ETV Bharat / state

Smugglers Arrested With Ivory: হাতির দাঁত-সহ গ্রেফতার 2 পাচারকারী - Elephant Tusk Recovery

পাচারের আগে উদ্ধার হাতির দাঁত । 136 গ্রাম ওজনের একটি পূর্ণ বয়স্ক হাতির দাঁত উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া হাতির দাঁতের বাজার দর প্রায় 3 লক্ষ টাকা (Smugglers Arrested With Ivory) ।

Smugglers Arrested With Ivory
পাচারের আগে বমাল সহ গ্রেফতার 2 পাচারকারী
author img

By

Published : Mar 9, 2022, 10:39 PM IST

শিলিগুড়ি, 9 মার্চ: নেপালে পাচারের আগে উদ্ধার হাতির দাঁত-সহ গ্রেফতার দুই পাচারকারী । মঙ্গলবার মাঝরাতে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবি-র গোয়েন্দা বিভাগ ও ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা ৷ সেই অভিযানে 136 গ্রাম ওজনের একটি পূর্ণবয়স্ক হাতির দাঁতের টুকরো উদ্ধার করা হয়েছে । ঘটনায় বুদু সামাদ ও নিতুলাল নাগাছিয়া নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ (Two Smugglers Arrested) ।

আরও পড়ুন: Ivory Recovered In Jalpaiguri: জলপাইগুড়িতে উদ্ধার হাতির দাঁত, গ্রেফতার 3

বন দফতর সূত্রে খবর, হাতির দাঁতগুলি নেপালে পাচারের চেষ্টা চলছিল (Elephant Tusk Recovery)। সেই সময়েই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবি ও ঘোষ পুকুর বনবিভগের কর্মীরা । এই অভিযানেই ফাঁসিদেওয়া ব্লকের পাথরহিরাছটের বাসিন্দা বুদু সামাদ ও বাগডোগরা এলাকার তারবান্দার বাসিন্দা নিতুলাল নাগাছিয়াকে গ্রেফতার করে পুলিশ । বন দফতর সূত্রে খবর, 136 গ্রাম ওজনের হাতির দাঁতের টুকরোটি একটি স্যাম্পেল মাত্র । ধৃতদের জিজ্ঞাসা করে জানা গিয়েছে, 1 লক্ষ টাকার বিনিময়ে তারা হাতির দাঁতগুলি পাচারের পরিকল্পনা করছিল ।

এই প্রসঙ্গেই, ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "ধৃতরা কোথা থেকে ওই টুকরো পেল এবং তারা সেটি কোথায় পাচার করত তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে । তাদের উদ্দেশ্যে খোঁজ চলছে ।"

শিলিগুড়ি, 9 মার্চ: নেপালে পাচারের আগে উদ্ধার হাতির দাঁত-সহ গ্রেফতার দুই পাচারকারী । মঙ্গলবার মাঝরাতে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবি-র গোয়েন্দা বিভাগ ও ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা ৷ সেই অভিযানে 136 গ্রাম ওজনের একটি পূর্ণবয়স্ক হাতির দাঁতের টুকরো উদ্ধার করা হয়েছে । ঘটনায় বুদু সামাদ ও নিতুলাল নাগাছিয়া নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ (Two Smugglers Arrested) ।

আরও পড়ুন: Ivory Recovered In Jalpaiguri: জলপাইগুড়িতে উদ্ধার হাতির দাঁত, গ্রেফতার 3

বন দফতর সূত্রে খবর, হাতির দাঁতগুলি নেপালে পাচারের চেষ্টা চলছিল (Elephant Tusk Recovery)। সেই সময়েই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবি ও ঘোষ পুকুর বনবিভগের কর্মীরা । এই অভিযানেই ফাঁসিদেওয়া ব্লকের পাথরহিরাছটের বাসিন্দা বুদু সামাদ ও বাগডোগরা এলাকার তারবান্দার বাসিন্দা নিতুলাল নাগাছিয়াকে গ্রেফতার করে পুলিশ । বন দফতর সূত্রে খবর, 136 গ্রাম ওজনের হাতির দাঁতের টুকরোটি একটি স্যাম্পেল মাত্র । ধৃতদের জিজ্ঞাসা করে জানা গিয়েছে, 1 লক্ষ টাকার বিনিময়ে তারা হাতির দাঁতগুলি পাচারের পরিকল্পনা করছিল ।

এই প্রসঙ্গেই, ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "ধৃতরা কোথা থেকে ওই টুকরো পেল এবং তারা সেটি কোথায় পাচার করত তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে । তাদের উদ্দেশ্যে খোঁজ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.