ETV Bharat / state

Malda Murder : মাত্র 2 মাস হয়েছে বিয়ে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী - Wife Killed her Husband with her Boyfriend

বিয়ের দু'মাসের মধ্যেই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে গলা টিপে খুন করল স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে (Wife Killed her Husband with her Boyfriend) ৷ মৃতের নাম আজমল হোসেন ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ৷ অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ।

Malda Murder news
মালদায় প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী
author img

By

Published : Jun 17, 2022, 7:49 PM IST

মালদা, 17 জুন : মাত্র দু’মাস আগে বিয়ে হয়েছিল । এরই মধ্যে প্রেমিককে ডেকে ঘুমন্ত স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর জুড়ে (Wife Killed her Husband with her Boyfriend)। পুলিশ মৃতদেহ উদ্ধারের সঙ্গে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিক্যালে ।

মৃত স্বামীর নাম আজমল হোসেন (23) । বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পুরনো রাঙাইপুর গ্রামে । শ্রমিকের কাজ করতেন আজমল । বাড়িতে বাবা-মা ছাড়াও ছোট এক ভাই আর বোন রয়েছে । দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে । মাত্র দু’মাস আগে বাবা-মা দেখাশোনা করে ছেলের বিয়ে দিয়েছিলেন গ্রামেরই 19 বছর বয়সি যুবতী মেরিনা খাতুনের সঙ্গে । তখনও তাঁরা কেউ জানতেন না, মেরিনার সঙ্গে স্থানীয় বেলশুর গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে । বিয়ের পরেও মেরিনা তার প্রেমিক আবু কালামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে অভিযোগ । শেষ পর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে আবু কালামকে সঙ্গে নিয়ে আজমলকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।

আরও পড়ুন : Bankura Murder : অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী-র বিরুদ্ধে

পরিবারের দাবি, সকালে মেরিনা তার শাশুড়িকে বলে, তাঁর ছেলে বিছানায় ঘুমিয়েই রয়েছে । তা শুনে সবাই ঘরে গিয়ে দেখেন, ততক্ষণে আজমলের মৃত্যু হয়েছে । তাঁর গলায় দড়ির স্পষ্ট দাগ । এরপর পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীরা মেরিনাকে চেপে ধরলে সে গোটা ঘটনা স্বীকার করে নেয় বলে দাবি সবার । খবর পেয়ে পুলিশ আজমলের মৃতদেহ উদ্ধারের সঙ্গে মেরিনাকে গ্রেফতার করে । পরে ধরা হয় তার প্রেমিক আবু কালামকেও ।

আজমলের মা জোহরুন নেশা বলেন, "গতকাল রাতে খাবার খেয়ে ছেলে আর বউমা নিজেদের ঘরে ঘুমোতে চলে যায় । তখন রাত 10টা বেজে গিয়েছে । তখনও ওরা হাসি-ঠাট্টা করছিল । ছেলে ঘুমিয়ে পড়লে বউমা ফোন করে তার প্রেমিককে ডাকে । এরপর দু’জন মিলে আমার ঘুমন্ত ছেলের গলায় প্যারাসুটের দড়ির ফাঁস লাগিয়ে চেপে ধরে । প্রাণে বাঁচতে ছেলে ছটফট করতে থাকে । একসময় বিছানা থেকে মাটিতে পড়ে যায় । তখনও ওরা দু’জন ফাঁসের দড়ি চেপেছিল । একসময় ছেলে মারা যায় । মাত্র দু’মাস আগে ছেলের বিয়ে দিয়েছিলাম । মেরিনার সঙ্গে যে অন্য কারও ভালবাসা রয়েছে জানতাম না । তাহলে ওর সঙ্গে ছেলের বিয়েই দিতাম না । আমি মেরিনা আর ওর প্রেমিকের ফাঁসি চাই ।"

আরও পড়ুন : House Wife Death : পাওনা টাকা নিয়ে তুমুল বচসা থেকে হাতাহাতি, শিলিগুড়িতে মৃত গৃহবধূ

আজমলের মামা আবু হানজালা বলেন, "মাত্র দু’মাস আগে ভাগ্নের বিয়ে হয়েছিল গ্রামেরই মেরিনার সঙ্গে । মেরিনার সঙ্গে বেলশুর গ্রামের আবু কালাম নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল । গতকাল রাতে মেরিনা ফোন করে ওর প্রেমিককে ডাকে । এরপর দু’জন মিলে আমার ভাগ্নের গলায় ফাঁস লাগিয়ে খুন করে । ভাগ্নে মারা গেলে আবু কালাম সেখান থেকে পালিয়ে যায় । ঘটনাটি ঘটেছে গতকাল রাত 12টার পর । তখন বাড়ির সবাই ঘুমিয়েছিল । আজ সকালে মেরিনা আমার বোনকে গিয়ে বলে, কালু (আজমলের ডাক নাম) ঘুম থেকে উঠছে না । সেকথা শুনে বোন ছেলের ঘরে গিয়ে দেখে, ততক্ষণে আজমল মৃত । ওর গলায় দড়ির দাগ । এরপর সবাই মেরিনাকে চেপে ধরলে সে স্বীকার করে নেয়, সে আর তার প্রেমিক কালুকে খুন করেছে । আমরা ওদের ফাঁসি দাবি করছি ।"

হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানিয়েছেন, এই ঘটনায় মৃতের পরিবারের তরফে খুনের লিখিত অভিযোগ জমা পড়েছে । তার ভিত্তিতে মেরিনা খাতুন ও আবু কালামকে ইতিনধ্যেই গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে । আজমলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ।

মালদা, 17 জুন : মাত্র দু’মাস আগে বিয়ে হয়েছিল । এরই মধ্যে প্রেমিককে ডেকে ঘুমন্ত স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর জুড়ে (Wife Killed her Husband with her Boyfriend)। পুলিশ মৃতদেহ উদ্ধারের সঙ্গে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিক্যালে ।

মৃত স্বামীর নাম আজমল হোসেন (23) । বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পুরনো রাঙাইপুর গ্রামে । শ্রমিকের কাজ করতেন আজমল । বাড়িতে বাবা-মা ছাড়াও ছোট এক ভাই আর বোন রয়েছে । দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে । মাত্র দু’মাস আগে বাবা-মা দেখাশোনা করে ছেলের বিয়ে দিয়েছিলেন গ্রামেরই 19 বছর বয়সি যুবতী মেরিনা খাতুনের সঙ্গে । তখনও তাঁরা কেউ জানতেন না, মেরিনার সঙ্গে স্থানীয় বেলশুর গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে । বিয়ের পরেও মেরিনা তার প্রেমিক আবু কালামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে অভিযোগ । শেষ পর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে আবু কালামকে সঙ্গে নিয়ে আজমলকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।

আরও পড়ুন : Bankura Murder : অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী-র বিরুদ্ধে

পরিবারের দাবি, সকালে মেরিনা তার শাশুড়িকে বলে, তাঁর ছেলে বিছানায় ঘুমিয়েই রয়েছে । তা শুনে সবাই ঘরে গিয়ে দেখেন, ততক্ষণে আজমলের মৃত্যু হয়েছে । তাঁর গলায় দড়ির স্পষ্ট দাগ । এরপর পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীরা মেরিনাকে চেপে ধরলে সে গোটা ঘটনা স্বীকার করে নেয় বলে দাবি সবার । খবর পেয়ে পুলিশ আজমলের মৃতদেহ উদ্ধারের সঙ্গে মেরিনাকে গ্রেফতার করে । পরে ধরা হয় তার প্রেমিক আবু কালামকেও ।

আজমলের মা জোহরুন নেশা বলেন, "গতকাল রাতে খাবার খেয়ে ছেলে আর বউমা নিজেদের ঘরে ঘুমোতে চলে যায় । তখন রাত 10টা বেজে গিয়েছে । তখনও ওরা হাসি-ঠাট্টা করছিল । ছেলে ঘুমিয়ে পড়লে বউমা ফোন করে তার প্রেমিককে ডাকে । এরপর দু’জন মিলে আমার ঘুমন্ত ছেলের গলায় প্যারাসুটের দড়ির ফাঁস লাগিয়ে চেপে ধরে । প্রাণে বাঁচতে ছেলে ছটফট করতে থাকে । একসময় বিছানা থেকে মাটিতে পড়ে যায় । তখনও ওরা দু’জন ফাঁসের দড়ি চেপেছিল । একসময় ছেলে মারা যায় । মাত্র দু’মাস আগে ছেলের বিয়ে দিয়েছিলাম । মেরিনার সঙ্গে যে অন্য কারও ভালবাসা রয়েছে জানতাম না । তাহলে ওর সঙ্গে ছেলের বিয়েই দিতাম না । আমি মেরিনা আর ওর প্রেমিকের ফাঁসি চাই ।"

আরও পড়ুন : House Wife Death : পাওনা টাকা নিয়ে তুমুল বচসা থেকে হাতাহাতি, শিলিগুড়িতে মৃত গৃহবধূ

আজমলের মামা আবু হানজালা বলেন, "মাত্র দু’মাস আগে ভাগ্নের বিয়ে হয়েছিল গ্রামেরই মেরিনার সঙ্গে । মেরিনার সঙ্গে বেলশুর গ্রামের আবু কালাম নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল । গতকাল রাতে মেরিনা ফোন করে ওর প্রেমিককে ডাকে । এরপর দু’জন মিলে আমার ভাগ্নের গলায় ফাঁস লাগিয়ে খুন করে । ভাগ্নে মারা গেলে আবু কালাম সেখান থেকে পালিয়ে যায় । ঘটনাটি ঘটেছে গতকাল রাত 12টার পর । তখন বাড়ির সবাই ঘুমিয়েছিল । আজ সকালে মেরিনা আমার বোনকে গিয়ে বলে, কালু (আজমলের ডাক নাম) ঘুম থেকে উঠছে না । সেকথা শুনে বোন ছেলের ঘরে গিয়ে দেখে, ততক্ষণে আজমল মৃত । ওর গলায় দড়ির দাগ । এরপর সবাই মেরিনাকে চেপে ধরলে সে স্বীকার করে নেয়, সে আর তার প্রেমিক কালুকে খুন করেছে । আমরা ওদের ফাঁসি দাবি করছি ।"

হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানিয়েছেন, এই ঘটনায় মৃতের পরিবারের তরফে খুনের লিখিত অভিযোগ জমা পড়েছে । তার ভিত্তিতে মেরিনা খাতুন ও আবু কালামকে ইতিনধ্যেই গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে । আজমলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.