মালদা, ৩০ সেপ্টেম্বর : কয়েকদিন ধরে টানা বৃষ্টি । জল জমেছে এলাকায় । বাদ যায়নি হাসপাতালও । হাসপাতালের নিচ তলার ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটার সব জায়গায় ঢুকে পড়েছে জল । আর তাতেই জেরবার রোগী থেকে শুরু করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী সকলেই । মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ৷
কয়েকদিন ধরে জেলাজুড়ে বৃষ্টি হচ্ছে ৷ গতকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় মালদা শহরের বিভিন্ন এলাকা জলের নিচে চলে যায় ৷ জল ঢুকে পড়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । আর তাতেই জেরবার হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা । জলের মধ্যেই কাজ করছেন তাঁরা । মালদা মেডিকেলের অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত নার্স বলেন, "একটু বেশি বৃষ্টি হলেই হাসপাতালের নিচের তলায় জল ঢুকে যায় ৷ প্রতিবারই এরকম হয় । সব জানা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি । জলের মধ্যেই সব কাজ করতে হচ্ছে৷ এর মধ্যে রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে অসুবিধায় পড়তে হয় ৷"
হাসপাতালে জল ঢুকে পড়ায় চিকিৎসাধীন অনেক রোগী আতঙ্কে অন্যত্র চলে যাচ্ছেন ৷ তেমনই একজন হলেন ইংরেজবাজারের ঘোড়াপীর এলাকার বাসিন্দা অনন্ত রায় ৷ তিনি বলেন, "জলের মধ্যে হাসপাতালে রোগীকে রাখা সম্ভব নয় ৷ তাই সম্পূর্ণ সুস্থ না হলেও রোগীকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি৷ আর কিছু করার নেই৷" প্রায় 16 দিন ধরে মেডিকেলে বিবির চিকিৎসা করাচ্ছিলেন মালদার টুনু সবজি৷ তিনি বলেন, "এমনিতেই এই হাসপাতাল ভীষণ অপরিচ্ছন্ন ৷ তার উপর আজ সকাল থেকে ওয়ার্ডে জল ঢুকে গেছে ৷ অনেকেই রোগীদের ছুটি করিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে৷ আমিও ভাবছি, বিবিকে ছুটি করিয়ে এখান থেকে নিয়ে চলে যাব৷"
এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার অমিত দাঁ জানান, হাসপাতালের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে একাধিকবার জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভাকে জানানো হয়েছে ৷ এই হাসপাতালের নিকাশি ব্যবস্থা দেখাশোনার দায়িত্বে রয়েছে ইংরেজবাজার পৌরসভা৷ কিন্তু এখনও পর্যন্ত পৌর কর্তৃপক্ষ হাসপাতালে নিকাশি ব্যবস্থা তৈরি করতে পারেনি৷ এই মুহূর্তে গোটা শহরই জলে ভরে রয়েছে ৷ ফলে হাসপাতালের জল বাইরে বের করার কোনও উপায়ও নেই ৷ তবে, বিধানসভার অধিবেশনে থাকায় এ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