ETV Bharat / state

Malda Unnatural Death: পুরাতন মালদায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের - আত্মহত্যা

পুরাতন মালদায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের ৷ আজ সকালে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতের বাপের বাড়ির অভিযোগ তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ৷

Unnatural Death of Woman in Malda ETV BHARAT
Unnatural Death of Woman in Malda
author img

By

Published : Jun 11, 2023, 2:45 PM IST

পুরাতন মালদায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

মালদা, 11 জুন: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার সরদঘাট এলাকায় ৷ রবিবার সকালে পূর্ণিমা দাস নামে বছর তেত্রিশের এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় তাঁর স্বামী মিলন দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পূর্ণিমাদেবীর বাপের বাড়ির সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, মিলন দাসের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত ৷ অর্থাৎ, পূর্ণিমা দাসের মৃত্যুর পিছনে মিলন দাস জড়িত বলে অভিযোগ তাঁদের ৷ মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায় পূর্ণিমা দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ স্বামী মিলন দাসের বক্তব্য, রাতে সে ঘুমিয়ে পড়েছিল ৷ পাশের ঘরে পূর্ণিমাদেবী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে মিলন দাস ৷ কিন্তু, পূর্ণিমা দাসের বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাঁর মৃত্যু স্বাভাবিক নয় ৷ মিলন দাস এই ঘটনার সঙ্গে জড়িত ৷ কারণ হিসেবে মৃতার ভাই গদাধর শীলের অভিযোগ করেছেন, তাঁর জামাইবাবুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ যা নিয়ে প্রায় পূর্ণিমাদেবীর সঙ্গে মিলনের অশান্তি হত ৷

গদাধর জানিয়েছেন, মিলন দাস একটি ক্যাটারিং সার্ভিসে রান্নার কাজ করেন ৷ পূর্ণিমাদেবীর সঙ্গে বিয়ের পরপরই মিলন অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এমনকী কাজ না থাকলেও, মিলন অন্য মহিলাদের সঙ্গে ঘুরে বেড়াত বলে অভিযোগ করেছেন মৃতার ভাই ৷ দিদি ফোন করলে টালবাহানা করে মিলন ফোন কেটে দিত বলেও অভিযোগ ৷ এ নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত ৷ এ নিয়ে একাধিকবার পূর্ণিমাদেবী তাঁর শাশুড়িকে জানিয়েছিলেন ৷ কিন্তু, মিলন দাসের বাড়ির লোক তাকে কিছু বলত না ৷

আরও পড়ুন: পুরুলিয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে স্বামী-সহ গ্রেফতার 4 জন

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে শনিবার রাতেও নাকি দু'জনের মধ্যে অশান্তি হয় ৷ গদাধর বলেন, ‘‘আজ সকালে শুনলাম দিদি নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৷ আদৌ দিদি নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কি না, তা নিয়ে আমরা নিশ্চিত নই ৷ আমরা এই ঘটনার তদন্ত চাইছি ৷’’ জানা গিয়েছে, মিলন দাস এবং পূর্ণিমা দাসের তিন সন্তানও রয়েছে ৷

আরও পড়ুন: সোনামুখীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে দুই পরিবারের মধ্যে হাতাহাতি, আহত 6

তবে, সব অভিযোগই অস্বীকার করেছে মিলন দাস ৷ তাঁর বক্তব্য, সব পরিবারের মতো তাদের মধ্যেও সামান্য কথা কাটাকাটি হত ৷ কিন্তু, এর বাইরে কারও সঙ্গে সম্পর্ক নেই ৷ তার দাবি, পূর্ণিমা দাস এর আগেও নাকি দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৷ পুরো ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷

পুরাতন মালদায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

মালদা, 11 জুন: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার সরদঘাট এলাকায় ৷ রবিবার সকালে পূর্ণিমা দাস নামে বছর তেত্রিশের এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় তাঁর স্বামী মিলন দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পূর্ণিমাদেবীর বাপের বাড়ির সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, মিলন দাসের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত ৷ অর্থাৎ, পূর্ণিমা দাসের মৃত্যুর পিছনে মিলন দাস জড়িত বলে অভিযোগ তাঁদের ৷ মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায় পূর্ণিমা দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ স্বামী মিলন দাসের বক্তব্য, রাতে সে ঘুমিয়ে পড়েছিল ৷ পাশের ঘরে পূর্ণিমাদেবী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে মিলন দাস ৷ কিন্তু, পূর্ণিমা দাসের বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাঁর মৃত্যু স্বাভাবিক নয় ৷ মিলন দাস এই ঘটনার সঙ্গে জড়িত ৷ কারণ হিসেবে মৃতার ভাই গদাধর শীলের অভিযোগ করেছেন, তাঁর জামাইবাবুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ যা নিয়ে প্রায় পূর্ণিমাদেবীর সঙ্গে মিলনের অশান্তি হত ৷

গদাধর জানিয়েছেন, মিলন দাস একটি ক্যাটারিং সার্ভিসে রান্নার কাজ করেন ৷ পূর্ণিমাদেবীর সঙ্গে বিয়ের পরপরই মিলন অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এমনকী কাজ না থাকলেও, মিলন অন্য মহিলাদের সঙ্গে ঘুরে বেড়াত বলে অভিযোগ করেছেন মৃতার ভাই ৷ দিদি ফোন করলে টালবাহানা করে মিলন ফোন কেটে দিত বলেও অভিযোগ ৷ এ নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত ৷ এ নিয়ে একাধিকবার পূর্ণিমাদেবী তাঁর শাশুড়িকে জানিয়েছিলেন ৷ কিন্তু, মিলন দাসের বাড়ির লোক তাকে কিছু বলত না ৷

আরও পড়ুন: পুরুলিয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে স্বামী-সহ গ্রেফতার 4 জন

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে শনিবার রাতেও নাকি দু'জনের মধ্যে অশান্তি হয় ৷ গদাধর বলেন, ‘‘আজ সকালে শুনলাম দিদি নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৷ আদৌ দিদি নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কি না, তা নিয়ে আমরা নিশ্চিত নই ৷ আমরা এই ঘটনার তদন্ত চাইছি ৷’’ জানা গিয়েছে, মিলন দাস এবং পূর্ণিমা দাসের তিন সন্তানও রয়েছে ৷

আরও পড়ুন: সোনামুখীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে দুই পরিবারের মধ্যে হাতাহাতি, আহত 6

তবে, সব অভিযোগই অস্বীকার করেছে মিলন দাস ৷ তাঁর বক্তব্য, সব পরিবারের মতো তাদের মধ্যেও সামান্য কথা কাটাকাটি হত ৷ কিন্তু, এর বাইরে কারও সঙ্গে সম্পর্ক নেই ৷ তার দাবি, পূর্ণিমা দাস এর আগেও নাকি দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৷ পুরো ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.