ETV Bharat / state

বিশ্ববিদ্যালয়ের কর্মীর উপর হামলার প্রতিবাদে উপাচার্য ও কর্মীদের কর্মবিরতি - MALDA EDUCATION

ডেভেলপমেন্ট অফিসারের উপর হামলার প্রতিবাদে আজ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ।

উপাচার্য ও কর্মীদের কর্মবিরতি
author img

By

Published : May 29, 2019, 10:31 PM IST

মালদা, 29 মে : ডেভেলপমেন্ট অফিসারের উপর হামলার প্রতিবাদে আজ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা । প্রশাসনিক ভবনের একতলায় অবস্থান আন্দোলন করেন তাঁরা । প্রতিবাদ অবস্থানে অংশ নেন খোদ উপাচার্য স্বাগত সেন । বিকেলের দিকে কর্মবিরতি তুলে নেওয়া হলেও প্রতীকী প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা । এদিকে আপাতত স্থিতিশীল রয়েছেন আহত ডেভেলপমেন্ট অফিসার । আজ হাসপাতাল থেকে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে ।

গতকাল দুপুরে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে, বাড়ির অদূরেই হামলার শিকার হন ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড । জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তাঁকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ শিক্ষক-অশিক্ষক কর্মীদের অনেকেই । রাজীববাবু গতকালই জানিয়েছিলেন, যে দু'জন তাঁর উপর হামলা চালিয়েছে তাদের তিনি চেনেন না । এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

উপাচার্য বলেন, "বাইরের কিছু দুষ্কৃতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে গোলমাল পাকাচ্ছে । গতকালও তা প্রমাণিত হয়েছে । কারণ, গতকাল বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ঘটনা ঘটলেও হামলাকারীরা রাজীববাবুকে বলেছিল, ছাত্রছাত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা তারা শেখাবে । গতকালের ঘটনা প্রমাণ করছে, বাইরে থেকে উস্কানি দিয়ে দুষ্কৃতীদের উত্যক্ত করা হচ্ছে । সেই দুষ্কৃতীরা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের উপর হামলা চালাচ্ছে ।"

মালদা, 29 মে : ডেভেলপমেন্ট অফিসারের উপর হামলার প্রতিবাদে আজ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা । প্রশাসনিক ভবনের একতলায় অবস্থান আন্দোলন করেন তাঁরা । প্রতিবাদ অবস্থানে অংশ নেন খোদ উপাচার্য স্বাগত সেন । বিকেলের দিকে কর্মবিরতি তুলে নেওয়া হলেও প্রতীকী প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা । এদিকে আপাতত স্থিতিশীল রয়েছেন আহত ডেভেলপমেন্ট অফিসার । আজ হাসপাতাল থেকে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে ।

গতকাল দুপুরে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে, বাড়ির অদূরেই হামলার শিকার হন ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড । জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তাঁকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ শিক্ষক-অশিক্ষক কর্মীদের অনেকেই । রাজীববাবু গতকালই জানিয়েছিলেন, যে দু'জন তাঁর উপর হামলা চালিয়েছে তাদের তিনি চেনেন না । এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

উপাচার্য বলেন, "বাইরের কিছু দুষ্কৃতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে গোলমাল পাকাচ্ছে । গতকালও তা প্রমাণিত হয়েছে । কারণ, গতকাল বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ঘটনা ঘটলেও হামলাকারীরা রাজীববাবুকে বলেছিল, ছাত্রছাত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা তারা শেখাবে । গতকালের ঘটনা প্রমাণ করছে, বাইরে থেকে উস্কানি দিয়ে দুষ্কৃতীদের উত্যক্ত করা হচ্ছে । সেই দুষ্কৃতীরা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের উপর হামলা চালাচ্ছে ।"

Intro:মালদা, ২৯ মে : ডেভেলপমেন্ট অফিসারের উপর হামলার প্রতিবাদে আজ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করে প্রতিবাদে শামিল হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা৷ প্রতিবাদ অবস্থানে অংশ নেন খোদ উপাচার্যও৷ বিকেলের দিকে কর্মবিরতি তুলে নেওয়া হলেও প্রতীকী প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা৷ এদিকে আপাতত স্থিতিশীল রয়েছেন আহত ডেভেলপমেন্ট অফিসার৷ আজ হাসপাতাল থেকে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে৷Body:         গতকাল দুপুরে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে, বাড়ির অদূরেই হামলার শিকার হন ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ডি৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ তাঁকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার থেকে শুরু করে শিক্ষক-অশিক্ষক কর্মীদের অধিকাংশ৷ রাজীববাবু গতকালই জানিয়েছিলেন, যে দু'জন তাঁর উপর হামলা চালিয়েছে তাদের তিনি চেনেন না৷ এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷Conclusion:         এদিকে গতকালের ঘটনার প্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানান সবাই৷ কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করে সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচতলায় অবস্থান আন্দোলন করেন৷ সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য স্বাগত সেনও৷ তিনি বলেন, বাইরের কিছু দুষ্কৃতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে গোলমাল পাকাচ্ছে৷ গতকালও তা প্রমাণিত হয়েছে৷ কারণ, গতকাল বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ঘটনা ঘটলেও হামলাকারীরা রাজীববাবুকে বলেছিল, ছাত্রছাত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা তারা শেখাবে৷ রাজীববাবু কখনও খারাপ ব্যবহার করেন, এটা তাঁর শত্রুও বলবে না৷ গতকালের ঘটনা প্রমাণ করেছে, বাইরে থেকে উস্কানি দিয়ে দুষ্কৃতীদের উত্যক্ত করা হচ্ছে৷ সেই দুষ্কৃতীরা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের উপর হামলা চালাচ্ছে৷ তবে তাঁরা এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেনই৷ তঁরা জানেন, কেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা আজ দুর্বল৷ সবাই মিলেই এর বিরুদ্ধে দাঁড়াতে হবে৷ গতকালের ঘটনায় তাঁরা পুলিশের কাছে অভিযোগ করলেও এখনও কেউ ধরা পড়েনি৷ এব্যাপারে তাঁরা পুলিশের কাছে আরও একটু অগ্রগতি আশা করেছিলেন৷ মনে রাখতে হবে, গতকালের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ১০০ জন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা সবসময় শঙ্কায় সময় কাটাচ্ছেন৷ তাঁরা চোখের জল ফেলছেন৷ এই চোখের জল বৃথা যাবে না৷ যখন কোনও বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে ওঠে, তখন তার বিরুদ্ধে কোনও অশুভ শক্তি কোনোদিন দাঁড়াতে পারেনি, পারবেও না৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.