ETV Bharat / state

স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত মহিলা ও তার প্রেমিক - Malda Medical College and Hospital

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আগুনে পুড়িয়ে মারা চেষ্টা এক ব্যক্তিকে । অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে ।

Malda
ছবি
author img

By

Published : Feb 20, 2020, 10:26 PM IST

Updated : Feb 20, 2020, 11:57 PM IST

মালদা, 20 ফেব্রুয়ারি : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলা ও তার প্রেমিকের বিরুদ্ধে । মানিকচকের শিভমপুর বাঁধ এলাকার ঘটনা। জগন্নাথ মণ্ডল নামের ওই ব্যক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

জগন্নাথ মণ্ডল ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন । 20-22 দিন আগে বাড়ি ফিরেছিলেন । পরিবার সূত্রে জানা গেছে, জগন্নাথ বাড়ি ফেরার পরই স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন । সেই থেকেই দু'জনের মধ্যে বিবাদ চলছিল । গতরাতে সেই বিবাদ চরমে ওঠে । অভিযোগ, গতরাতেই জগন্নাথ ঘুমানোর সময় তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় । স্থানীয়রা জগন্নাথকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভরতি জগন্নাথ মণ্ডল

জগন্নাথের মা বিমলা মণ্ডলের অভিযোগ, "রাতে ছেলে ঘুমিয়েছিল। সেই সময় ছেলের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বউমা ও তার প্রেমিক।"

এই নিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

মালদা, 20 ফেব্রুয়ারি : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলা ও তার প্রেমিকের বিরুদ্ধে । মানিকচকের শিভমপুর বাঁধ এলাকার ঘটনা। জগন্নাথ মণ্ডল নামের ওই ব্যক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

জগন্নাথ মণ্ডল ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন । 20-22 দিন আগে বাড়ি ফিরেছিলেন । পরিবার সূত্রে জানা গেছে, জগন্নাথ বাড়ি ফেরার পরই স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন । সেই থেকেই দু'জনের মধ্যে বিবাদ চলছিল । গতরাতে সেই বিবাদ চরমে ওঠে । অভিযোগ, গতরাতেই জগন্নাথ ঘুমানোর সময় তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় । স্থানীয়রা জগন্নাথকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভরতি জগন্নাথ মণ্ডল

জগন্নাথের মা বিমলা মণ্ডলের অভিযোগ, "রাতে ছেলে ঘুমিয়েছিল। সেই সময় ছেলের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বউমা ও তার প্রেমিক।"

এই নিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Feb 20, 2020, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.