ETV Bharat / state

Malda Voter Missing: পঞ্চায়েতে ভোটের 43 দিন পরেও খোঁজ মেলেনি ভোটকেন্দ্র থেকে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের শেখ মঞ্জুর - ভোটকেন্দ্র থেকে নিখোঁজ

পঞ্চায়েত ভোট দিয়ে বেরিয়ে ভোটকেন্দ্র থেকে নিখোঁজ ছিলেন ৷ 43 দিনেও সন্ধান দিতে পারেনি পুলিশ ৷ উৎকণ্ঠা হরিশ্চন্দ্রপুরে ৷ গ্রামের পাশে নদী পেরলেই বিহার ৷ নিখোঁজ ব্যক্তি সেখানে চলে গিয়েছেন কি না, তাও দেখা হচ্ছে ৷

ETV Bharat
নিখোঁজ শেখ মঞ্জুরের ভাই ও মা
author img

By

Published : Aug 22, 2023, 12:37 PM IST

হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত ভোট দিতে গিয়ে নিখোঁজ শেখ মঞ্জুর

মালদা, 22 অগস্ট: পরিবারের সঙ্গে ভোট দিতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি ৷ 43 দিন পার করেও তাঁর খোঁজ মিলল না ৷ নিরুদ্দেশ ওই ব্যক্তির নাম শেখ মঞ্জুর ৷ তাঁর বয়স 38 ৷ তিনি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের দৌলতনগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুরের বাসিন্দা ৷ গ্রামের কাছেই নদী পেরলে বিহারের সীমানা ৷ শেখ মঞ্জুর কোনওভাবে বিহারে চলে গিয়েছেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে ৷

পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট দিতে গিয়েছিলেন শেখ মঞ্জুর ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই ও মা ৷ শেখ মঞ্জুর ভোটকেন্দ্রেও পৌঁছেছিলেন ৷ তারপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তাঁর নামে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়রি করেন ভাই ৷ কিন্তু পুলিশ মঞ্জুরের কোনও সন্ধান পায়নি ৷

স্বভাবতই ছেলের চিন্তায় ব্যাকুল বৃদ্ধা মা ৷ প্রায় রোজদিনই তাঁকে নিয়ে থানায় ঘুরছেন ভাই শেখ মিন্টু ৷ মঞ্জুর কোথায় রয়েছেন, আদৌ বেঁচে রয়েছেন কি না, সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাঁদের ৷ সোমবারও বৃদ্ধা মাকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় দাদার খোঁজে এসেছিলেন মঞ্জুরের ভাই ৷

আরও পড়ুন: এলাকার ভোটার না হয়েও পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থী, অভিযোগ সিপিএম প্রার্থীর

এদিন তিনি বলেন, "গত 8 জুলাই থেকে আমার দাদা নিখোঁজ ৷ সেদিন পঞ্চায়েত ভোট ছিল ৷ ওইদিন বেলা একটা নাগাদ আমরা সবাই গ্রামের প্রাইমারি স্কুলে গিয়েছিলাম ভোট দিতে ৷ সেখান থেকে নিখোঁজ হয়ে যান আমার দাদা ৷ চারদিকে খোঁজাখুঁজি করেও দাদার কোনও খোঁজ পাইনি ৷"

শেখ মিন্টু জানান, 13 জুলাই দাদার নামে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়ারি করেছেন তিনি ৷ তারপর থেকে মাঝেমধ্যেই থানায় এসে খোঁজ নিয়ে যাচ্ছেন ৷ পুলিশ জানিয়েছে, শেখ মঞ্জুরের নিখোঁজ হওয়ার খবর সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ শেখ মিন্টু বলেন, "আমাদের গ্রামের পাশে নদী পেরলেই বিহার ৷ দাদার নিখোঁজ হওয়ার পিছনে বিহারের কারও যোগ রয়েছে কি না, তাও বুঝতে পারছি না ৷ এমনিতে বাড়িতেই থাকত দাদা ৷ শ্রমিকের কাজ করত ৷ উপার্জনের টাকা মায়ের হাতে তুলে দিত ৷"

