ETV Bharat / state

মালদায় পুকুরে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের দেহ - মালদা

পুকুরে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের দেহ ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা শহরে ৷ খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের ৷ তদন্ত শুরু পুলিশের ৷

wb_mld_02_dead_body_recovered_wb10016
মালদায় পুকুরে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ
author img

By

Published : May 3, 2021, 7:08 PM IST

মালদা, 3 মে : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা শহরে ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই ব্য়ক্তিকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে ৷

ভোট গণনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই মালদা শহরের আমবাজার সংলগ্ন এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই এলাকার এক পুকুরে একটি মৃতদেহ দেখতে পান ৷ ঘটনাস্থলেই পড়ে ছিল একটি সাইকেল, বস্তা ও কিছু পোশাক ৷

এলাকার বাসিন্দারা ইংরেজবাজার থানায় ঘটনার খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিকেলে পাঠানো হয় ৷

আরও পড়ুন : নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তির পরিচয় তাঁরা জানেন না ৷ ওই ব্য়ক্তিকে এর আগে কখনও এলাকায় দেখা যায়নি ৷ প্রাথমিকভাবে পুলিশের তরফেও একই তথ্য মিলেছে ৷ তারা এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

মালদা, 3 মে : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা শহরে ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই ব্য়ক্তিকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে ৷

ভোট গণনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই মালদা শহরের আমবাজার সংলগ্ন এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই এলাকার এক পুকুরে একটি মৃতদেহ দেখতে পান ৷ ঘটনাস্থলেই পড়ে ছিল একটি সাইকেল, বস্তা ও কিছু পোশাক ৷

এলাকার বাসিন্দারা ইংরেজবাজার থানায় ঘটনার খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিকেলে পাঠানো হয় ৷

আরও পড়ুন : নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তির পরিচয় তাঁরা জানেন না ৷ ওই ব্য়ক্তিকে এর আগে কখনও এলাকায় দেখা যায়নি ৷ প্রাথমিকভাবে পুলিশের তরফেও একই তথ্য মিলেছে ৷ তারা এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.