মালদা, 4 মে : ফের রেশন দুর্নীতির অভিযোগ উঠল জেলায় ৷ এবার রতুয়া 2 ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার সিমলা গ্রামের ঘটনা ৷ সেখানের রেশন ডিলার অশোক মিশ্রের বিরুদ্ধে রেশন সামগ্রী বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগে আজ গ্রামবাসীরা ওই ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুখুরিয়া থানার পুলিশ ৷ আসেন রতুয়া 2 ব্লকের জয়েন্ট BDO ৷ তাঁদের হস্তক্ষেপে আজ রেশন সামগ্রী বণ্টনের কাজ বন্ধ রাখা হয় ৷ গোটা ঘটনার প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুখুরিয়া থানার OC ৷
অভিযুক্ত ডিলারের নাম অশোক মিশ্র ৷ তাঁর রেশন দোকান থেকে এলাকার 4 টি গ্রামের বাসিন্দারা খাদ্যসামগ্রী নেয় ৷ অভিযোগ, দুঃসময়ে ওই ডিলার গ্রামবাসীদের কম মাল দিচ্ছেন ৷ এর আগেও তাঁর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল ৷ কিন্তু গ্রামবাসীদের অভিযোগে তিনি কান দেননি ৷ এখন লকডাউন চলছে ৷ গরিব মানুষের ঘরে খাবার নেই ৷ তার মধ্যে ওই ডিলার গরিব মানুষকে বঞ্চিত করছেন ৷ অবশেষে আজ গ্রামবাসীরা ডিলারের বাড়ির সামনে প্রবল বিক্ষোভ দেখায় ৷ যদিও সময়মতো পুলিশ ও প্রশাসনিক কর্তারা ঘটনাস্থানে চলে আসায় বিক্ষোভ বড় আকার নিতে পারেনি ৷ স্থানীয় মুরচা গ্রামের বাসিন্দা বাচ্চু ঘোষ বলেন, " এই ডিলার সারা বছরই রেশনের মাল চুরি করে ৷ কিন্তু এখন গরিব মানুষ খেতে পাচ্ছে না ৷ বর্তমানে কার্ড পিছু 7 কিলো করে চাল দেওয়ার কথা ৷ কিন্তু এই ডিলার কাউকে 4 কিলো, কাউকে সাড়ে 4 কিলো চাল দিচ্ছে ৷ আমরা এর বিচার চাই ৷ তা না হলে আমরা ডিলারের বাড়িতে তালা মেরে দেব ৷ এখানে জয়েন্ট BDO এসেছেন ৷ তিনি কী করছেন তা আমরা দেখছি ৷ ডিলারের বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা না নিলে আমরা গ্রামবাসীদের নিয়ে ডিলারের বাড়িতে তালা মারব ৷ আমরা চাই, এই সময় গরিব মানুষ অন্তত খেয়ে বাঁচুক ৷ "
আরও বড় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা শোভন মিশ্র ৷ তিনি বলেন, “ আমার পিসি জীবিত ৷ অথচ তাঁকে মৃত বলে দিচ্ছে ডিলার ৷ তাঁর রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না ৷ আমি একাধিকবার ডিলারের কাছে পিসিকে নিয়ে এসেছি ৷ কিন্তু সে তাঁকে জীবিত বলে মানতেই রাজি নয় ৷ আজও আমি পিসির বেঁচে থাকার যাবতীয় তথ্য নিয়ে রেশন নিতে এসেছিলাম ৷ ডিলার ঘুরিয়ে দিয়েছে ৷ ” গ্রামবাসীদের অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি অশোকবাবু ৷ কিছু বলতে চাননি জয়েন্ট বিডিও ৷
তবে পুখুরিয়া থানার OC ঝোটন প্রসাদ বলেন , “ আমরা মৌখিক অভিযোগ পেয়েছি ৷ এখানকার রেশন ডিলার গ্রামবাসীদের কম পরিমাণে খাদ্যসামগ্রী দিচ্ছেন ৷ এনিয়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন ৷ আমরা এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি ৷ জয়েন্ট BDO নিজেও এখানে আসেন ৷ তাঁর কাছে গ্রামবাসীরা লিখিত অভিযোগ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই রেশন ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷ ”
তবে আজ জয়েন্ট বিডিও ওই ডিলারকে মাল বণ্টন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ জানা গেছে, আগামীকাল থেকে গ্রাহকদের সঠিক পরিমাণে সামগ্রী দেওয়ার কথা জানিয়েছেন অভিযুক্ত ডিলার ৷ রেশন ডিলার গ্রামবাসীদের কম পরিমাণে খাদ্যসামগ্রী দিচ্ছেন৷ এনিয়ে স্থানীয়া উত্তেজিত হয়ে ওঠেন৷
তাঁর কথায়, ” আমরা এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি৷ জয়েন্ট বিডিও নিজেও এখানে আসেন৷ তাঁর কাছে গ্রামবাসীরা লিখিত অভিযোগ দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই রেশন ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷” তবে আজ জয়েন্ট বিডিও ওই ডিলারকে মাল বণ্টন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷ জানা যাচ্ছে, আগামীকাল থেকে গ্রাহকদের সঠিক পরিমাণে সামগ্রী দেওয়ার কথা জানিয়েছেন অভিযুক্ত ডিলার৷