ETV Bharat / state

মদ খেয়ে গালিগালাজ, প্রতিবাদ করে আক্রান্ত ২ - মালদা

গালিগালাজের প্রতিবাদ করায় পঙ্কজ দাস(৩২) ও দিলীপ দাস(৩০) নামে দুই যুবকের মাথা ফাটানোর অভিযোগ উঠল ছ'জনের বিরুদ্ধে।

আক্রান্ত দুই যুবক
author img

By

Published : Feb 12, 2019, 12:14 PM IST

মালদা, ১২ ফেব্রুয়ারি : গালিগালাজের প্রতিবাদ করায় দুই যুবকের মাথা ফাটানোর অভিযোগ উঠল ছ'জনের বিরুদ্ধে। পঙ্কজ দাস(৩২) ও দিলীপ দাস(৩০) নামে জখম দুই যুবক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার।

বিহারের ভাগলপুরের বাসিন্দা পঙ্কজ ও দিলীপ পেশায় শ্রমিক। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার একটি ইটভাঁটায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁরা। থাকেন সেখানেই। গতরাতে মদ্যপান করে সিকন্দর দাস, রোহিত দাস, জ্যোতিষ দাস সহ ছ'জন গালিগালাজ করতে থাকে। অভিযোগ, সেই সময় প্রতিবাদ করায় ওই দুই যুবককে বাঁশ দিয়ে মারধর করা হয়। তাঁদের জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

দিলীপ দাস বলেন, "আমাদের গালিগালাজ করছিল। আমি বারণ করি। তখন ওরা বলে কী করবি তুই? তারপর বাঁশ দিয়ে মারতে শুরু করে। ওরা ইটভাঁটাতেই কাজ করে।"

মালদা, ১২ ফেব্রুয়ারি : গালিগালাজের প্রতিবাদ করায় দুই যুবকের মাথা ফাটানোর অভিযোগ উঠল ছ'জনের বিরুদ্ধে। পঙ্কজ দাস(৩২) ও দিলীপ দাস(৩০) নামে জখম দুই যুবক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার।

বিহারের ভাগলপুরের বাসিন্দা পঙ্কজ ও দিলীপ পেশায় শ্রমিক। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার একটি ইটভাঁটায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁরা। থাকেন সেখানেই। গতরাতে মদ্যপান করে সিকন্দর দাস, রোহিত দাস, জ্যোতিষ দাস সহ ছ'জন গালিগালাজ করতে থাকে। অভিযোগ, সেই সময় প্রতিবাদ করায় ওই দুই যুবককে বাঁশ দিয়ে মারধর করা হয়। তাঁদের জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

দিলীপ দাস বলেন, "আমাদের গালিগালাজ করছিল। আমি বারণ করি। তখন ওরা বলে কী করবি তুই? তারপর বাঁশ দিয়ে মারতে শুরু করে। ওরা ইটভাঁটাতেই কাজ করে।"

Sawai Madhopur (Rajasthan), Feb 11 (ANI): While talking to ANI about the ongoing protest held by Gujjar community, their leader Kirori Singh Bainsla said, "We will leave only after getting 5% reservation. It's my personal request to government, don't do anything which can provoke people of Rajasthan, people are waiting for my instructions. Let's sort it out in a peaceful manner. The earlier it is, the better".
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.