মালদা, 11 ডিসেম্বর : স্বামী মাদক কারবারি ৷ তা মেনে নিতে পারছিলেন না ৷ তার জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতির বাড়ির সদস্যরা ৷ অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ইংরেজবাজার থানার মালদা শহরের পিরোজপুর এলাকার ঘটনা ৷
মৃত যুবতির নাম দোলা মণ্ডল ৷ বারো বছর আগে তাঁর বিয়ে হয় পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকার যুবক চিরঞ্জিৎ মণ্ডলের সঙ্গে ৷ তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে ৷ চিরঞ্জিতের কোনও স্থায়ী কাজ নেই ৷ যখন যা পায় তাই করে ৷ সম্প্রতি সে মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়ে বলে অভিযোগ ৷ এই নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝামেলা হত তাঁর ৷ বিষয়টি নিয়ে কয়েকবার সালিশিসভাও হয় ৷ কিন্তু কোনও ফল মেলেনি ৷ এরপর গতরাতে দোলাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে চিরঞ্জিতের বিরুদ্ধে ৷
দোলা মণ্ডলের মা সোমা দত্ত বলেন, “বিয়ের পর থেকেই নানা অছিলায় জামাই ও তার বাবা-মা মেয়ের উপর অত্যাচার করত ৷ তাঁকে মারধর করা হত ৷ এরই মধ্যে জামাই গাঁজা বিক্রি করতে শুরু করে ৷ মেয়ে সেটা মানতে পারছিল না ৷ এনিয়ে মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা হত ৷ একাধিকবার আমরা সালিশি বসিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেছি ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ আজ ভোরে জামাই ফোন করে খবর দেয়, দোলা অসুস্থ ৷ তাঁকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে ৷ সেকথা শুনে আমরা হাসপাতালে ছুটে আসি ৷ দেখি, ততক্ষণে মেয়ের মৃতদেহ মর্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷ তখন জামাই সেখানেই ছিল ৷ আজ সকালে সে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ তখন হাসপাতালের কিছু ছেলে ওকে ধরে ফেলে ৷ ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ আমার ধারণা, মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেনি ৷ চিরঞ্জিৎ ওঁকে শ্বাসরোধ করে খুন করেছে ৷ ওর শাস্তি চাই আমি ৷”
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ৷ আজ দেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