মালদা, 19 জুলাই: জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার । তাঁদের নাম জয়া মণ্ডল ও সীমা মণ্ডল । গুরুতর আহত রহিলা মণ্ডল নামে আর এক মহিলা । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতনগর এলাকার ঘটনা ।
আজ দুপুরে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতনগর এলাকার গোবরা গ্রামের একটি জমিতে ছয়-সাতজন মহিলা ধান রোপনের কাজ করতে যান । সেই সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনজন মহিলা । তাঁদের উদ্ধার করে স্থানীয় ভালুকা বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন । আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে । পরে সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদা মেডিকেলে ।
স্থানীয় এক বাসিন্দা সনত মণ্ডল বলেন, "আজ দুপুরে এলাকার ছয়-সাত জন মহিলা জমিতে ধান রোপনের কাজ করতে যান । হঠাৎ সেই সময় সেখানে বজ্রপাত হয়। মৃত্যু হয় জয়া মণ্ডল ও সীমা মণ্ডল নামে দুই মহিলার। আশঙ্কাজনক অবস্থায় আরও এক মহিলা মালদা মেডিকেলে চিকিৎসাধীন ।"