মালদা, 13 ডিসেম্বর: চোর সন্দেহে দুই যুবককে গণধোলাইয়ের ঘটনাকে (Mob Lynching In Malda) কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার থানার মাদিয়াঘাট এলাকায়। গণধোলাইয়ে আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আক্রান্ত দুই যুবকের নাম শেখ আশরাফুল ও শেখ জনি। দু'জনেই ইংরেজবাজারের মিলকির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আশরাফুল ও জনি মাদিয়া এলাকায় একটি বাড়িতে চুরি করতে ঢোকে। এলাকাবাসীরা সেই সময় তাঁদের হাতেনাতে ধরে ফেলে। এরপরেই চলতে থাকে গণধোলাই। খবর পেয়ে মিলকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে পাঠায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। তবে এই দুই যুবক ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল না নেশা করতে গিয়েছিল, তা এখনও সঠিকভাবে জানা যায়নি ৷
আরও পড়ুন: টাকা নিয়ে ভর্তির অভিযোগে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত চাঁচল
মিলকি ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই যুবক এলাকায় নেশাখোর হিসেবে পরিচিত। এই ঘটনায় আশরাফুল ও জনির পরিবারের লোকজন পুলিশে অভিযোগ দায়ের করতে রাজি হননি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও একাধিকবার জেলায় গণপিটুনির ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে বারবার আইন নিজেদের হাতে তুলে নিতে নিষেধ করা হয়েছে। তারপরেও এই ঘটনা বারবার সামনে আসছে জেলায়।