ETV Bharat / state

পরকীয়ার জের ! বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ - housewife murder in malda

পরকীয়ার জেরে বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷

বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
author img

By

Published : Oct 18, 2020, 9:40 PM IST

মালদা, 18 অক্টোবর : পরকীয়ার জেরে বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ মানিকচকের নুরপুর শ্যামলাল পাড়া এলাকার ঘটনা ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে শওহরকে আটক করা হয়েছে ৷

মৃতার নাম খাসবুন বিবি (22) । বাড়ি মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকায় ৷ বছর চারেক আগে শ্যামলাল পাড়া গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর মহম্মদ নুরুলের সঙ্গে নিকাহ হয় খাসবুন বিবির ৷ দম্পতির এক কন্যাসন্তান রয়েছে । নিকাহর পর কয়েক মাসের মধ্যেই অবৈধ সম্পর্ক নিয়ে ঝামেলা শুরু হয় দম্পতির মধ্যে ৷

খাসবুনের আব্বার বাড়ির সদস্যরা বেশ কয়েকবার আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন ৷ তাঁদের অভিযোগ, গতরাতে নুরুল ফোন করে খাসবুনের অসুস্থতার কথা জানায় ৷ আজ ভোরে পরিবারের সদস্যরা বাড়ি গিয়ে খাসবুনকে মৃত অবস্থায় দেখেন ৷ খবর দেন পুলিশে ৷ পুলিশ ঘটনাস্থানে এসে দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷

মৃতের আত্মীয় সেরাজুল বলেন, “ভাবির সঙ্গে নুরুলের অবৈধ সম্পর্ক ছিল ৷ এনিয়ে শওহর ও বিবির মধ্যে ঝামেলা লেগে থাকত ৷ গতকাল রাত 1টা নাগাদ নুরুল ফোন করে জানায়, খাসবুনের শারীরিক অবস্থা ভালো নয় ৷ আজ ভোরে আমরা গিয়ে দেখি খাসবুনের মৃত্যু হয়েছে ৷ তার গলায় কালো দাগ রয়েছে ৷ আমাদের অনুমান খাসবুনকে গলা টিপে হত্যা করা হয়েছে ৷”

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শওহরকে আটক করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে ৷

মালদা, 18 অক্টোবর : পরকীয়ার জেরে বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ মানিকচকের নুরপুর শ্যামলাল পাড়া এলাকার ঘটনা ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে শওহরকে আটক করা হয়েছে ৷

মৃতার নাম খাসবুন বিবি (22) । বাড়ি মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকায় ৷ বছর চারেক আগে শ্যামলাল পাড়া গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর মহম্মদ নুরুলের সঙ্গে নিকাহ হয় খাসবুন বিবির ৷ দম্পতির এক কন্যাসন্তান রয়েছে । নিকাহর পর কয়েক মাসের মধ্যেই অবৈধ সম্পর্ক নিয়ে ঝামেলা শুরু হয় দম্পতির মধ্যে ৷

খাসবুনের আব্বার বাড়ির সদস্যরা বেশ কয়েকবার আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন ৷ তাঁদের অভিযোগ, গতরাতে নুরুল ফোন করে খাসবুনের অসুস্থতার কথা জানায় ৷ আজ ভোরে পরিবারের সদস্যরা বাড়ি গিয়ে খাসবুনকে মৃত অবস্থায় দেখেন ৷ খবর দেন পুলিশে ৷ পুলিশ ঘটনাস্থানে এসে দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷

মৃতের আত্মীয় সেরাজুল বলেন, “ভাবির সঙ্গে নুরুলের অবৈধ সম্পর্ক ছিল ৷ এনিয়ে শওহর ও বিবির মধ্যে ঝামেলা লেগে থাকত ৷ গতকাল রাত 1টা নাগাদ নুরুল ফোন করে জানায়, খাসবুনের শারীরিক অবস্থা ভালো নয় ৷ আজ ভোরে আমরা গিয়ে দেখি খাসবুনের মৃত্যু হয়েছে ৷ তার গলায় কালো দাগ রয়েছে ৷ আমাদের অনুমান খাসবুনকে গলা টিপে হত্যা করা হয়েছে ৷”

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শওহরকে আটক করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.