মালদা, 17 মার্চ : 24 ঘণ্টার মধ্যেই একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি (ডালু) ৷ আজ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা করলেন, তৃণমূল আর বিজেপিকে হারাতে বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে এই জেলায় লড়াই করবে কংগ্রেস ৷ সেই কাজ শুরু হয়ে গিয়েছে ৷ উপরন্তু গতকাল তাঁর মন্তব্যের জন্য কার্যত সংবাদমাধ্যমকেই দায়ী করেছেন তিনি ৷ এনিয়ে প্রশ্ন করায় মেজাজও হারালেন ৷
গতকাল জেলা কংগ্রেস সভাপতি ক্যামেরার সামনে জানিয়েছিলেন, এবারের নির্বাচনে রাজ্যে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস ৷ তাঁর এই মন্তব্যের পরেই ঝড় বয়ে যায় জোট রাজনীতিতে ৷ তাঁর মন্তব্যে জোটের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তোলেন আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র ৷ তবে এনিয়ে গতকাল কোনও মন্তব্য করতে চাননি বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র ৷ আজ কংগ্রেস ও বাম নেতৃত্বের তরফে যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ সেখানে ডালুবাবু বলেন, "বামফ্রন্টের সঙ্গে আমরা কাজ শুরু করে দিয়েছি ৷ এই কাজে আরও গতি আসবে ৷ এনিয়ে অনেকে জল্পনা ছড়াচ্ছে ৷ এখানে তৃণমূল কিংবা বিজেপির কোনও প্রশ্নই ওঠে না ৷ আমরা শুধুমাত্র আমাদের নিয়েই ভাবছি ৷ নির্বাচনের প্রেক্ষিতে আমরা পরষ্পরকে সাহায্য করব এবং পরস্পরের সাহায্য নেব ৷ যারা আমাদের সম্পর্কে অন্যায় ভাবছেন, তারা আসলে তৃণমূল কিংবা বিজেপির অংশ ৷ আমরা চাই, সংবাদমাধ্যম মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরুক ৷"
আরও পড়ুন : ভোটের পর তৃণমূলকে সমর্থনের কথা বলায় কংগ্রেসের ডালুকে তোপ আরএসপি-ফরওয়ার্ড ব্লকের
তাঁর গতকালের বক্তব্যে জেলার রাজনীতিতে ঝড় উঠেছে ৷ কেন এমন মন্তব্য ? এ নিয়ে কি প্রদেশ কিংবা এআইসিসি'র তরফে তাঁকে কী কোনও বার্তা দেওয়া হয়েছে ৷ ডালুবাবুর উত্তর, "আমরা আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে প্রত্যেকের একটি বৌদ্ধিক সত্তা রয়েছে ৷ তবে এনিয়ে বেশি কিছু না বলাই ভালো ৷ বিষয়টি নিয়ে আমি যা বলেছিলাম তার মধ্যে কিছু কথা হয়তো আমার বলা উচিত হয়নি ৷ তবে সেই মন্তব্যের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না ৷ গোটাটাই ছিল আমার ব্যক্তিগত অনুভব ৷ তবে এনিয়ে এআইসিসি কেন আমাকে বার্তা পাঠাবে ? যা বলেছিলাম, তাতে এমন কিছু হয়নি যাতে এআইসিসি হস্তক্ষেপ করবে ৷"
এদিকে ডালুবাবুর মন্তব্যের প্রেক্ষিতে বাম শরিকদের ক্ষোভ নিয়ে ফ্রন্টের জেলা আহ্বায়ক ও সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ দল রাজ্যস্তরে সংযুক্ত মোর্চা গঠন করে এবারের নির্বাচনে লড়াই করছে ৷ এই লড়াই সমানভাবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ৷ মালদা জেলাকে তৃণমূল ও বিজেপি শূন্য করার লক্ষ্যে আমরা সংযুক্ত মোর্চার হয়ে যৌথভাবে লড়াই করছি ৷ সরকার গঠনের জন্যই আমাদের এই লড়াই ৷ আমরা ঐক্যবদ্ধভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করব ৷ 2016 সালের থেকেও এবার আমাদের ফল ভাল হবে ৷ আর আরএসপি ও ফরওয়ার্ড ব্লক সহ আরও অনেক দল নিয়ে আমাদের দীর্ঘদিনের বামফ্রন্ট ৷ আমাদের মধ্যে আলোচনা ও সমালোচনা হয় ৷ আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করি ৷ এবারও সেটাই হবে ৷"