আরও পড়ুন: বিজেপি থেকে নির্দল, বিরোধীদের সঙ্গে নিয়ে বোর্ড গঠন শাসকদলের

হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের জানিয়েছেন, নিখোঁজ ওই ব্যক্তির ছবি-সহ যাবতীয় তথ্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ৷ স্থানীয় থানার পুলিশও ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি ৷

হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত ভোট দিতে গিয়ে নিখোঁজ শেখ মঞ্জুর

মালদা, 22 অগস্ট: পরিবারের সঙ্গে ভোট দিতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি ৷ 43 দিন পার করেও তাঁর খোঁজ মিলল না ৷ নিরুদ্দেশ ওই ব্যক্তির নাম শেখ মঞ্জুর ৷ তাঁর বয়স 38 ৷ তিনি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের দৌলতনগর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুরের বাসিন্দা ৷ গ্রামের কাছেই নদী পেরলে বিহারের সীমানা ৷ শেখ মঞ্জুর কোনওভাবে বিহারে চলে গিয়েছেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে ৷

পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট দিতে গিয়েছিলেন শেখ মঞ্জুর ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই ও মা ৷ শেখ মঞ্জুর ভোটকেন্দ্রেও পৌঁছেছিলেন ৷ তারপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তাঁর নামে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়রি করেন ভাই ৷ কিন্তু পুলিশ মঞ্জুরের কোনও সন্ধান পায়নি ৷

স্বভাবতই ছেলের চিন্তায় ব্যাকুল বৃদ্ধা মা ৷ প্রায় রোজদিনই তাঁকে নিয়ে থানায় ঘুরছেন ভাই শেখ মিন্টু ৷ মঞ্জুর কোথায় রয়েছেন, আদৌ বেঁচে রয়েছেন কি না, সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাঁদের ৷ সোমবারও বৃদ্ধা মাকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় দাদার খোঁজে এসেছিলেন মঞ্জুরের ভাই ৷

আরও পড়ুন: এলাকার ভোটার না হয়েও পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থী, অভিযোগ সিপিএম প্রার্থীর

এদিন তিনি বলেন, "গত 8 জুলাই থেকে আমার দাদা নিখোঁজ ৷ সেদিন পঞ্চায়েত ভোট ছিল ৷ ওইদিন বেলা একটা নাগাদ আমরা সবাই গ্রামের প্রাইমারি স্কুলে গিয়েছিলাম ভোট দিতে ৷ সেখান থেকে নিখোঁজ হয়ে যান আমার দাদা ৷ চারদিকে খোঁজাখুঁজি করেও দাদার কোনও খোঁজ পাইনি ৷"

শেখ মিন্টু জানান, 13 জুলাই দাদার নামে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়ারি করেছেন তিনি ৷ তারপর থেকে মাঝেমধ্যেই থানায় এসে খোঁজ নিয়ে যাচ্ছেন ৷ পুলিশ জানিয়েছে, শেখ মঞ্জুরের নিখোঁজ হওয়ার খবর সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ শেখ মিন্টু বলেন, "আমাদের গ্রামের পাশে নদী পেরলেই বিহার ৷ দাদার নিখোঁজ হওয়ার পিছনে বিহারের কারও যোগ রয়েছে কি না, তাও বুঝতে পারছি না ৷ এমনিতে বাড়িতেই থাকত দাদা ৷ শ্রমিকের কাজ করত ৷ উপার্জনের টাকা মায়ের হাতে তুলে দিত ৷"

আরও পড়ুন: বিজেপি থেকে নির্দল, বিরোধীদের সঙ্গে নিয়ে বোর্ড গঠন শাসকদলের

হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের জানিয়েছেন, নিখোঁজ ওই ব্যক্তির ছবি-সহ যাবতীয় তথ্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ৷ স্থানীয় থানার পুলিশও ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.