ETV Bharat / state

Wife tries to kill Husband : বিয়ের দু’মাসেই স্বামীকে খুনের চেষ্টা নববধূর, মুখ বেঁধে ভিডিয়ো পাঠাল মা’কে

বিয়ের মাত্র দু'মাসের মাথায় মুখ বেঁধে স্বামীকে খুনের চেষ্টা ৷ ঘটনাটি ঘটেছে মালদার রাহুতগ্রামে ৷ স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন স্ত্রী (Wife allegedly tries to kill her newly married Husband) ।

Wife tries to kill Husband in Malda
বিয়ের দু’মাসেই স্বামীকে খুনের চেষ্টা নববধূর
author img

By

Published : Jun 7, 2022, 5:50 PM IST

Updated : Jun 7, 2022, 8:42 PM IST

মালদা, 7 জুন : পরকীয়ার জের ৷ মাদক খাইয়ে, মুখ বেঁধে স্বামীকে খুনের চেষ্টা ৷ সেই ভিডিয়ো করে আবার মা'কে দেখালেন নববধূ ৷ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদার রাহুতগ্রামে ৷ স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন আসমিরা খাতুন । পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে (Wife allegedly tries to kill her newly married Husband) ।

মাত্র দু’মাস আগে বছর একুশের আয়াতুল শেখের সঙ্গে বিয়ে হয় আসমিরা খাতুনের । পুরাতন মালদার রাহুতগ্রামের বাসিন্দা আয়াতুল পেশায় পরিযায়ী শ্রমিক ।পরিবার সূত্রে খবর, বিয়ের পর আয়াতুল কাজে ভিনরাজ্যে চলে গেলে আসমিরাও ইংরেজবাজারের সাতঘরিয়া গ্রামে তার বাপের বাড়িতে চলে যান ।

স্বামী ফিরে এলে তিনিও শ্বশুরবাড়িতে ফিরে আসেন । অভিযোগ, গতকাল রাতে স্বামীকে মাদক খাইয়ে, হাত-পা বেঁধে, মুখে কাপড় গুঁজে, শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে । গলায় চাপ পড়ায় আয়াতুল চিৎকার শুরু করলেও তাঁর গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না । শেষ পর্যন্ত ঘরের পাশে থাকা একটি দোকানে থাকা কয়েকজন তাঁর গোঙানির আওয়াজ শুনতে পান । তাঁরাই আয়াতুলকে উদ্ধার করেন ।

আজ সকালে এই ঘটনা চাউর হলে স্থানীয় মানুষজন অভিযুক্ত আসমিরাকে গণপিটুনি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । ঠিক তখনই ঘটনাস্থলে চলে আসেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান গুমানি শেখ । তাঁর হস্তক্ষেপে রক্ষা পান আসমিরা । গুমানি শেখই মালদা থানায় খবর দেন । শেষ পর্যন্ত পুলিশ এসে আসমিরাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

স্বামীকে খুনের চেষ্টা নববধূর

আরও পড়ুন : রেণুর হাত জোড়া লাগানো সম্ভব নয়, জানালেন চিকিৎসক

পুলিশি জেরায় আসমিরা স্বীকার করেছেন, তাঁর সঙ্গে বাপের বাড়ি এলাকার এক যুবকের সম্পর্ক রয়েছে । আয়াতুলকে বিয়ে করার ইচ্ছে তার ছিল না । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেই প্রেমের জন্যই আসমিরা স্বামীকে খুন করার চেষ্টা করতে পারে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে জেলা আদালতের কাছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মালদা থানার পুলিশ ।

মালদা, 7 জুন : পরকীয়ার জের ৷ মাদক খাইয়ে, মুখ বেঁধে স্বামীকে খুনের চেষ্টা ৷ সেই ভিডিয়ো করে আবার মা'কে দেখালেন নববধূ ৷ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদার রাহুতগ্রামে ৷ স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন আসমিরা খাতুন । পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে (Wife allegedly tries to kill her newly married Husband) ।

মাত্র দু’মাস আগে বছর একুশের আয়াতুল শেখের সঙ্গে বিয়ে হয় আসমিরা খাতুনের । পুরাতন মালদার রাহুতগ্রামের বাসিন্দা আয়াতুল পেশায় পরিযায়ী শ্রমিক ।পরিবার সূত্রে খবর, বিয়ের পর আয়াতুল কাজে ভিনরাজ্যে চলে গেলে আসমিরাও ইংরেজবাজারের সাতঘরিয়া গ্রামে তার বাপের বাড়িতে চলে যান ।

স্বামী ফিরে এলে তিনিও শ্বশুরবাড়িতে ফিরে আসেন । অভিযোগ, গতকাল রাতে স্বামীকে মাদক খাইয়ে, হাত-পা বেঁধে, মুখে কাপড় গুঁজে, শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে । গলায় চাপ পড়ায় আয়াতুল চিৎকার শুরু করলেও তাঁর গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না । শেষ পর্যন্ত ঘরের পাশে থাকা একটি দোকানে থাকা কয়েকজন তাঁর গোঙানির আওয়াজ শুনতে পান । তাঁরাই আয়াতুলকে উদ্ধার করেন ।

আজ সকালে এই ঘটনা চাউর হলে স্থানীয় মানুষজন অভিযুক্ত আসমিরাকে গণপিটুনি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । ঠিক তখনই ঘটনাস্থলে চলে আসেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান গুমানি শেখ । তাঁর হস্তক্ষেপে রক্ষা পান আসমিরা । গুমানি শেখই মালদা থানায় খবর দেন । শেষ পর্যন্ত পুলিশ এসে আসমিরাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

স্বামীকে খুনের চেষ্টা নববধূর

আরও পড়ুন : রেণুর হাত জোড়া লাগানো সম্ভব নয়, জানালেন চিকিৎসক

পুলিশি জেরায় আসমিরা স্বীকার করেছেন, তাঁর সঙ্গে বাপের বাড়ি এলাকার এক যুবকের সম্পর্ক রয়েছে । আয়াতুলকে বিয়ে করার ইচ্ছে তার ছিল না । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেই প্রেমের জন্যই আসমিরা স্বামীকে খুন করার চেষ্টা করতে পারে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে জেলা আদালতের কাছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মালদা থানার পুলিশ ।

Last Updated : Jun 7, 2022, 8:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.