে বাড়ি ফেরেন ৷ তখনও ঘরে ছিল তাঁর স্ত্রীর প্রেমিক ৷

তাকে দেখে ফেলেন নারায়ণ ৷ অভিযোগ, এরপরেই পবিত্রা ও তাঁর প্রেমিক নারায়ণকে ধরে ফেলে ৷ তিনি যাতে চিৎকার করতে না পারেন তার ব্যবস্থা করে ৷ দু'জন মিলে নারায়ণকে খুন করে দেহ শোবার ঘরের বাইরে ঝুলিয়ে দেয় ৷ সনাতনের চোখ সূঁচ দিয়ে ফুটো করে দেওয়া হয় ৷ এদিন সকালে পবিত্রাই নারায়ণের ঝুলন্ত দেহের কথা তাঁর পাশের বাড়ির বউদিকে জানান ৷ এরপরেই ঘটনাটি জানতে পারেন গ্রামবাসীরা ৷ পবিত্রাকে আটক করে তাঁরা চাঁচল থানায় খবর দেন ৷ বেলার দিকে পুলিশ এসে দেহ উদ্ধারের পাশাপাশি পবিত্রাকে আটক করে থানায় নিয়ে যায় ৷

আরও পড়ুন : পণের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা ! পলাতক স্বামী-সহ পরিবার

এই বিষয়ে নারায়ণের বউদি জয়া দাস বলেন, "গতকাল সকালেও ওদের মধ্যে ঝগড়া হয়েছিল ৷ তারপর নারায়ণ আমার ননদকে ডাক্তার দেখাতে মালদা নিয়ে যায় ৷ রাত আটটার দিকে সে ঘরে ফেরে ৷ প্রতিদিন রাতেই স্নান করে ও আমাদের বাড়িতে আসে ৷ গতকাল আসেনি ৷ রাতে আমরা শুয়ে পড়ি ৷ ঘরে দুটো ফ্যান চলে ৷ ফ্যানের আওয়াজে কোনও শব্দও পাইনি ৷ আজ সকাল ছ'টা নাগাদ পবিত্রাই আমাকে জানায়, দেওরের দেহ নাকি ঝুলছে ৷ গিয়ে দেখি, ততক্ষণে ফাঁসির দড়ি কেটে ও নারায়ণের দেহ নিয়ে বসে আছে ৷ নারায়ণের দেহ আত্মহত্যা করতে পারে না ৷ ওর বউ পরকীয়ায় জড়িত ৷ প্রেমিকের সঙ্গে একবার পালিয়েও গিয়েছিল ৷ ছ'মাস বাইরে ছিল ৷ গতকাল প্রেমিককে নিয়ে পবিত্রাই দেওরকে খুন করেছে ৷ আমি ওদের দু'জনের ফাঁসি চাই ৷"

গ্রামের বাসিন্দা ছায়া দাস জানান, ছেলেটা মাঝেমধ্যেই পবিত্রার ঘরে আসত ৷ গতকালও এসেছিল ৷ নারায়ণ আত্মহত্যা করার ছেলে না ৷ গতকাল নারায়ণ ঘরে ফেরার সময় ছেলেটা সেখানে ছিল ৷ স্ত্রী আর তার প্রেমিককে দেখে ফেলে নারায়ণ ৷ তারপরেই পবিত্রা আর ওর প্রেমিক তাকে খুন করে ঝুলিয়ে দেয় ৷ নারায়ণের সারা দেহে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে ৷ চোখ ফুটো করে দেওয়া হয়েছিল ৷ দেহের পাশ থেকে সূঁচও পাওয়া গিয়েছে ৷ এটা পরিষ্কার খুন ৷ আমরা ওদের দু'জনের ফাঁসি দাবি করছি ৷"

চাঁচল থানার এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় মৃতের স্ত্রীকে আটক করা হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন : 2 দিন নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

খুনের ঘটনায় মৃতের আত্মীয়দের বক্তব্য

মালদা, 12 অক্টোবর: পরকীয়ার জেরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের শংকরটোলা গ্রামে ৷ বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ ৷ আটক করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে ৷ তবে প্রেমিক পলাতক ৷ তার খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷ এই ঘটনায় মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিকের কঠোর শাস্তি দাবি করছেন পরিবারের লোকজন-সহ গ্রামবাসীরা ৷

