ETV Bharat / state

ফের বাংলা-বিহার সীমানা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহ চাঁচল পুলিশের - Female Dead Body Recovered

Female Dead Body Recovered: শুক্রবার মালদার চাঁচল থানা এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ পরিচয় জানা যায়নি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিকভাবে ঘটনাটিকে খুন বলেই অনুমান করছেন তদন্তকারীরা ৷

Female Dead Body Recovered
Female Dead Body Recovered
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 2:25 PM IST

Updated : Nov 17, 2023, 3:35 PM IST

ফের বাংলা-বিহার সীমানা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহ চাঁচল পুলিশের

মালদা, 17 নভেম্বর: ফের বাংলা-বিহার সীমানা থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ ৷ শুক্রবার মালদার চাঁচল-1 ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মায়াপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে ৷ দেহের কোমড়ে দড়ি বাঁধা ছিল ৷ এই নিয়ে তীব্র হইচই ছড়িয়েছে পুরো এলাকায় ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে চাঁচল থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করে খালে ফেলে দেওয়া হয়েছে ৷ তবে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এলাকার এক বৃদ্ধ মহানন্দার খালের ধারে গরু বাঁধতে আসেন ৷ তিনিই খালে ওই মহিলার পচাগলা দেহটি দেখতে পান ৷ মহিলার বয়স আনুমানিক 35 বছর ৷ গায়ে লাল রংয়ের নাইটি ৷ শুধু কোমরে দড়ি বাঁধাই নয়, তাঁর চুলও কেটে নেওয়া হয়েছে ৷ এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা৷ তবে এলাকার কেউ দেহটি শনাক্ত করতে পারেননি ৷ অনেকের ধারণা, মহিলা পার্শ্ববর্তী বিহার রাজ্যের বাসিন্দাও হতে পারেন ৷

স্থানীয় মল্লিকপাড়ার বাসিন্দা রেজাউল করিমের দাবি, “এই মহিলাকে অবশ্যই খুন করা হয়েছে ৷ ঘটনাটি দিন সাতেক আগেই ঘটেছে ৷ আজ গরু বাঁধতে এসে খালে তাঁর পচাগলা দেহ নজরে পড়ে স্থানীয় এক বৃদ্ধের ৷ মৃতদেহ ফুলে উঠেছে ৷ দুর্গন্ধও ছড়াচ্ছে ৷ খুন না হলে কোমরে দড়ি কিংবা মাথার চুল কেটে নেওয়ার ঘটনা ঘটত না ৷ তবে আদপে কী হয়েছে, তা পুলিশই বলতে পারবে ৷ চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে৷ তারা তদন্ত করে এই ঘটনার সত্যতা বের করুক ৷”

গ্রামের পঞ্চায়েত সদস্য চৈতু শেখ বলেন, “মতদেহটি আমার বাবাই প্রথমে দেখতে পান ৷ বাবা প্রতিদিন সকালে গরু বাঁধতে মরা মহানন্দার ধারে আসেন ৷ দু’তিনদিন ধরেই বাবা খালে কচুরিপানার উঁচু একটা ঢিবি দেখছিলেন ৷ প্রথমে ভেবেছিল, পাশের জমিতে যে ধান চাষ করেছে, তিনি ওই ঢিবিটা করেছেন ৷ আজ ঠিক সেখানেই বাবা মহিলার মৃতদেহটি দেখতে পান৷ বাবার কাছে খবর পেয়ে আমরা ছুটে আসি ৷ এই মহিলাকে এখনও শনাক্ত করা যায়নি ৷ এটা খুন না অন্য কিছু, সেটা আমরা বলতে পারছি না ৷ মহিলা বাংলার না বিহারের, সেটাও জানি না৷ এসব পুলিশ দেখবে ৷ আমরা শুধু দেহটিই দেখছি ৷”

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মহিলাকে শনাক্ত করা যায়নি ৷ তার চেষ্টা চলছে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

উল্লেখ্য, বছরখানেক আগে মায়াপুর গ্রাম থেকে এক কিলোমিটার দূরে মাটি খুঁড়ে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল ৷ গত 9 অক্টোবর হরিশ্চন্দ্রপুর থানার তেঁতুলবাড়ি গ্রামে বাংলা-বিহার সড়কের ধারে থাকা একটি পুকুর থেকে আরেক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের বাংলা-বিহার সীমানা থেকে আরও এক বধূর অ্যাসিডে পোড়া মৃতদেহ উদ্ধার হয় ৷ বিহার লাগোয়া গ্রামগুলি থেকে বারবার মহিলাদের দেহ উদ্ধারে আশপাশের গ্রামগুলিতে আতঙ্ক ছড়াচ্ছে ৷

আরও পড়ুন:

  1. পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
  2. পুকুর থেকে উদ্ধার মা-দুই সন্তানের দেহ, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ
  3. কুপ্রস্তাব দিতেন শ্বশুর, প্রতিবাদ করায় গলায় ফাঁস দিয়ে হত্যা গৃহবধূকে !

