ETV Bharat / state

ইংরেজবাজারে মাছ ধরা নিয়ে বিবাদ, 2 জনকে কুপিয়ে খুন - বিবাদের জেরে জোড়া খুন

ইংরেজবাজারে মাছ ধরা নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ ৷ আর তার জেরেই দু'জনকে কুপিয়ে খুনের অভিযোগ ।

malda-two-villagers-alleged-to-be-murdered-due-to-local-chaos
বিবাদের জেরে জোড়া খুন
author img

By

Published : Sep 24, 2020, 10:47 AM IST

Updated : Sep 24, 2020, 12:33 PM IST

মালদা, 24 সেপ্টেম্বর : মাছ ধরা নিয়ে বিবাদের জেরে দু'জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৷ আহত হয়েছে আরও কয়েকজন ৷ ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের পার্বত্যা গ্রামের ঘটনা ৷ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷

মৃতদের নাম ফুলচাঁদ ঘোষ (32) ও অর্জুন ঘোষ (30) ৷ পেশায় দু’জনেই দুধ ব্যবসায়ী ৷ আহত হয়েছে ভীম ঘোষ নামে আরও একজন ৷ পার্বত্যা গ্রামে একাধিক পুকুর রয়েছে ৷ গতকাল বিকেলে একটি পুকুরের জলে একটি ছোটো জাল ভেসে থাকতে দেখা যায় ৷ মাছ ধরছিলেন ফুলচাঁদ, অর্জুন সহ আরও কয়েকজন ৷ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গ্রামেরই দুই বাসিন্দা রাজেশ ও মদন ৷ তারা ওই জালটি নিজেদের বলে দাবি করে ৷ এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷

অভিযোগ, সেই সময় রাজেশ, মদনরা ফুলচাঁদদের মারধর করে ৷ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয় ৷ রাত হয়ে যাওয়ায় ফুলচাঁদরা ঝামেলা না বাড়িয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ স্থানীয় একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা করিয়ে রাতে তারা বাড়ি ফিরছিল ৷ সেই সময় রাস্তায় ফুলচাঁদ ও অর্জুনের উপর ফের ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ সেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থানে আসেন গ্রামের কয়েকজন বাসিন্দা ৷ খবর পেয়ে আসে ইংরেজবাজার থানার পুলিশ ৷

পুলিশকর্মীরাই আশঙ্কাজনক অবস্থায় সবাইকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসেন ৷ সেখানে ফুলচাঁদ ও অর্জুনকে মৃত বলে ঘোষণা করা হয় । চিকিৎসকরা ৷ আহত ভীম ঘোষের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ৷

ইংরেজবাজারে মাছ ধরা নিয়ে বচসা ও খুন ৷ দেখুন ভিডিয়ো...

এই ঘটনায় ইংরেজবাজার থানায় রাজেশ, নিমাই সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও পুলিশকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি ৷

মালদা, 24 সেপ্টেম্বর : মাছ ধরা নিয়ে বিবাদের জেরে দু'জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৷ আহত হয়েছে আরও কয়েকজন ৷ ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের পার্বত্যা গ্রামের ঘটনা ৷ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷

মৃতদের নাম ফুলচাঁদ ঘোষ (32) ও অর্জুন ঘোষ (30) ৷ পেশায় দু’জনেই দুধ ব্যবসায়ী ৷ আহত হয়েছে ভীম ঘোষ নামে আরও একজন ৷ পার্বত্যা গ্রামে একাধিক পুকুর রয়েছে ৷ গতকাল বিকেলে একটি পুকুরের জলে একটি ছোটো জাল ভেসে থাকতে দেখা যায় ৷ মাছ ধরছিলেন ফুলচাঁদ, অর্জুন সহ আরও কয়েকজন ৷ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গ্রামেরই দুই বাসিন্দা রাজেশ ও মদন ৷ তারা ওই জালটি নিজেদের বলে দাবি করে ৷ এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷

অভিযোগ, সেই সময় রাজেশ, মদনরা ফুলচাঁদদের মারধর করে ৷ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয় ৷ রাত হয়ে যাওয়ায় ফুলচাঁদরা ঝামেলা না বাড়িয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ স্থানীয় একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা করিয়ে রাতে তারা বাড়ি ফিরছিল ৷ সেই সময় রাস্তায় ফুলচাঁদ ও অর্জুনের উপর ফের ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ সেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থানে আসেন গ্রামের কয়েকজন বাসিন্দা ৷ খবর পেয়ে আসে ইংরেজবাজার থানার পুলিশ ৷

পুলিশকর্মীরাই আশঙ্কাজনক অবস্থায় সবাইকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসেন ৷ সেখানে ফুলচাঁদ ও অর্জুনকে মৃত বলে ঘোষণা করা হয় । চিকিৎসকরা ৷ আহত ভীম ঘোষের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ৷

ইংরেজবাজারে মাছ ধরা নিয়ে বচসা ও খুন ৷ দেখুন ভিডিয়ো...

এই ঘটনায় ইংরেজবাজার থানায় রাজেশ, নিমাই সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও পুলিশকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি ৷

Last Updated : Sep 24, 2020, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.