মালদা, 24 ফেব্রুয়ারি : একুশের ভোট পেরিয়ে চব্বিশের লোকসভা নির্বাচনে চোখ রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির ৷ সেই ভোটের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর আসনে দেখতে পাচ্ছেন ৷ গতকাল মালদায় নির্বাচনী কর্মি সভায় অংশ নিয়ে এমনই বললেন তিনি ৷ একই সঙ্গে আসন্ন নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দিয়েছেন ৷ গতকাল বিকেলে কালিয়াচকের বরনগর ডাঙা গ্রামে তৃণমূলের এই নির্বাচনী কর্মি সভা আদপে ছিল জনসভা ৷ সভামঞ্চে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি সহ স্থানীয় নেতৃত্ব ৷
রব্বানি সাহেব বিজেপিকে বাংলা ছাড়া করার আহ্বান জানান ৷ আরও জানান, বিধানসভা ভোটে নিশ্চয় খেলা হবে ৷ মানুষ এই খেলা খেলবে ৷ তিনি বলেন, “বিজেপি এখানে সাম্প্রদায়িক খেলা শুরু করেছে ৷ তাদের উচিত শিক্ষা দিতে হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই শিক্ষা দেবেন ৷ আমাদের শুধু একজোট হয়ে কাজ করতে হবে ৷ নির্বাচন এগিয়ে আসছে ৷ শুনতে পাচ্ছি, একেকটি কেন্দ্রে একাধিক প্রার্থীর দাবি রয়েছে ৷ কিন্তু এই রাজ্যের 294টি আসনে আমাদের একজনই প্রার্থী ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ যদি তিনি আমাকে বলেন, তোমাকে আর এবার টিকিট দিচ্ছি না ৷ কিংবা যদি তিনি বলেন, তোমাকে এবার সুজাপুরে দাঁড়াতে হবে ৷ আমাকে সেটাই মেনে নিতে হবে ৷ তিনি এখানে সবকিছু দিয়েছেন ৷ কিন্তু এখানকার নেতা-কর্মীরা তাঁকে কিছু দিতে পারেনি ৷ 2016-তে দলের ফল ভালো হয়নি ৷ 2019-এও তাই ৷ একুশেও যদি ভালো ফল করতে না পারি, তবে আমরা কবে ভালো ফল করব? তাই এবার দলকে জেতাতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে ৷ তাহলেই সুজাপুর কেন্দ্রে আমাদের জয় কেউ রুখতে পারবে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই সবাইকে ভোট দিতে হবে ৷ তিনি জিতলেই মোদি জবাব পাবে ৷ আর এবারের ভোটে জবাব পেলে, 2024-এর নির্বাচনে মোদিও গদি থেকে চলে যাবে ৷ তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মসনদে বসবেন ৷”
আরও পড়ুন, ব্রিগেড সফল করার ডাক বাম-কংগ্রেসের, যৌথ আবেদনে নেই আব্বাসের দল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা নিয়েও মন্তব্য করেন রব্বানি সাহেব ৷ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার-আপনার জন্য লড়াই করছেন ৷ তার জন্যই তাঁর ভাইপোর বাড়িতে, ফিরহাদ হাকিমের বাড়িতে নোটিস পাঠিয়েছে সিবিআই আর ইডি ৷ একুশের ভোটে এর জবাব আপনাদেরই দিতে হবে ৷”