ফের বাংলা-বিহার সীমানা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহ চাঁচল পুলিশের

মালদা, 17 নভেম্বর: ফের বাংলা-বিহার সীমানা থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ ৷ শুক্রবার মালদার চাঁচল-1 ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মায়াপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে ৷ দেহের কোমড়ে দড়ি বাঁধা ছিল ৷ এই নিয়ে তীব্র হইচই ছড়িয়েছে পুরো এলাকায় ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে চাঁচল থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করে খালে ফেলে দেওয়া হয়েছে ৷ তবে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এলাকার এক বৃদ্ধ মহানন্দার খালের ধারে গরু বাঁধতে আসেন ৷ তিনিই খালে ওই মহিলার পচাগলা দেহটি দেখতে পান ৷ মহিলার বয়স আনুমানিক 35 বছর ৷ গায়ে লাল রংয়ের নাইটি ৷ শুধু কোমরে দড়ি বাঁধাই নয়, তাঁর চুলও কেটে নেওয়া হয়েছে ৷ এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা৷ তবে এলাকার কেউ দেহটি শনাক্ত করতে পারেননি ৷ অনেকের ধারণা, মহিলা পার্শ্ববর্তী বিহার রাজ্যের বাসিন্দাও হতে পারেন ৷

স্থানীয় মল্লিকপাড়ার বাসিন্দা রেজাউল করিমের দাবি, “এই মহিলাকে অবশ্যই খুন করা হয়েছে ৷ ঘটনাটি দিন সাতেক আগেই ঘটেছে ৷ আজ গরু বাঁধতে এসে খালে তাঁর পচাগলা দেহ নজরে পড়ে স্থানীয় এক বৃদ্ধের ৷ মৃতদেহ ফুলে উঠেছে ৷ দুর্গন্ধও ছড়াচ্ছে ৷ খুন না হলে কোমরে দড়ি কিংবা মাথার চুল কেটে নেওয়ার ঘটনা ঘটত না ৷ তবে আদপে কী হয়েছে, তা পুলিশই বলতে পারবে ৷ চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে৷ তারা তদন্ত করে এই ঘটনার সত্যতা বের করুক ৷”

গ্রামের পঞ্চায়েত সদস্য চৈতু শেখ বলেন, “মতদেহটি আমার বাবাই প্রথমে দেখতে পান ৷ বাবা প্রতিদিন সকালে গরু বাঁধতে মরা মহানন্দার ধারে আসেন ৷ দু’তিনদিন ধরেই বাবা খালে কচুরিপানার উঁচু একটা ঢিবি দেখছিলেন ৷ প্রথমে ভেবেছিল, পাশের জমিতে যে ধান চাষ করেছে, তিনি ওই ঢিবিটা করেছেন ৷ আজ ঠিক সেখানেই বাবা মহিলার মৃতদেহটি দেখতে পান৷ বাবার কাছে খবর পেয়ে আমরা ছুটে আসি ৷ এই মহিলাকে এখনও শনাক্ত করা যায়নি ৷ এটা খুন না অন্য কিছু, সেটা আমরা বলতে পারছি না ৷ মহিলা বাংলার না বিহারের, সেটাও জানি না৷ এসব পুলিশ দেখবে ৷ আমরা শুধু দেহটিই দেখছি ৷”

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মহিলাকে শনাক্ত করা যায়নি ৷ তার চেষ্টা চলছে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

উল্লেখ্য, বছরখানেক আগে মায়াপুর গ্রাম থেকে এক কিলোমিটার দূরে মাটি খুঁড়ে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল ৷ গত 9 অক্টোবর হরিশ্চন্দ্রপুর থানার তেঁতুলবাড়ি গ্রামে বাংলা-বিহার সড়কের ধারে থাকা একটি পুকুর থেকে আরেক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের বাংলা-বিহার সীমানা থেকে আরও এক বধূর অ্যাসিডে পোড়া মৃতদেহ উদ্ধার হয় ৷ বিহার লাগোয়া গ্রামগুলি থেকে বারবার মহিলাদের দেহ উদ্ধারে আশপাশের গ্রামগুলিতে আতঙ্ক ছড়াচ্ছে ৷

আরও পড়ুন:

  1. পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
  2. পুকুর থেকে উদ্ধার মা-দুই সন্তানের দেহ, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ
  3. কুপ্রস্তাব দিতেন শ্বশুর, প্রতিবাদ করায় গলায় ফাঁস দিয়ে হত্যা গৃহবধূকে !
Last Updated : Nov 17, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.