মৃতের নাম নারায়ণ দাস ৷ বয়স 35 বছর ৷ পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি ৷ বছরের বেশিরভাগ সময় ভিনরাজ্যে কাজ করতেন ৷ বছর ছয়েক আগে এলাকারই যুবতি পবিত্রা দাসের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ তাঁদের ছোট দুই ছেলেমেয়েও রয়েছে ৷ পরিবারের লোকজন জানাচ্ছেন, নারায়ণ ভিনরাজ্যে কাজে যাওয়ার সময়ই বছর তিনেক আগে এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পবিত্রার ৷ সেই সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠতা পায় ৷ স্বামী বাড়িতে না থাকলে ওই যুবক প্রায়শই পবিত্রার সঙ্গে রাত কাটাত ৷ এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত ৷ কিছুদিন আগে মুম্বই থেকে বাড়ি ফিরেছিলেন নারায়ণ ৷ গতকাল তিনি অসুস্থ বোনকে ডাক্তার দেখাতে মালদা শহরে গিয়েছিলেন ৷ সেই সুযোগ নিয়ে প্রেমিক যুবকও পবিত্রার ঘরে আসে ৷ রাত আটটা নাগাদ নারায়ণ মালদা থেকে বাড়ি ফেরেন ৷ তখনও ঘরে ছিল তাঁর স্ত্রীর প্রেমিক ৷

তাকে দেখে ফেলেন নারায়ণ ৷ অভিযোগ, এরপরেই পবিত্রা ও তাঁর প্রেমিক নারায়ণকে ধরে ফেলে ৷ তিনি যাতে চিৎকার করতে না পারেন তার ব্যবস্থা করে ৷ দু'জন মিলে নারায়ণকে খুন করে দেহ শোবার ঘরের বাইরে ঝুলিয়ে দেয় ৷ সনাতনের চোখ সূঁচ দিয়ে ফুটো করে দেওয়া হয় ৷ এদিন সকালে পবিত্রাই নারায়ণের ঝুলন্ত দেহের কথা তাঁর পাশের বাড়ির বউদিকে জানান ৷ এরপরেই ঘটনাটি জানতে পারেন গ্রামবাসীরা ৷ পবিত্রাকে আটক করে তাঁরা চাঁচল থানায় খবর দেন ৷ বেলার দিকে পুলিশ এসে দেহ উদ্ধারের পাশাপাশি পবিত্রাকে আটক করে থানায় নিয়ে যায় ৷

আরও পড়ুন : পণের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা ! পলাতক স্বামী-সহ পরিবার

এই বিষয়ে নারায়ণের বউদি জয়া দাস বলেন, "গতকাল সকালেও ওদের মধ্যে ঝগড়া হয়েছিল ৷ তারপর নারায়ণ আমার ননদকে ডাক্তার দেখাতে মালদা নিয়ে যায় ৷ রাত আটটার দিকে সে ঘরে ফেরে ৷ প্রতিদিন রাতেই স্নান করে ও আমাদের বাড়িতে আসে ৷ গতকাল আসেনি ৷ রাতে আমরা শুয়ে পড়ি ৷ ঘরে দুটো ফ্যান চলে ৷ ফ্যানের আওয়াজে কোনও শব্দও পাইনি ৷ আজ সকাল ছ'টা নাগাদ পবিত্রাই আমাকে জানায়, দেওরের দেহ নাকি ঝুলছে ৷ গিয়ে দেখি, ততক্ষণে ফাঁসির দড়ি কেটে ও নারায়ণের দেহ নিয়ে বসে আছে ৷ নারায়ণের দেহ আত্মহত্যা করতে পারে না ৷ ওর বউ পরকীয়ায় জড়িত ৷ প্রেমিকের সঙ্গে একবার পালিয়েও গিয়েছিল ৷ ছ'মাস বাইরে ছিল ৷ গতকাল প্রেমিককে নিয়ে পবিত্রাই দেওরকে খুন করেছে ৷ আমি ওদের দু'জনের ফাঁসি চাই ৷"

গ্রামের বাসিন্দা ছায়া দাস জানান, ছেলেটা মাঝেমধ্যেই পবিত্রার ঘরে আসত ৷ গতকালও এসেছিল ৷ নারায়ণ আত্মহত্যা করার ছেলে না ৷ গতকাল নারায়ণ ঘরে ফেরার সময় ছেলেটা সেখানে ছিল ৷ স্ত্রী আর তার প্রেমিককে দেখে ফেলে নারায়ণ ৷ তারপরেই পবিত্রা আর ওর প্রেমিক তাকে খুন করে ঝুলিয়ে দেয় ৷ নারায়ণের সারা দেহে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে ৷ চোখ ফুটো করে দেওয়া হয়েছিল ৷ দেহের পাশ থেকে সূঁচও পাওয়া গিয়েছে ৷ এটা পরিষ্কার খুন ৷ আমরা ওদের দু'জনের ফাঁসি দাবি করছি ৷"

চাঁচল থানার এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় মৃতের স্ত্রীকে আটক করা হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন : 2 দিন নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.